ETV Bharat / entertainment

Parineeti Chopra on Wedding: বিয়ে নিয়ে প্রশ্নে লজ্জায় লাল পরিনীতি! দেখুন ভিডিয়ো - বিয়ে নিয়ে প্রশ্নে লজ্জায় লাল পরিনীতি

মুম্বই বিমানবন্দরে পাপারাৎজিদের মুখোমুখি হলেন পরিনীতি (Parineeti Chopra Raghav Chadha wedding rumours)৷ বিয়ে নিয়ে প্রশ্ন উঠতেই লজ্জায় লাল হলেন অভিনেত্রী ৷

Parineeti Chopra on Wedding
পাপারাৎজিদের মুখে পড়ে বিয়ের প্রশ্নে লজ্জায় লাল পরিনীতি
author img

By

Published : Mar 29, 2023, 12:05 PM IST

হায়দরাবাদ, 29 মার্চ: স্বরা ভাস্কর এবং ফাহাদ আহমেদের পর এবার হিন্দি বিনোদন জগতের আর এক জনপ্রিয় অভিনেত্রীর সঙ্গে রাজনৈতিক নেতার সম্পর্ক নিয়ে গুজব শুরু হয়েছে ৷ যাঁদের নিয়ে চর্চা তাঁরা হলেন 'শুদ্ধ দেশি রোম্যান্স' খ্য়াত অভিনেত্রী পরিনীতি চোপড়া এবং আপ নেতা রাঘব চাড্ডা ৷ আম আদমি পার্টির কিছু নেতা এই তারকা জুটিকে শুভেচ্ছা জানানোর পর থেকেই তাঁদের নিয়ে চর্চা শুরু হয়েছে ৷ এবার পাপারাৎজিরা সরাসরি বিয়ের খবর জানতে প্রশ্ন করলেন এই সেলেবকে ৷ কী উত্তর দিলেন পরিনীতি?

মঙ্গলবার রাতে, পরিনীতি দোহা থেকে দেশে ফিরেছেন ৷ কাতারে তাঁর একটি শ্যুটিংয়ের কাজ সেরে ফেরার পথে মুম্বুুই বিমান বন্দরে তিনি ক্যামেরাবাজদের মুখোমুখি হন ৷ টার্টেল নেক টিশার্ট এবং কালো প্যান্ট স্য়ুটে এদিন বসি লুকে ক্যামেরার সামনে হাজির হন নাায়িকা ৷ তাঁকে সামনে পেয়ে স্বাভাবিকভাবেই বিয়ে প্রসঙ্গে প্রশ্ন করতে ছাড়েননি পাপারাৎজিরা ৷ তবে তাঁদের উদ্দেশ্য়ে সরাসরি কোনও জবাব দেননি অভিনেত্রী ৷ তাঁর মুখে ছিল মধুর হাসি ৷ একই সঙ্গে গাড়িতে উঠে সকলকে মিষ্টি করে শুভরাত্রি এবং ধন্যবাদও জানান তিনি (Parineeti Chopra Raghav Chadha wedding rumours)৷

তিনি বুঝিয়ে যে খবর নিয়ে এতো আলোচনা তা নিয়ে মুখ খুলবেন না তিনি ৷ তবে নায়িকা কিন্তু 'না'-ও বলেননি ৷ তবে তাঁর শরীরী ভাষা দেখে অনেকেই বলছেন কার্যত নীরব দিয়েছেন অভিনেত্রী ৷ তবে আবারও বলে রাখা দরকার এই জল্পনা নিয়ে এখনও সরাসরি পরিনীতি কোনও উত্তর দেননি ৷ মঙ্গলবার আম আদমি পার্টির নেতা সঞ্জীব আরোরা টুইটারে এই তারকা জুটিকে শুভেচ্ছা জানানোর পর থেকেই আবারও এই বিষয় নিয়ে আলোচনা শুরু হয় ৷

পরিনীতি এবং রাঘবকে মুম্বইয়ের একটি রেস্তোরাঁ থেকেও বেরিয়ে আসতে দেখা গিয়েছিল কিছু দিন আগে ৷ আর তখন থেকেই তাঁদের ডেটিং নিয়ে গুজব ছড়াতে থাকে ৷ খবর বলছে, ব্রিটেনে বিশ্ববিদ্যালয়ের দিনগুলিতেই আলাপ হয়েছিল রাঘব চাড্ডা এবং পরিনীতি চোপড়ার ৷ লন্ডন স্কুল অব ইকোনমিকস থেকে তাঁরা দু'জনেই পড়াশোনা করেছেন ৷

