ETV Bharat / entertainment

Plaint Against Director Leena: ছবির পোস্টারে সিগারেটে টান দিচ্ছেন কালী, পরিচালকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের - Kaali Poster Controversy

পরিচালক লীনা মণিমেকলাইয়ের তথ্যচিত্র 'কালী' নিয়ে শুরু বিতর্ক (Kaali Poster Controversy )৷ 2 জুলাই সোশাল মিডিয়ায় এই পোস্টারটি জারি করেছিলেন পরিচালক ৷ যেখানে দেখা গিয়েছে মা কালী ধূমপান করছেন ৷ এবার পরিচালকের বিরুদ্ধে দিল্লি পুলিশের সাইবার সেলে অভিযোগ দায়ের করলেন এক আইনজীবী ৷

Plaint Against Director Leena
ছবির পোস্টারে সিগারেটে টান দিচ্ছেন কালি, থানায় অভিযোগ দায়ের পরিচালকের বিরুদ্ধে
author img

By

Published : Jul 4, 2022, 8:27 PM IST

নয়াদিল্লি, 4 জুলাই: তথ্যচিত্র 'কালী'র বিতর্কিত পোস্টার সামনে আনার জন্য পরিচালক লীনা মণিমেকলাইয়ের বিরুদ্ধে সোমবার পুলিশে অভিযোগ দায়ের করলেন দিল্লির এক আইনজীবী (Kaali Poster Controversy)৷ 2 জুলাই সোশাল মিডিয়ায় এই পোস্টারটি জারি করেছিলেন পরিচালক ৷ যেখানে দেখা গিয়েছে মা কালী ধূমপান করছেন ৷ এই ধরণের ভাবনা ধর্মীয় ভাবাবেগকে আহত করে এমনটাই দাবি করেছিলেন নেটিজেনদের একাংশ ৷ এমনকী টুইটারে তাঁকে গ্রেফতার করার দাবিও ওঠে ৷

একটি তামিল নিউজ পোর্টালের মতে, তথ্যচিত্রটি তুলে ধরে একটি সন্ধ্যার ঘটনাকে ৷ সেই সন্ধ্যায় মা কালী আবির্ভূত হন এবং তিনি টরেন্টোর রাস্তায় হাঁটতে শুরু করেন ৷ দিল্লি পুলিশের সাইবার সেলের কাছে অভিযোগ জানিয়ে ওই আইনজীবী বলেন, "তাঁর টুইটার অ্যাকাউন্ট থেকে পোস্ট করা ভিডিয়ো এবং ছবির মাধ্যমে (যা সোশাল মিডিয়া এবং বিভিন্ন প্লাটফর্মে ছড়িয়ে পড়েছে) ইচ্ছে করে এবং বিদ্বেষপূর্ণভাবে হিন্দুদের ধর্মীয় ভাবাবেগে আঘাত দেওয়ার চেষ্টা করা হয়েছে যা ক্ষোভের বাতাবরণ গড়ে তুলতে পারে ৷ তাই তাঁর বিরুদ্ধে 295A, 298, 505, 67 আইটি আইন এবং 34 আইপিসি-র অধীনে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া উচিত ।"

Plaint Against Director Leena
তথ্যচিত্র 'কালি'র বিতর্কিত পোস্টার সামনে আনার জন্য পরিচালক লীনা মণিমেকলাইয়ের বিরুদ্ধে সোমবার পুলিশে অভিযোগ দায়ের করলেন দিল্লির এক আইনজীবী

আরও পড়ুন: আমায় নিজে হাতে মেকআপ করে দিয়েছিলেন তনুদা

প্রসঙ্গত আরও অনেকেই এই বিষয়ে পরিচালকের শাস্তির দাবি জানিয়েছেন ৷ একইসঙ্গে বিতর্কিত ভিডিয়ো ক্লিপটি সোশাল মিডিয়া এখনই সরিয়ে দেওয়ারও দাবি জানিয়েছেন ওই আইনজীবী ৷ 'কালী' নামক এই বিতর্কিত তথ্য়চিত্রটি নিয়ে এখন দুই ভাগে ভাগ গিয়েছে সোশ্যাল মিডিয়া ৷ একদিকে যেমন উঠছে শিল্পী স্বাধীনতার প্রশ্ন তেমনই প্রশ্ন উঠছে ধর্মীয় ভাবাবেগ নিয়েও ৷

নয়াদিল্লি, 4 জুলাই: তথ্যচিত্র 'কালী'র বিতর্কিত পোস্টার সামনে আনার জন্য পরিচালক লীনা মণিমেকলাইয়ের বিরুদ্ধে সোমবার পুলিশে অভিযোগ দায়ের করলেন দিল্লির এক আইনজীবী (Kaali Poster Controversy)৷ 2 জুলাই সোশাল মিডিয়ায় এই পোস্টারটি জারি করেছিলেন পরিচালক ৷ যেখানে দেখা গিয়েছে মা কালী ধূমপান করছেন ৷ এই ধরণের ভাবনা ধর্মীয় ভাবাবেগকে আহত করে এমনটাই দাবি করেছিলেন নেটিজেনদের একাংশ ৷ এমনকী টুইটারে তাঁকে গ্রেফতার করার দাবিও ওঠে ৷

একটি তামিল নিউজ পোর্টালের মতে, তথ্যচিত্রটি তুলে ধরে একটি সন্ধ্যার ঘটনাকে ৷ সেই সন্ধ্যায় মা কালী আবির্ভূত হন এবং তিনি টরেন্টোর রাস্তায় হাঁটতে শুরু করেন ৷ দিল্লি পুলিশের সাইবার সেলের কাছে অভিযোগ জানিয়ে ওই আইনজীবী বলেন, "তাঁর টুইটার অ্যাকাউন্ট থেকে পোস্ট করা ভিডিয়ো এবং ছবির মাধ্যমে (যা সোশাল মিডিয়া এবং বিভিন্ন প্লাটফর্মে ছড়িয়ে পড়েছে) ইচ্ছে করে এবং বিদ্বেষপূর্ণভাবে হিন্দুদের ধর্মীয় ভাবাবেগে আঘাত দেওয়ার চেষ্টা করা হয়েছে যা ক্ষোভের বাতাবরণ গড়ে তুলতে পারে ৷ তাই তাঁর বিরুদ্ধে 295A, 298, 505, 67 আইটি আইন এবং 34 আইপিসি-র অধীনে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া উচিত ।"

Plaint Against Director Leena
তথ্যচিত্র 'কালি'র বিতর্কিত পোস্টার সামনে আনার জন্য পরিচালক লীনা মণিমেকলাইয়ের বিরুদ্ধে সোমবার পুলিশে অভিযোগ দায়ের করলেন দিল্লির এক আইনজীবী

আরও পড়ুন: আমায় নিজে হাতে মেকআপ করে দিয়েছিলেন তনুদা

প্রসঙ্গত আরও অনেকেই এই বিষয়ে পরিচালকের শাস্তির দাবি জানিয়েছেন ৷ একইসঙ্গে বিতর্কিত ভিডিয়ো ক্লিপটি সোশাল মিডিয়া এখনই সরিয়ে দেওয়ারও দাবি জানিয়েছেন ওই আইনজীবী ৷ 'কালী' নামক এই বিতর্কিত তথ্য়চিত্রটি নিয়ে এখন দুই ভাগে ভাগ গিয়েছে সোশ্যাল মিডিয়া ৷ একদিকে যেমন উঠছে শিল্পী স্বাধীনতার প্রশ্ন তেমনই প্রশ্ন উঠছে ধর্মীয় ভাবাবেগ নিয়েও ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.