ETV Bharat / entertainment

PMO Congratulates RRR: 'ভারতীয় সিনেমার সিদ্ধিলাভ', টিম আরআরআর'কে অভিনন্দন বার্তায় বললেন প্রধানমন্ত্রী মোদি

বেস্ট অরিজিনাল সং হিসেবে গোল্ডেন গ্লোব জিতে নিয়েছে 'আরআরআর' ছবির গান 'নাতু নাতু' ৷ তারপর থেকেই অভিনন্দনের ডালি উপচে পড়ছে ৷ তালিকায় রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও (PM Modi Congratulates team RRR after winning the Golden Globe Award) ৷

PMO Congratulates RRR
টিম আরআরআর'কে অভিনন্দন প্রধানমন্ত্রী মোদির
author img

By

Published : Jan 11, 2023, 4:51 PM IST

Updated : Jan 11, 2023, 10:38 PM IST

নয়াদিল্লি, 11 জানুয়ারি: দেশের সিনে অনুরাগীদের জন্য বুধবারের সকালটা একটু অন্যরকম ৷ বলা ভালো, এমন গর্বের সকাল কমই এসেছে ভারতের সিনেমা সংসারে ৷ শুধু ভারত কেন, 'আরআরআর' এদিন গর্বিত করল সমগ্র এশিয়াকে ৷ দেশ তথা মহাদেশের প্রথম ছবি হিসেবে সোমবার গোল্ডেন গ্লোব ঝুলিতে পুরেছে এসএস রাজামৌলির 'ম্যাগনাম ওপাস' (RRR bags Golden Globe award) ৷ এমন কৃতিত্ব দেশের আর কোনও ছবির নেই ৷ বেস্ট অরিজিনাল সং হিসেবে 'আরআরআর' ছবির 'নাতু নাতু' গানটিকে বেছে নিয়েছে হলিউড ফরেন প্রেস অ্যাসোসিয়েশন ৷ তারপর থেকেই অভিনন্দনের ডালি উপচে পড়ছে টিম 'আরআরআর'-এর ৷

শাহরুখ, অমিতাভ, আলিয়ারাও উচ্ছ্বসিত রাজামৌলির (SS Rajamouli) ছবির এহেন সাফল্যে ৷ ছবির সঙ্গীত পরিচালক এমএম কীরাবাণীর (MM Keeravani) প্রশংসায় পঞ্চমুখ সকলে ৷ পিছিয়ে নেই রাজনৈতিক ব্যক্তিত্বরাও ৷ আন্তর্জাতিক মঞ্চে দেশের ছবির এই সাফল্যে কি অংশীদার না-হয়ে থাকা যায়? আরআরআর-এর সাফল্যে তাই গা ভাসালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও (PM Modi Congratulates team RRR after winning the Golden Globe Award) ৷

গতবছর মুক্তিপ্রাপ্ত তেলেগু এই ছবি এদিন বিশ্বমঞ্চে সাফল্য পাওয়ার পর প্রধানমন্ত্রী টুইটারে পুরস্কার জিতে নেওয়ার মুহূর্তটি শেয়ার করেন (PM Modi shares award winning moment on twitter) ৷ এরপর লেখেন, "ভারতীয় সিনেমার বিশেষ সিদ্ধিলাভ ৷ অভিনন্দন এমএম কীরাবাণী, প্রেম রক্ষিত, কালা ভৈরব, রাহুল সিপলিগঞ্জকে ৷ অভিনন্দন এসএস রাজামৌলি, রামচরণ-সহ সমগ্র আরআরআর টিমকে ৷ এই সম্মান সকল ভারতবাসীকে গর্বিত করবে ৷"

আরও পড়ুন: 'ঘুম থেকে উঠেই নাতু নাতু গানে নেচে জয় সেলিব্রেট করছি', রাজামৌলিকে লিখলেন কিং খান

