ETV Bharat / entertainment

RagNeeti wedding: রাঘব-পরিণীতির বিয়ে ঘিরে রয়েছে নানা পরিকল্পনা, জানুন বিস্তারিত ... - পরিণীতির বিবাহ নিয়ে প্রস্তুতি তুঙ্গে উঠেছে

Events At RagNeeti Wedding: পরিণীতির বিবাহ নিয়ে প্রস্তুতি তুঙ্গে উঠেছে ৷ আসুন দেখে নেওয়া যাক রাঘব চাড্ডার সঙ্গে অভিনেত্রীর বিয়ে নিয়ে রয়েছে কোন কোন পরিকল্পনা? উদয়পুরে ডেস্টিনেশন ওয়েডিংয়ে রয়েছে হাজারো চমক ৷

RagNeeti wedding
পরিণীতির বিবাহ পরিকল্পনা
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 20, 2023, 3:53 PM IST

হায়দরাবাদ, 20 সেপ্টেম্বর: বিয়ের বন্ধনে আবদ্ধ হতে চলেছেন অভিনেত্রী পরিণীতি চোপড়া ৷ আর কয়েক দিন বাদেই রাজনীতিবিদ তথা আপ নেতা রাঘব চাড্ডার সঙ্গে চার হাত এক হতে চলেছে বি-টাউনের অভিনেত্রীর ৷ 'রাগনীতি' বাগদান সেরে ফেলেছিলেন আগেই ৷ আর বর্তমানে দু'জনের বিয়ের প্রস্তুতি পর্ব নিয়ে অনুরাগীদের উন্মাদনা চরমে ৷ আসুন জেনে নেওয়া যাক বিয়ের সমস্ত খুঁটিনাটি খবর ৷

  • রাগনীতির বিয়ের তারিখ এবং স্থান:

ডেস্টিনেশন ওয়েডিং বিষয়টা এখন বেশ জনপ্রিয় বলিউডে ৷ সিড-কিয়ারা কিংবা ভিক্যাট-এর মতো তারকাদের হাত ধরে এখন বহুল পরিচিত হয়ে উঠেছে এই বিষয়টি ৷ পরিণীতির দিদি প্রিয়াঙ্কাও বিয়ে সেরেছিলেন যোধপুরে ৷ এবার সেই রাজস্থানেই সাতপাকে বাঁধা পড়তে চলেছেন পরিণীতিও ৷ পরিণীতি-রাঘবের বিয়ের জন্য় বেছে নেওয়া হয়েছে উদয়পুরের লীলা প্যালেসে ৷ বিয়ের তারিখ আগামী 24 সেপ্টেম্বর ৷

  • নয়ের দশকের গানে গানে জমে উঠবে সঙ্গীত অনুষ্ঠান:

সঙ্গীত অনুষ্ঠানের জন্য় বেছে নেওয়া হয়েছে বেশ কিছু নয়ের দশকের গান ৷ এই গানের তালে তালেই জমে উঠবে অনুষ্ঠান ৷ প্রাক-বিবাহ অনুষ্ঠান শুরু হয়ে যাবে 23 সেপ্টেম্বর থেকেই ৷ প্রথমে সকাল 10টায় শুরু হবে চুরা সেরিমনি ৷ তারপর রয়েছে মধ্যাহ্নভোজ ৷ আর রাতে রয়েছে একটি বিশেষ পার্টি, যার থিম হবে নয়ের দশকের ওপর ৷

  • মেনু এবং অন্য়ান্য আকর্ষণ:

পঞ্জাবি রীতি মেনেই চার হাত এক হতে চলেছে পরিণীতি-রাঘবের ৷ খাবার তালিকাতেও থাকছে তারই ছোঁয়া ৷ রাজস্থানি কিছু খাবারও থাকছে তালিকায় ৷ এও জানা গিয়েছে ঘোড়ায় চড়ে নয়, রাঘব তিনি আসবেন নৌবিহারে ৷ সেপ্টেম্বরের 30 তারিখ আয়োজিত হতে চলেছে তাঁদের রিসেপশনের অনুষ্ঠান ৷

আরও পড়ুন: হাজির টিম 'জওয়ান', আম্বানির বাসভবনে গণেশ চতুর্থীর উৎসব যেন চাঁদের হাট

  • প্রিয়াঙ্কা চোপড়ার আগমন:

