ETV Bharat / entertainment

Pankaj to Essay Vajpayee: বায়োপিকে বাজপেয়ীর চরিত্রে পঙ্কজ ত্রিপাঠী

author img

By

Published : Nov 18, 2022, 6:51 PM IST

Updated : Nov 18, 2022, 7:30 PM IST

বায়োপিকে (Atal Bihari Vajpayee biopic) প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর (Atal Bihari Vajpayee) চরিত্রে অভিনয় করছেন বলিউডের অভিনেতা পঙ্কজ ত্রিপাঠী (Pankaj to Essay Vajpayee)৷

Pankaj Tripathi to essay Atal Bihari Vajpayee in biopic
বায়েপিকে বাজপেয়ীর চরিত্রে পঙ্কজ ত্রিপাঠী

মুম্বই, 18 নভেম্বর: জল্পনা ছিলই ৷ এ বার তাতে শিলমোহর পড়ল ৷ দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীকে (Atal Bihari Vajpayee) নিয়ে যে বায়োপিক (Pankaj to Essay Vajpayee) তৈরি হচ্ছে তার প্রধান ভূমিকায় দেখা যাবে বলিউডের অভিনেতা পঙ্কজ ত্রিপাঠীকে । নিজের সোশ্যাল মিডিয়ার পাতায় নিজেই এই খবর নিশ্চিত করেছেন তিনি ৷

ইনস্টাগ্রামে দুটি ছবি পোস্ট করেছেন পঙ্কজ ত্রিপাঠী ৷ সেখানে হিন্দিতে ক্যাপশন দিয়ে তিনি লিখেছেন, "ভারত জমিন কা টুকড়া নহি, জিতা জাগতা রাষ্ট্রপুরুষ হ্যায় ! ইয়ে পাংক্তিয়াঁ লিখনে ওয়ালি মহান নেতা শ্রী অটল বিহারী বাজপেয়ীজি কি ভূমিকা মুঝে বড়ে পরদে পর সাকার করনে কা অবসর মিল রাহা হ্যায়, ইয়ে আপনে সৌভাগ্য মানতা হুঁ । #অটল জল্দ হি।" এই ক্যাপশনের বাংলা তর্জমা করলে দাঁড়ায়, ভারত শুধু এক টুকরো জমি নয়, জলজ্যান্ত একটা রাষ্ট্রপুরুষ ! এই পংক্তির লেখক মহান নেতা শ্রী অটল বিহারী বাজপেয়ীজির ভূমিকা আমি বড় পর্দায় ফুটিয়ে (Atal Bihari Vajpayee biopic) তোলার সুযোগ পেয়েছি, এটা আমার সৌভাগ্য ৷ এই ছবির নাম দেওয়া হয়েছে, 'ম্যায় রহুঁ ইয়া না রহুঁ ইয়ে দেশ রেহনা চাহিয়ে – অটল'৷ ছবিটির প্রযোজনা করেছেন সন্দীপ সিং এবং বিনোদ ভানুশালী ।

ছবিটি পেঙ্গুইন র‍্যান্ডম হাউস ইন্ডিয়ার বই "দ্য আনটোল্ড বাজপেয়ী: পলিটিশিয়ান অ্যান্ড প্যারাডক্স" এর থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি হচ্ছে ৷ এই বইটির লেখক উল্লেখ এনপি ৷ 2023 সালে এই ছবির শ্যুটিং শুরু হবে ৷ 'ম্যায় রহুঁ ইয়া না রহুঁ, ইয়ে দেশ রেহনা চাহিয়ে - অটল' মুভিটি পরের বছর বড়দিনের সময় প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা ৷ 2023 সালের বড়দিন অর্থাৎ 25 ডিসেম্বরে অটল বিহারী বাজপেয়ীর 99 তম জন্মবার্ষিকী ৷

