হায়দরাবাদ, 31 অক্টোবর: বাংলার দুই গোয়েন্দা কি এবার একসঙ্গে রহস্যের সমাধানে মাঠে নামছেন? দেবালয়ের ভট্টাচার্যের নতুন হিন্দি ওয়েব সিরিজে বাংলার ফেলুদা তথা পরমব্রত চট্টোপাধ্যায় ও ব্যোমকেশ যীশু সেনগুপ্তকে একসঙ্গে সিলভার স্ক্রিনে দেখে তো তাই মনে করছেন অনুরাগীরা ৷ তবে খুনও হয়েছে, খুনীও রয়েছেন কিন্তু রহস্যের কিনারা করবেন পি.আই মিনা ৷ অ্যামাজন অরিজিনাল সিরিজে আসতে চলেছে নতুন গোয়েন্দা ওয়েব সিরিজ ৷
- " class="align-text-top noRightClick twitterSection" data="">
মঙ্গলবার সোশাল মিডিয়ায় পরিচালক দেবালয় ও অ্যামাজন প্রাইম ভিডিয়ো শেয়ার করেছেন 'পিআই মীনা' সিরিজের ট্রেলার ৷ যাতে নাম ভূমিকায় দেখা যাবে ফ্লেমস ও টুথপরি খ্যাত অভিনেত্রী তনয়া মানিকতলাকে ৷ তাঁর সঙ্গেই গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে পরমব্রত, যীশু, বিনয় পাঠক ও জারিনা ওয়াহাবকে ৷ হিন্দির পাশাপাশি তামিল, তেলুগু, মালয়লম ও কন্নড় ভাষায় মুক্তি পাবে এই সিরিজ ৷
দেবালয় ভট্টাচার্য পরিচালিত ক্রাইম-ডিটেকটিভ সিরিজে মোট আটটি এপিসোড থাকবে ৷ সিরিজে একজন গোয়েন্দা চরিত্রে দেখা যাবে তনয়া তথা মীনাক্ষী আইয়ারকে ৷ একটি দুর্ঘটনার সাক্ষী থাকেন তিনি ৷ সেই ঘটনার তদন্ত করতে গিয়ে নানা বিপদের সম্মুখীন হতে হয় মীনাকে ৷ তাতেও থেমে থাকেন না মীনা ৷ কেঁচো খুড়তে গিয়ে বেরিয়ে আসে কেউটে ৷ খোঁজ পাওয়া যায় এক ভয়ঙ্কর ভাইরাসের, যাতে মৃ্ত্যু হতে থাকে অসংখ্য মানুষের ৷ যীশু ও পরমব্রতর চরিত্র ট্রেলার দেখে ধূসর মনে হলেও সত্যিটা কী, তা সিরিজ মুক্তির পরেই বোঝা যাবে ৷
এক সাক্ষাৎকারে পরমব্রত ও যীশু জানিয়েছেন, ক্রাইম থ্রিলার বরাবরই পছন্দের তালিকায় এক নম্বরে ৷ এই সিরিজে কাজ করতে খুব ভালো লেগেছে ৷ সিরিজটা প্রথম থেকেই টানটান উত্তেজনায় ভরপুর ৷ দর্শক কোথাও বোরিং অনুভব করবেন না ৷ 3 নভেম্বর থেকে প্রাইম ভিডিয়োয় দেখা যাবে পিআই মীনা সিরিজ ৷
আরও পড়ুন: 'সাত বছরের প্রেম শেষ হয়েছিল একদিনে', সুশান্তের সঙ্গে বিচ্ছেদ নিয়ে প্রথমবার মুখ খুললেন অঙ্কিতা