ETV Bharat / entertainment

Parineeti Chopra: পরিণীতির অনামিকায় আংটি, রাঘবের সঙ্গে বিয়ের জল্পনা কি তবে সত্যি ? - Parineeti Chopra Raghav Chadha rumours

রাঘব চাড্ডার সাথে তার বিয়ের গুজব উঠার পর থেকেই পরিণীতি চোপড়া শিরোনামে রয়েছেন। তাকে সম্প্রতি তার রিং আঙুলে একটি রৌপ্য ব্যান্ড পরা অবস্থায় দেখা গেছে যা ভক্তদের তাদের সম্পর্কের অবস্থা সম্পর্কে অনুমান করতে পরিচালিত করেছিল।

Parineeti Chopra
পরিণীতি চোপড়া
author img

By

Published : Apr 18, 2023, 6:54 PM IST

হায়দরাবাদ, 18 এপ্রিল: রাঘব চাড্ডার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন অভিনেত্রী পরিণীতি চোপড়া ! এই গুঞ্জন ছড়িয়েছে বলিউডের আনাচে কানাচে ৷ এরই মধ্যে পরিণীতির একটি ছবি সেই জল্পনাকে আরও উসকে দিল ৷ সম্প্রতি তাঁর একটি ছবিতে অভিনেত্রীর আঙুলে একটি রুপোলি আংটি দেখা গিয়েছে ।

আম আদমি পার্টির (এএপি) মন্ত্রীর সঙ্গে পরিণীতি চোপড়া ডেটিং করছেন বলে খবর ছড়িয়েছে ফিল্মি পাড়ায় ৷ এর পরই এই নিয়ে খবরের শিরোনামে চলে এসেছেন অভিনেত্রী ৷ মিডিয়া রিপোর্ট বলছে, চলতি মাসের শুরুতে প্রিয়াঙ্কা চোপড়া শহরে আসায় এও গুজব ছড়িয়েছে যে, রোকা অনুষ্ঠান হতে চলেছে ৷ অনেকে আবার বলছেন, বোনের রোকাতেই হয়তো যোগ দিতে দেশে ফিরেছেন দেশি গার্ল ! যদিও এই নিয়ে নিশ্চিত করে কোনও খবর পাওয়া যায়নি ৷

সোমবার রাতে পরিণীতি চোপড়ার অনামিকার আংটি নজর কেড়েছে পাপারাৎজিদের । তাঁর হাতে একটি সাধারণ রুপোলি আংটি দেখা গিয়েছে ঠিকই, তবে তা যে আঙুলে পরা ছিল সেটাই বেশি নজরে পড়েছে নেট নাগরিকদের ৷

সোমবার রাতে সেলিব্রিটি ম্যানেজার পুনম দামানিয়ার অফিসে দেখা যায় পরিণীতিকে । তাঁর পরনে ছিল একটি সাদা ক্রপ টপ এবং একটি বোতাম খোলা শার্ট যেটি তিনি শ্রাগের মতো করে পরেছিলেন ৷ তার সঙ্গে তিনি পরেছিলেন একটি ক্যাজুয়াল জিনস ৷ তাঁর মুখে কোনও মেক-আপ ছিল না বললেই চলে ৷ কোনও গয়নাও পরেননি তিনি ৷ শুধু তাঁর অনামিকায় দেখা গিয়েছে রুপোলি আংটিটি ৷ অফিস থেকে বের হওয়ার আগে ক্যামেরার দিকে তাকিয়ে হাসেন অভিনেত্রী ।

এ দিকে, রাঘব যখন সম্প্রতি প্রেসের সঙ্গে দেখা করেন, তখন তাঁর বিয়ে নিয়ে যে গুঞ্জন ছড়িয়েছে সে বিষয়ে তাঁকে প্রশ্ন করা হলে তিনি স্মার্টলি সেই প্রশ্ন এড়িয়ে যান । আপ সাংসদকে জিজ্ঞাসা করা হয়েছিল, "পরিণীতিকে নিয়ে খুব আলোচনা চলছে ৷" তাতে রাজনীতিবিদ লজ্জিত হয়ে হেসে বলেন, "আজ জশন মানাইয়ে কি আম আদমি পার্টি জাতীয় পার্টি বনি হ্যায় । অউর কয়ি সারে জশন মানানে কা মওকা আয়েগা ।" (আসুন আজ আপ-এর জাতীয় দলের তকমা পাওয়াটা উদযাপন করি । ভবিষ্যতে আরও অনেক কিছু উদযাপন করার সুযোগ পাবেন ।)"