আরও পড়ুন: শানায়া, আরিয়ান থেকে খুশি স্টার কিডসদের ভিড় তানিয়ার বার্থ ডে পার্টিতে

হায়দরাবাদ, 29 মার্চ: স্বরা ভাস্কর এবং ফাহাদ আহমেদের পর এবার হিন্দি বিনোদন জগতের আর এক জনপ্রিয় অভিনেত্রীর সঙ্গে রাজনৈতিক নেতার সম্পর্ক নিয়ে গুজব শুরু হয়েছে ৷ যাঁদের নিয়ে চর্চা তাঁরা হলেন 'শুদ্ধ দেশি রোম্যান্স' খ্য়াত অভিনেত্রী পরিনীতি চোপড়া এবং আপ নেতা রাঘব চাড্ডা ৷ আম আদমি পার্টির কিছু নেতা এই তারকা জুটিকে শুভেচ্ছা জানানোর পর থেকেই তাঁদের নিয়ে চর্চা শুরু হয়েছে ৷ এবার পাপারাৎজিরা সরাসরি বিয়ের খবর জানতে প্রশ্ন করলেন এই সেলেবকে ৷ কী উত্তর দিলেন পরিনীতি?

মঙ্গলবার রাতে, পরিনীতি দোহা থেকে দেশে ফিরেছেন ৷ কাতারে তাঁর একটি শ্যুটিংয়ের কাজ সেরে ফেরার পথে মুম্বুুই বিমান বন্দরে তিনি ক্যামেরাবাজদের মুখোমুখি হন ৷ টার্টেল নেক টিশার্ট এবং কালো প্যান্ট স্য়ুটে এদিন বসি লুকে ক্যামেরার সামনে হাজির হন নাায়িকা ৷ তাঁকে সামনে পেয়ে স্বাভাবিকভাবেই বিয়ে প্রসঙ্গে প্রশ্ন করতে ছাড়েননি পাপারাৎজিরা ৷ তবে তাঁদের উদ্দেশ্য়ে সরাসরি কোনও জবাব দেননি অভিনেত্রী ৷ তাঁর মুখে ছিল মধুর হাসি ৷ একই সঙ্গে গাড়িতে উঠে সকলকে মিষ্টি করে শুভরাত্রি এবং ধন্যবাদও জানান তিনি (Parineeti Chopra Raghav Chadha wedding rumours)৷

তিনি বুঝিয়ে যে খবর নিয়ে এতো আলোচনা তা নিয়ে মুখ খুলবেন না তিনি ৷ তবে নায়িকা কিন্তু 'না'-ও বলেননি ৷ তবে তাঁর শরীরী ভাষা দেখে অনেকেই বলছেন কার্যত নীরব দিয়েছেন অভিনেত্রী ৷ তবে আবারও বলে রাখা দরকার এই জল্পনা নিয়ে এখনও সরাসরি পরিনীতি কোনও উত্তর দেননি ৷ মঙ্গলবার আম আদমি পার্টির নেতা সঞ্জীব আরোরা টুইটারে এই তারকা জুটিকে শুভেচ্ছা জানানোর পর থেকেই আবারও এই বিষয় নিয়ে আলোচনা শুরু হয় ৷

পরিনীতি এবং রাঘবকে মুম্বইয়ের একটি রেস্তোরাঁ থেকেও বেরিয়ে আসতে দেখা গিয়েছিল কিছু দিন আগে ৷ আর তখন থেকেই তাঁদের ডেটিং নিয়ে গুজব ছড়াতে থাকে ৷ খবর বলছে, ব্রিটেনে বিশ্ববিদ্যালয়ের দিনগুলিতেই আলাপ হয়েছিল রাঘব চাড্ডা এবং পরিনীতি চোপড়ার ৷ লন্ডন স্কুল অব ইকোনমিকস থেকে তাঁরা দু'জনেই পড়াশোনা করেছেন ৷

আরও পড়ুন: শানায়া, আরিয়ান থেকে খুশি স্টার কিডসদের ভিড় তানিয়ার বার্থ ডে পার্টিতে

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.