মুম্বই, 26 জানুয়ারি: দেশ জুড়ে আট হাজার স্ক্রিনে ফিরেছেন শাহরুখ খান ৷ বলিউডের বাদশাহের নতুন ছবি 'পাঠান' ঘিরে তুঙ্গে উত্তেজনা ৷ কারণ বলিউডের ব্যবসার খরা কাটাতে তাঁর উপরেই এখন নির্ভর করে আছে গোটা ইন্ডাস্ট্রি ৷ 'কেজিএফ 2', 'পুষ্পা', 'আরআরআর'-এর মতো দক্ষিণী ছবির সাফল্যের দিনে শাহরুখের জন্য ফিরে আসাটা শুধু তো তাঁর একার ফিরে আসা নয় ৷ এ যেন গোটা বলিউডের জবাব দেওয়ার পালা ৷ সবদিক থেকেই এখন ব্যাপারটা 'তিনি কিং খান, তিনি ইন্ডাস্ট্রির' মতো । গতবছর ব্যবসা সফল হতে পারেনি আমিরের 'লাল সিং চাড্ডা', অক্ষয়ের পৃথ্বীরাজ অবতারও মুখ থুবড়ে পড়েছে বক্স অফিসে ৷ তবে প্রথম দিনেই তিনি পিছনে ফেললেন 'কেজিএফ 2', 'ওয়ার' এবং 'ঠাগস অফ হিন্দোস্তান'-কে ( Box Office Collection of SRK New Film Pathaan) ৷
গোটা বলিউডের ভরসা ছিলেন তিনিই ৷ চার বছর ছিলেন অন্তরালে ৷ তার আগে দর্শকের মন জয় করতে পারেনি তাঁর 'জিরো', 'হ্যারি মেট সেজল' ৷ কিন্তু এই ছবির ট্রেলারেই শাহরুখের গলায় শোনা গিয়েছিল সেই কাঙ্ক্ষিত সংলাপ ৷ পাঠান...'জিন্দা হ্যায়' ৷ হ্য়াঁ প্রথম দিনে প্রি বুকিংয়েই 50 কোটির ব্যবসা করে ফেলেছিল এই ছবি ৷ এবার শুধুমাত্র মাল্টি প্লেক্সের আয়ের হিসাব সামনে রাখলেন ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ ৷ আর সেখানেও আমিরের 'ঠাগস অফ হিন্দোস্তান', যশের 'কেজিএফ 2' এবং হৃত্বিকের 'ওয়ার' ছবিকে পেছনে ফেলে দিলেন শাহরুখ ৷
-
#Pathaan at national chains… Day 1… Update: 8.15 pm.#PVR: 11.40 cr#INOX: 8.75 cr#Cinepolis 4.90 cr
— taran adarsh (@taran_adarsh) January 25, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
Total: ₹ 25.05 cr
SUPERB.
Note: Better than #War [₹ 19.67 cr], #TOH [₹ 18 cr] and #KGF [₹ 22.15 cr] - *entire day* numbers at multiplex chains. pic.twitter.com/bHmdT5Qd46
">#Pathaan at national chains… Day 1… Update: 8.15 pm.#PVR: 11.40 cr#INOX: 8.75 cr#Cinepolis 4.90 cr
— taran adarsh (@taran_adarsh) January 25, 2023
Total: ₹ 25.05 cr
SUPERB.
Note: Better than #War [₹ 19.67 cr], #TOH [₹ 18 cr] and #KGF [₹ 22.15 cr] - *entire day* numbers at multiplex chains. pic.twitter.com/bHmdT5Qd46#Pathaan at national chains… Day 1… Update: 8.15 pm.#PVR: 11.40 cr#INOX: 8.75 cr#Cinepolis 4.90 cr
— taran adarsh (@taran_adarsh) January 25, 2023
Total: ₹ 25.05 cr
SUPERB.
Note: Better than #War [₹ 19.67 cr], #TOH [₹ 18 cr] and #KGF [₹ 22.15 cr] - *entire day* numbers at multiplex chains. pic.twitter.com/bHmdT5Qd46
সিনে সমালোচক তরণ আদর্শ আগেই জানিয়েছিলেন এককথায় তাঁর কাছে 2023 সালের প্রথম 'ব্লকবাস্টার' এই ছবি ৷ এবার সেই রিভিউ-এর মান রাখলেন কিং খান ৷ তাঁর নতুন ছবি প্রথম দিনে শুধু মাল্টিপ্লেক্সেই ব্যবসা করল 25 কোটি ৷ যশের 'কেজিএফ 2' (হিন্দি) যেখানে আয় করেছিল 22.15 কোটি ৷ 'পাঠান' পিছনে ফেলে দিল আমিরের 'ঠাগস অফ হিন্দোস্তান' ছবিকেও ৷ এই ছবি প্রথম দিনে মাল্টি প্লেক্সে আয় করেছিল 18 কোটি ৷ আর অন্যদিকে হৃত্বিকের 'ওয়ার' আয় করেছিল 19 কোটি টাকার কিছু বেশি ৷
আরও পড়ুন: শাহরুখে মুগ্ধ অনুরাগ থেকে করণ, বলিউডের পাশাপাশি পাঠানে কাবু দক্ষিণও
তাই বলাই যায়, প্রথম দিনেই 'পাঠান' মন জয় করে নিল অনুরাগীদের ৷ এর আগেই এই ছবি নিয়ে মুখ খুলেছেন অনুরাগ কাশ্যপ, করণ জোহর, অনিল কাপুর থেকে শুরু করে কমল হাসান সকলেই ৷ অনিল তো এও বলেছেন, "পাঠান শুধু একটা ছবি নয়, একটা আবেগের নাম ৷" আদতেই রাজার মতো কামব্যাক করছেন কিংখান ৷ এটা তার উত্তর দেবে সময় ৷ বাকিদের শোনার মরশুম ।