এই প্রসঙ্গে জানিয়ে রাখা ভাল 'বেস্ট অরিজিনাল সং' ক্যাটেগরিতে টেইলর সুইফট, লেগি গাগার কম্পোজিশনকে পিছনে ফেলে গোল্ডেন গ্লোব জিতে নিল এমএম কীরাবাণীর তৈরি 'নাতু নাতু'৷ 'আরআরআর'-এর এই সাফল্যে উচ্ছ্বসিত শাহরুখ ছবির পরিচালক রাজামৌলির উদ্দেশে টুইটে লেখেন, "স্যর ঘুম থেকে উঠে নাতু নাতু নেচে আপনার গোল্ডেন গ্লোব জয় উদযাপন করছি ৷ দেশকে গর্বিত করে আরও পুরস্কার আসুক ৷"

নয়াদিল্লি, 11 জানুয়ারি: দেশের সিনে অনুরাগীদের জন্য বুধবারের সকালটা একটু অন্যরকম ৷ বলা ভালো, এমন গর্বের সকাল কমই এসেছে ভারতের সিনেমা সংসারে ৷ শুধু ভারত কেন, 'আরআরআর' এদিন গর্বিত করল সমগ্র এশিয়াকে ৷ দেশ তথা মহাদেশের প্রথম ছবি হিসেবে সোমবার গোল্ডেন গ্লোব ঝুলিতে পুরেছে এসএস রাজামৌলির 'ম্যাগনাম ওপাস' (RRR bags Golden Globe award) ৷ এমন কৃতিত্ব দেশের আর কোনও ছবির নেই ৷ বেস্ট অরিজিনাল সং হিসেবে 'আরআরআর' ছবির 'নাতু নাতু' গানটিকে বেছে নিয়েছে হলিউড ফরেন প্রেস অ্যাসোসিয়েশন ৷ তারপর থেকেই অভিনন্দনের ডালি উপচে পড়ছে টিম 'আরআরআর'-এর ৷

শাহরুখ, অমিতাভ, আলিয়ারাও উচ্ছ্বসিত রাজামৌলির (SS Rajamouli) ছবির এহেন সাফল্যে ৷ ছবির সঙ্গীত পরিচালক এমএম কীরাবাণীর (MM Keeravani) প্রশংসায় পঞ্চমুখ সকলে ৷ পিছিয়ে নেই রাজনৈতিক ব্যক্তিত্বরাও ৷ আন্তর্জাতিক মঞ্চে দেশের ছবির এই সাফল্যে কি অংশীদার না-হয়ে থাকা যায়? আরআরআর-এর সাফল্যে তাই গা ভাসালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও (PM Modi Congratulates team RRR after winning the Golden Globe Award) ৷

গতবছর মুক্তিপ্রাপ্ত তেলেগু এই ছবি এদিন বিশ্বমঞ্চে সাফল্য পাওয়ার পর প্রধানমন্ত্রী টুইটারে পুরস্কার জিতে নেওয়ার মুহূর্তটি শেয়ার করেন (PM Modi shares award winning moment on twitter) ৷ এরপর লেখেন, "ভারতীয় সিনেমার বিশেষ সিদ্ধিলাভ ৷ অভিনন্দন এমএম কীরাবাণী, প্রেম রক্ষিত, কালা ভৈরব, রাহুল সিপলিগঞ্জকে ৷ অভিনন্দন এসএস রাজামৌলি, রামচরণ-সহ সমগ্র আরআরআর টিমকে ৷ এই সম্মান সকল ভারতবাসীকে গর্বিত করবে ৷"

আরও পড়ুন: 'ঘুম থেকে উঠেই নাতু নাতু গানে নেচে জয় সেলিব্রেট করছি', রাজামৌলিকে লিখলেন কিং খান

এই প্রসঙ্গে জানিয়ে রাখা ভাল 'বেস্ট অরিজিনাল সং' ক্যাটেগরিতে টেইলর সুইফট, লেগি গাগার কম্পোজিশনকে পিছনে ফেলে গোল্ডেন গ্লোব জিতে নিল এমএম কীরাবাণীর তৈরি 'নাতু নাতু'৷ 'আরআরআর'-এর এই সাফল্যে উচ্ছ্বসিত শাহরুখ ছবির পরিচালক রাজামৌলির উদ্দেশে টুইটে লেখেন, "স্যর ঘুম থেকে উঠে নাতু নাতু নেচে আপনার গোল্ডেন গ্লোব জয় উদযাপন করছি ৷ দেশকে গর্বিত করে আরও পুরস্কার আসুক ৷"

Last Updated : Jan 11, 2023, 10:38 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.