ETV Bharat / entertainment

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পার্নো অভিনীত প্রথম হিন্দি ছবি 'সুজি কিউ'

29th KIFF 2023: কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দেখানো হচ্ছে পার্নো মিত্র অভিনীত প্রথম হিন্দি ছবি 'সুজি কিউ' ৷ ছবিতে কাজ করার অভিজ্ঞতার কথা ভাগ করে নিলেন এই টলি অভিনেত্রী ৷

Parno Mittra debut Hindi film
পার্নো মিত্র অভিনীত প্রথম হিন্দি ছবি
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 10, 2023, 10:32 AM IST

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পার্নো অভিনীত প্রথম হিন্দি ছবি

কলকাতা, 10 ডিসেম্বর: চলতি বছরের কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে 'কম্পিটিশন অন ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ ফিল্ম' বিভাগের প্রতিযোগী চন্দন রায় সান্যালের হিন্দি ছবি 'সুজি কিউ' (Suzie Q)। 105 মিনিটের এই ছবিটি দেখানো হল 9 ডিসেম্বর নন্দন 2-এ দুপুর 1টা 30 মিনিটে । এরপর 10 ডিসেম্বর রবীন্দ্র ওকাকুরা ভবনে দেখানো হবে দুপুর 1টা 30 মিনিটে । ছবির বিষয়ে বিস্তারিত জানাতে সাংবাদিক সম্মেলনে হাজির হন পরিচালক চন্দন রায় সান্যাল, অভিনেত্রী পার্নো মিত্র ও প্রযোজক সঞ্জয় পাল । এই ছবিতে অভিনয় করেছেন পার্নো মিত্র, চন্দন রায় সান্যাল, প্রকাশ ঝাঁ, জয় ফার্নান্দেজ প্রমুখ ।

চন্দন রায় সান্যাল অভিনেতা তথা পরিচালক । নাটকের মঞ্চ থেকে সিনেমায় এসেছেন তিনি । এর আগে বুদ্ধদেব দাশগুপ্তর উড়োজাহাজ' সিনেমায় চন্দন রায় সান্যালের বিপরীতে অভিনয় করেছেন পার্নো । সেই ছবিও দেখানো হয় কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে । পার্নো বলেন, 'এটা আমার প্রথম হিন্দি ছবি । চন্দনের সঙ্গে আমি আগেও কাজ করেছি ৷ দারুণ অভিজ্ঞতা । গতকালই 'বনবিবি' দেখানো হল । একইসঙ্গে 'সুজি কিউ' দেখানো হল । দুটো একেবারে দু'রকমের ছবি । বাংলা আমাকে শুধু একই ধরনের কাজ করায় । গ্রাম্য মেয়ের চরিত্র অনেকদিন ধরে করে চলেছি । 'সুজি কিউ' একেবারেই আলাদা । চন্দন সব কিছু অন্যরকমভাবে ভাবে আমি সেটা জানি । নাটকের স্ক্রিপ্ট লেখার সময়েও কোথায় যেন হারিয়ে যায় । আমি জানতাম 'সুজি কিউ' একেবারে আলাদা কিছু হতে চলেছে । আর সেটাই হয়েছে ।"

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পার্নো অভিনীত প্রথম হিন্দি ছবি

পার্নো আরও বলেন, "'বনবিবি' এবং 'সুজি কিউ'-এর শুটিং একই সময়ে হয়েছে । 15 দিন 'বনবিবি' আর 15 দিন 'সুজি কিউ'-এর শুটিং করেছি । দুটো চরিত্রকে একইসঙ্গে করা বেশ চ্যালেঞ্জিং ছিল ।"

আরও পড়ুন:

