ETV Bharat / entertainment

Pathikrit Basu On Dabaru: 'দাবাড়ুর মূল সমালোচনার জায়গা দাবা', বলছেন পরিচালক

এক দাবাড়ুর জীবনকে এবার পর্দায় তুলে আনছেন পরিচালক পথিকৃৎ বসু ৷ এই চরিত্রে দেখা যাবে অর্ঘ্য বসু রায়কে ৷ শুটিংয়ের ফাঁকে আড্ডা জমল পরিচালক ও ছবির নায়কের সঙ্গে ৷

Pathikrit Basu On Dabaru
দাবাড়ু নিয়ে খোলামেলা আড্ডায় পরিচালক ও অর্ঘ্য
author img

By

Published : Jul 29, 2023, 1:16 PM IST

Updated : Jul 29, 2023, 4:10 PM IST

এক দাবাড়ুর জীবনকে এবার পর্দায় তুলে আনছেন পরিচালক পথিকৃৎ বসু

কলকাতা, 29 জুলাই: পার্কস্ট্রিটের লোরেটো স্কুলের ঠিক পাশেই রয়েছে বার্কমায়ার হোস্টেল । আর সেখানেই শুটিং চলছে পথিকৃৎ বসু পরিচালিত উইন্ডোজ প্রযোজিত বাংলা ছবি 'দাবাড়ু'র । দেশের কনিষ্ঠতম গ্র‍্যান্ডমাস্টার সূর্যশেখর গঙ্গোপাধ্যায়ের জীবন থেকে অনুপ্রাণিত হয়েই তৈরি হচ্ছে 'দাবাড়ু' । যদিও ছবিতে বদলে গিয়েছে নায়কের নাম ৷ ছবির শুটিং চলছে জোরকদমে ।

হোস্টেলের একটি ঘরকে দেখানো হবে দাবা অ্যাকাডেমি হিসেবে । ইটিভি ভারত পৌঁছে গিয়েছিল সেখানেই । এক ঝাঁক ছেলেমেয়েকে দেখা গেল দাবার বোর্ডের সামনে বসে দাবা খেলতে । এদিন শুটিংয়ে ব্যস্ত ছিলেন কৌশিক সেন এবং ঋতুপর্ণা সেনগুপ্তও । সূর্যশেখরের নাম এখানে পালটে রাখা হয়েছে সৌরশেখর। আর তার মায়ের নাম আরতির বদলে করুণা। ঋতুপর্ণা সেনগুপ্তকে দেখা যাবে সৌরশেখরের মায়ের চরিত্রে । আর কৌশিক সেন রয়েছেন দাবা প্রশিক্ষকের চরিত্রে ।

ছবিতে কিশোর সৌরশেখরের ভূমিকায় দেখা যাবে অর্ঘ্য বসু রায়কে । অর্ঘ্য এর আগে 'পোস্ত' ছবিতেও অভিনয় করেন । এর মাঝে 'হাবজি গাবজি'তেও পার্শ্বচরিত্রে অভিনয় করে সে । এই নিয়ে তৃতীয় ছবি অর্ঘ্যর। আজকাল সে নাটকও করছেন 'নান্দীকার'-এর সঙ্গে । পরিচালক জানান, ছবির শুটিং কলকাতাতেই হবে । আউটডোর এবং ইনডোর সবই এখানেই হবে । সূর্যশেখর গঙ্গোপাধ্যায় সর্বতোভাবে জড়িত রয়েছেন এই ছবির সঙ্গে । তিনি এসে ট্রেনিং দিয়ে গিয়েছেন । এখন দেশের বাইরে রয়েছেন তিনি ।

আরও পড়ুন: বিনোদনীর পর রুক্মিণী এবার দ্রৌপদী, সঙ্গী দেব রামকমল

সিনেমায় দাবার যে সব চাল দেখানো হবে সেই সব চাল যাতে এতটুকু ভুল না হয় তার জন্য তিনি ভয়েস রেকর্ডে ভুলভ্রান্তি ধরিয়ে দিচ্ছেন । এই ছবিতে অন্যান্য সব চরিত্রে রয়েছেন দীপঙ্কর দে, শঙ্কর চক্রবর্তী, চিরঞ্জিত চক্রবর্তী, খরাজ মুখোপাধ্যায়, সঙঘশ্রী সিনহা মিত্র-সহ আরও অনেকে । যে কোনও ছবির ক্ষেত্রেই সমালোচনা হতে পারে । আর তা যদি হয় কোনও নামজাদা ব্যক্তির জীবনের দ্বারা অনুপ্রাণিত হয়ে তা হলে তো সমালোচনা অবশ্যম্ভাবী । এই প্রসঙ্গে পথিকৃৎ বলেন, "আমি অত ভেবে কাজ করি না। তবে, আমার মতে এই ছবির ক্ষেত্রে একমাত্র সমালোচনা হতে পারে দাবা নিয়ে । বাকিটা সময় বলবে ।"

