হায়দরাবাদ, 18 এপ্রিল: রাঘব চাড্ডার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন অভিনেত্রী পরিণীতি চোপড়া ! এই গুঞ্জন ছড়িয়েছে বলিউডের আনাচে কানাচে ৷ এরই মধ্যে পরিণীতির একটি ছবি সেই জল্পনাকে আরও উসকে দিল ৷ সম্প্রতি তাঁর একটি ছবিতে অভিনেত্রীর আঙুলে একটি রুপোলি আংটি দেখা গিয়েছে ।
আম আদমি পার্টির (এএপি) মন্ত্রীর সঙ্গে পরিণীতি চোপড়া ডেটিং করছেন বলে খবর ছড়িয়েছে ফিল্মি পাড়ায় ৷ এর পরই এই নিয়ে খবরের শিরোনামে চলে এসেছেন অভিনেত্রী ৷ মিডিয়া রিপোর্ট বলছে, চলতি মাসের শুরুতে প্রিয়াঙ্কা চোপড়া শহরে আসায় এও গুজব ছড়িয়েছে যে, রোকা অনুষ্ঠান হতে চলেছে ৷ অনেকে আবার বলছেন, বোনের রোকাতেই হয়তো যোগ দিতে দেশে ফিরেছেন দেশি গার্ল ! যদিও এই নিয়ে নিশ্চিত করে কোনও খবর পাওয়া যায়নি ৷
সোমবার রাতে পরিণীতি চোপড়ার অনামিকার আংটি নজর কেড়েছে পাপারাৎজিদের । তাঁর হাতে একটি সাধারণ রুপোলি আংটি দেখা গিয়েছে ঠিকই, তবে তা যে আঙুলে পরা ছিল সেটাই বেশি নজরে পড়েছে নেট নাগরিকদের ৷
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
সোমবার রাতে সেলিব্রিটি ম্যানেজার পুনম দামানিয়ার অফিসে দেখা যায় পরিণীতিকে । তাঁর পরনে ছিল একটি সাদা ক্রপ টপ এবং একটি বোতাম খোলা শার্ট যেটি তিনি শ্রাগের মতো করে পরেছিলেন ৷ তার সঙ্গে তিনি পরেছিলেন একটি ক্যাজুয়াল জিনস ৷ তাঁর মুখে কোনও মেক-আপ ছিল না বললেই চলে ৷ কোনও গয়নাও পরেননি তিনি ৷ শুধু তাঁর অনামিকায় দেখা গিয়েছে রুপোলি আংটিটি ৷ অফিস থেকে বের হওয়ার আগে ক্যামেরার দিকে তাকিয়ে হাসেন অভিনেত্রী ।
এ দিকে, রাঘব যখন সম্প্রতি প্রেসের সঙ্গে দেখা করেন, তখন তাঁর বিয়ে নিয়ে যে গুঞ্জন ছড়িয়েছে সে বিষয়ে তাঁকে প্রশ্ন করা হলে তিনি স্মার্টলি সেই প্রশ্ন এড়িয়ে যান । আপ সাংসদকে জিজ্ঞাসা করা হয়েছিল, "পরিণীতিকে নিয়ে খুব আলোচনা চলছে ৷" তাতে রাজনীতিবিদ লজ্জিত হয়ে হেসে বলেন, "আজ জশন মানাইয়ে কি আম আদমি পার্টি জাতীয় পার্টি বনি হ্যায় । অউর কয়ি সারে জশন মানানে কা মওকা আয়েগা ।" (আসুন আজ আপ-এর জাতীয় দলের তকমা পাওয়াটা উদযাপন করি । ভবিষ্যতে আরও অনেক কিছু উদযাপন করার সুযোগ পাবেন ।)"
আরও পড়ুন: আথিয়ার সঙ্গে কেক কেটে বার্থ-ডে সেলিব্রেশন রাহুলের