  1. কলকাতা চলচ্চিত্র উৎসবে একমাত্র বাংলাদেশি ছবি 'নোনা পানি', সিনেপ্রেমীদের জন্য ওয়ার্ল্ড প্রিমিয়ার 9 ডিসেম্বর
  2. শহরজুড়ে বৃষ্টি ! ছবির টানে ছাতা মাথায় সিনেপ্রেমীদের ভিড় নন্দনে
  3. সিনেমায় সচেতনতার বার্তা, কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা পেল পাঁচটি পরিবেশ বিষয়ক ছবি

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পার্নো অভিনীত প্রথম হিন্দি ছবি

কলকাতা, 10 ডিসেম্বর: চলতি বছরের কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে 'কম্পিটিশন অন ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ ফিল্ম' বিভাগের প্রতিযোগী চন্দন রায় সান্যালের হিন্দি ছবি 'সুজি কিউ' (Suzie Q)। 105 মিনিটের এই ছবিটি দেখানো হল 9 ডিসেম্বর নন্দন 2-এ দুপুর 1টা 30 মিনিটে । এরপর 10 ডিসেম্বর রবীন্দ্র ওকাকুরা ভবনে দেখানো হবে দুপুর 1টা 30 মিনিটে । ছবির বিষয়ে বিস্তারিত জানাতে সাংবাদিক সম্মেলনে হাজির হন পরিচালক চন্দন রায় সান্যাল, অভিনেত্রী পার্নো মিত্র ও প্রযোজক সঞ্জয় পাল । এই ছবিতে অভিনয় করেছেন পার্নো মিত্র, চন্দন রায় সান্যাল, প্রকাশ ঝাঁ, জয় ফার্নান্দেজ প্রমুখ ।

চন্দন রায় সান্যাল অভিনেতা তথা পরিচালক । নাটকের মঞ্চ থেকে সিনেমায় এসেছেন তিনি । এর আগে বুদ্ধদেব দাশগুপ্তর উড়োজাহাজ' সিনেমায় চন্দন রায় সান্যালের বিপরীতে অভিনয় করেছেন পার্নো । সেই ছবিও দেখানো হয় কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে । পার্নো বলেন, 'এটা আমার প্রথম হিন্দি ছবি । চন্দনের সঙ্গে আমি আগেও কাজ করেছি ৷ দারুণ অভিজ্ঞতা । গতকালই 'বনবিবি' দেখানো হল । একইসঙ্গে 'সুজি কিউ' দেখানো হল । দুটো একেবারে দু'রকমের ছবি । বাংলা আমাকে শুধু একই ধরনের কাজ করায় । গ্রাম্য মেয়ের চরিত্র অনেকদিন ধরে করে চলেছি । 'সুজি কিউ' একেবারেই আলাদা । চন্দন সব কিছু অন্যরকমভাবে ভাবে আমি সেটা জানি । নাটকের স্ক্রিপ্ট লেখার সময়েও কোথায় যেন হারিয়ে যায় । আমি জানতাম 'সুজি কিউ' একেবারে আলাদা কিছু হতে চলেছে । আর সেটাই হয়েছে ।"

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পার্নো অভিনীত প্রথম হিন্দি ছবি

পার্নো আরও বলেন, "'বনবিবি' এবং 'সুজি কিউ'-এর শুটিং একই সময়ে হয়েছে । 15 দিন 'বনবিবি' আর 15 দিন 'সুজি কিউ'-এর শুটিং করেছি । দুটো চরিত্রকে একইসঙ্গে করা বেশ চ্যালেঞ্জিং ছিল ।"

আরও পড়ুন:

  1. কলকাতা চলচ্চিত্র উৎসবে একমাত্র বাংলাদেশি ছবি 'নোনা পানি', সিনেপ্রেমীদের জন্য ওয়ার্ল্ড প্রিমিয়ার 9 ডিসেম্বর
  2. শহরজুড়ে বৃষ্টি ! ছবির টানে ছাতা মাথায় সিনেপ্রেমীদের ভিড় নন্দনে
  3. সিনেমায় সচেতনতার বার্তা, কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা পেল পাঁচটি পরিবেশ বিষয়ক ছবি
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.