আরও পড়ুন: আথিয়ার সঙ্গে কেক কেটে বার্থ-ডে সেলিব্রেশন রাহুলের

হায়দরাবাদ, 18 এপ্রিল: রাঘব চাড্ডার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন অভিনেত্রী পরিণীতি চোপড়া ! এই গুঞ্জন ছড়িয়েছে বলিউডের আনাচে কানাচে ৷ এরই মধ্যে পরিণীতির একটি ছবি সেই জল্পনাকে আরও উসকে দিল ৷ সম্প্রতি তাঁর একটি ছবিতে অভিনেত্রীর আঙুলে একটি রুপোলি আংটি দেখা গিয়েছে ।

আম আদমি পার্টির (এএপি) মন্ত্রীর সঙ্গে পরিণীতি চোপড়া ডেটিং করছেন বলে খবর ছড়িয়েছে ফিল্মি পাড়ায় ৷ এর পরই এই নিয়ে খবরের শিরোনামে চলে এসেছেন অভিনেত্রী ৷ মিডিয়া রিপোর্ট বলছে, চলতি মাসের শুরুতে প্রিয়াঙ্কা চোপড়া শহরে আসায় এও গুজব ছড়িয়েছে যে, রোকা অনুষ্ঠান হতে চলেছে ৷ অনেকে আবার বলছেন, বোনের রোকাতেই হয়তো যোগ দিতে দেশে ফিরেছেন দেশি গার্ল ! যদিও এই নিয়ে নিশ্চিত করে কোনও খবর পাওয়া যায়নি ৷

সোমবার রাতে পরিণীতি চোপড়ার অনামিকার আংটি নজর কেড়েছে পাপারাৎজিদের । তাঁর হাতে একটি সাধারণ রুপোলি আংটি দেখা গিয়েছে ঠিকই, তবে তা যে আঙুলে পরা ছিল সেটাই বেশি নজরে পড়েছে নেট নাগরিকদের ৷

সোমবার রাতে সেলিব্রিটি ম্যানেজার পুনম দামানিয়ার অফিসে দেখা যায় পরিণীতিকে । তাঁর পরনে ছিল একটি সাদা ক্রপ টপ এবং একটি বোতাম খোলা শার্ট যেটি তিনি শ্রাগের মতো করে পরেছিলেন ৷ তার সঙ্গে তিনি পরেছিলেন একটি ক্যাজুয়াল জিনস ৷ তাঁর মুখে কোনও মেক-আপ ছিল না বললেই চলে ৷ কোনও গয়নাও পরেননি তিনি ৷ শুধু তাঁর অনামিকায় দেখা গিয়েছে রুপোলি আংটিটি ৷ অফিস থেকে বের হওয়ার আগে ক্যামেরার দিকে তাকিয়ে হাসেন অভিনেত্রী ।

এ দিকে, রাঘব যখন সম্প্রতি প্রেসের সঙ্গে দেখা করেন, তখন তাঁর বিয়ে নিয়ে যে গুঞ্জন ছড়িয়েছে সে বিষয়ে তাঁকে প্রশ্ন করা হলে তিনি স্মার্টলি সেই প্রশ্ন এড়িয়ে যান । আপ সাংসদকে জিজ্ঞাসা করা হয়েছিল, "পরিণীতিকে নিয়ে খুব আলোচনা চলছে ৷" তাতে রাজনীতিবিদ লজ্জিত হয়ে হেসে বলেন, "আজ জশন মানাইয়ে কি আম আদমি পার্টি জাতীয় পার্টি বনি হ্যায় । অউর কয়ি সারে জশন মানানে কা মওকা আয়েগা ।" (আসুন আজ আপ-এর জাতীয় দলের তকমা পাওয়াটা উদযাপন করি । ভবিষ্যতে আরও অনেক কিছু উদযাপন করার সুযোগ পাবেন ।)"

আরও পড়ুন: আথিয়ার সঙ্গে কেক কেটে বার্থ-ডে সেলিব্রেশন রাহুলের

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.