এক দাবাড়ুর জীবনকে এবার পর্দায় তুলে আনছেন পরিচালক পথিকৃৎ বসু

কলকাতা, 29 জুলাই: পার্কস্ট্রিটের লোরেটো স্কুলের ঠিক পাশেই রয়েছে বার্কমায়ার হোস্টেল । আর সেখানেই শুটিং চলছে পথিকৃৎ বসু পরিচালিত উইন্ডোজ প্রযোজিত বাংলা ছবি 'দাবাড়ু'র । দেশের কনিষ্ঠতম গ্র‍্যান্ডমাস্টার সূর্যশেখর গঙ্গোপাধ্যায়ের জীবন থেকে অনুপ্রাণিত হয়েই তৈরি হচ্ছে 'দাবাড়ু' । যদিও ছবিতে বদলে গিয়েছে নায়কের নাম ৷ ছবির শুটিং চলছে জোরকদমে ।

হোস্টেলের একটি ঘরকে দেখানো হবে দাবা অ্যাকাডেমি হিসেবে । ইটিভি ভারত পৌঁছে গিয়েছিল সেখানেই । এক ঝাঁক ছেলেমেয়েকে দেখা গেল দাবার বোর্ডের সামনে বসে দাবা খেলতে । এদিন শুটিংয়ে ব্যস্ত ছিলেন কৌশিক সেন এবং ঋতুপর্ণা সেনগুপ্তও । সূর্যশেখরের নাম এখানে পালটে রাখা হয়েছে সৌরশেখর। আর তার মায়ের নাম আরতির বদলে করুণা। ঋতুপর্ণা সেনগুপ্তকে দেখা যাবে সৌরশেখরের মায়ের চরিত্রে । আর কৌশিক সেন রয়েছেন দাবা প্রশিক্ষকের চরিত্রে ।

ছবিতে কিশোর সৌরশেখরের ভূমিকায় দেখা যাবে অর্ঘ্য বসু রায়কে । অর্ঘ্য এর আগে 'পোস্ত' ছবিতেও অভিনয় করেন । এর মাঝে 'হাবজি গাবজি'তেও পার্শ্বচরিত্রে অভিনয় করে সে । এই নিয়ে তৃতীয় ছবি অর্ঘ্যর। আজকাল সে নাটকও করছেন 'নান্দীকার'-এর সঙ্গে । পরিচালক জানান, ছবির শুটিং কলকাতাতেই হবে । আউটডোর এবং ইনডোর সবই এখানেই হবে । সূর্যশেখর গঙ্গোপাধ্যায় সর্বতোভাবে জড়িত রয়েছেন এই ছবির সঙ্গে । তিনি এসে ট্রেনিং দিয়ে গিয়েছেন । এখন দেশের বাইরে রয়েছেন তিনি ।

আরও পড়ুন: বিনোদনীর পর রুক্মিণী এবার দ্রৌপদী, সঙ্গী দেব রামকমল

সিনেমায় দাবার যে সব চাল দেখানো হবে সেই সব চাল যাতে এতটুকু ভুল না হয় তার জন্য তিনি ভয়েস রেকর্ডে ভুলভ্রান্তি ধরিয়ে দিচ্ছেন । এই ছবিতে অন্যান্য সব চরিত্রে রয়েছেন দীপঙ্কর দে, শঙ্কর চক্রবর্তী, চিরঞ্জিত চক্রবর্তী, খরাজ মুখোপাধ্যায়, সঙঘশ্রী সিনহা মিত্র-সহ আরও অনেকে । যে কোনও ছবির ক্ষেত্রেই সমালোচনা হতে পারে । আর তা যদি হয় কোনও নামজাদা ব্যক্তির জীবনের দ্বারা অনুপ্রাণিত হয়ে তা হলে তো সমালোচনা অবশ্যম্ভাবী । এই প্রসঙ্গে পথিকৃৎ বলেন, "আমি অত ভেবে কাজ করি না। তবে, আমার মতে এই ছবির ক্ষেত্রে একমাত্র সমালোচনা হতে পারে দাবা নিয়ে । বাকিটা সময় বলবে ।"

Last Updated : Jul 29, 2023, 4:10 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.