পরিণীতির প্রিয় মিমিদিদি অর্থাৎ প্রিয়াঙ্কা ভারতে আসছেন 23 সেপ্টেম্বর ৷ নিক সম্ভবত এই বিবাহের অনুষ্ঠানে উপস্থিত থাকছেন না ৷ কারণ তিনি এই মুহূর্তে তাঁর ভাই জো এবং কেভিন জোনাসের সঙ্গে 18টি দেশে ট্যুর নিয়ে ব্যস্ত রয়েছেন ৷ প্রায় 70টিরও বেশি কনসার্ট রয়েছে তাঁর ৷

হায়দরাবাদ, 20 সেপ্টেম্বর: বিয়ের বন্ধনে আবদ্ধ হতে চলেছেন অভিনেত্রী পরিণীতি চোপড়া ৷ আর কয়েক দিন বাদেই রাজনীতিবিদ তথা আপ নেতা রাঘব চাড্ডার সঙ্গে চার হাত এক হতে চলেছে বি-টাউনের অভিনেত্রীর ৷ 'রাগনীতি' বাগদান সেরে ফেলেছিলেন আগেই ৷ আর বর্তমানে দু'জনের বিয়ের প্রস্তুতি পর্ব নিয়ে অনুরাগীদের উন্মাদনা চরমে ৷ আসুন জেনে নেওয়া যাক বিয়ের সমস্ত খুঁটিনাটি খবর ৷

  • রাগনীতির বিয়ের তারিখ এবং স্থান:

ডেস্টিনেশন ওয়েডিং বিষয়টা এখন বেশ জনপ্রিয় বলিউডে ৷ সিড-কিয়ারা কিংবা ভিক্যাট-এর মতো তারকাদের হাত ধরে এখন বহুল পরিচিত হয়ে উঠেছে এই বিষয়টি ৷ পরিণীতির দিদি প্রিয়াঙ্কাও বিয়ে সেরেছিলেন যোধপুরে ৷ এবার সেই রাজস্থানেই সাতপাকে বাঁধা পড়তে চলেছেন পরিণীতিও ৷ পরিণীতি-রাঘবের বিয়ের জন্য় বেছে নেওয়া হয়েছে উদয়পুরের লীলা প্যালেসে ৷ বিয়ের তারিখ আগামী 24 সেপ্টেম্বর ৷

  • নয়ের দশকের গানে গানে জমে উঠবে সঙ্গীত অনুষ্ঠান:

সঙ্গীত অনুষ্ঠানের জন্য় বেছে নেওয়া হয়েছে বেশ কিছু নয়ের দশকের গান ৷ এই গানের তালে তালেই জমে উঠবে অনুষ্ঠান ৷ প্রাক-বিবাহ অনুষ্ঠান শুরু হয়ে যাবে 23 সেপ্টেম্বর থেকেই ৷ প্রথমে সকাল 10টায় শুরু হবে চুরা সেরিমনি ৷ তারপর রয়েছে মধ্যাহ্নভোজ ৷ আর রাতে রয়েছে একটি বিশেষ পার্টি, যার থিম হবে নয়ের দশকের ওপর ৷

  • মেনু এবং অন্য়ান্য আকর্ষণ:

পঞ্জাবি রীতি মেনেই চার হাত এক হতে চলেছে পরিণীতি-রাঘবের ৷ খাবার তালিকাতেও থাকছে তারই ছোঁয়া ৷ রাজস্থানি কিছু খাবারও থাকছে তালিকায় ৷ এও জানা গিয়েছে ঘোড়ায় চড়ে নয়, রাঘব তিনি আসবেন নৌবিহারে ৷ সেপ্টেম্বরের 30 তারিখ আয়োজিত হতে চলেছে তাঁদের রিসেপশনের অনুষ্ঠান ৷

আরও পড়ুন: হাজির টিম 'জওয়ান', আম্বানির বাসভবনে গণেশ চতুর্থীর উৎসব যেন চাঁদের হাট

  • প্রিয়াঙ্কা চোপড়ার আগমন:

পরিণীতির প্রিয় মিমিদিদি অর্থাৎ প্রিয়াঙ্কা ভারতে আসছেন 23 সেপ্টেম্বর ৷ নিক সম্ভবত এই বিবাহের অনুষ্ঠানে উপস্থিত থাকছেন না ৷ কারণ তিনি এই মুহূর্তে তাঁর ভাই জো এবং কেভিন জোনাসের সঙ্গে 18টি দেশে ট্যুর নিয়ে ব্যস্ত রয়েছেন ৷ প্রায় 70টিরও বেশি কনসার্ট রয়েছে তাঁর ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.