আরও পড়ুন: পর্দায় এবার বীর সাভারকরের বায়োপিক, মুখ্য চরিত্রে রণদীপ হুডা

1998 সাল থেকে 2004 সাল পর্যন্ত কেন্দ্রের ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স (এনডিএ) সরকারের নেতৃত্ব দিয়েছিলেন অটল বিহারী বাজপেয়ী ৷ তিনিই হলেন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রথম নেতা যিনি দেশের প্রধানমন্ত্রী হয়েছিলেন । তিনি তিনবার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন - প্রথমে সংক্ষিপ্তভাবে 1996 সালে, এবং তারপর 1998 থেকে 2004 সালের মধ্যে দুটি মেয়াদে প্রধানমন্ত্রী হন তিনি ।

দেশের অন্যতম প্রধান নেতা এবং ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠাতা সদস্য বাজপেয়ী দীর্ঘ অসুস্থতার পর অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সে (AIIMS) 2018 সালের 16 অগস্ট প্রয়াত হন । তাঁর বয়স হয়েছিল 93 বছর। প্রয়াত নেতাকে 2015 সালে ভারতরত্ন প্রদান করা হয়েছিল । 1994 সালে তিনি সেরা সাংসদ হিসেবে পণ্ডিত গোবিন্দ বল্লভ পন্থ পুরস্কারও পান ।

এ দিকে, পঙ্কজকে পরবর্তীতে দেখা যাবে 2012 সালের ‘ওএমজি-ওহ মাই গড!’-এর সিক্যুয়েল ‘ওএমজি-ওহ মাই গড! 2’-তে ৷ এই ছবিতে তিনি ছাড়াও থাকবেন অক্ষয় কুমার, ইয়ামি গৌতম এবং অরুণ গোভিলে ৷

মুম্বই, 18 নভেম্বর: জল্পনা ছিলই ৷ এ বার তাতে শিলমোহর পড়ল ৷ দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীকে (Atal Bihari Vajpayee) নিয়ে যে বায়োপিক (Pankaj to Essay Vajpayee) তৈরি হচ্ছে তার প্রধান ভূমিকায় দেখা যাবে বলিউডের অভিনেতা পঙ্কজ ত্রিপাঠীকে । নিজের সোশ্যাল মিডিয়ার পাতায় নিজেই এই খবর নিশ্চিত করেছেন তিনি ৷

ইনস্টাগ্রামে দুটি ছবি পোস্ট করেছেন পঙ্কজ ত্রিপাঠী ৷ সেখানে হিন্দিতে ক্যাপশন দিয়ে তিনি লিখেছেন, "ভারত জমিন কা টুকড়া নহি, জিতা জাগতা রাষ্ট্রপুরুষ হ্যায় ! ইয়ে পাংক্তিয়াঁ লিখনে ওয়ালি মহান নেতা শ্রী অটল বিহারী বাজপেয়ীজি কি ভূমিকা মুঝে বড়ে পরদে পর সাকার করনে কা অবসর মিল রাহা হ্যায়, ইয়ে আপনে সৌভাগ্য মানতা হুঁ । #অটল জল্দ হি।" এই ক্যাপশনের বাংলা তর্জমা করলে দাঁড়ায়, ভারত শুধু এক টুকরো জমি নয়, জলজ্যান্ত একটা রাষ্ট্রপুরুষ ! এই পংক্তির লেখক মহান নেতা শ্রী অটল বিহারী বাজপেয়ীজির ভূমিকা আমি বড় পর্দায় ফুটিয়ে (Atal Bihari Vajpayee biopic) তোলার সুযোগ পেয়েছি, এটা আমার সৌভাগ্য ৷ এই ছবির নাম দেওয়া হয়েছে, 'ম্যায় রহুঁ ইয়া না রহুঁ ইয়ে দেশ রেহনা চাহিয়ে – অটল'৷ ছবিটির প্রযোজনা করেছেন সন্দীপ সিং এবং বিনোদ ভানুশালী ।

ছবিটি পেঙ্গুইন র‍্যান্ডম হাউস ইন্ডিয়ার বই "দ্য আনটোল্ড বাজপেয়ী: পলিটিশিয়ান অ্যান্ড প্যারাডক্স" এর থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি হচ্ছে ৷ এই বইটির লেখক উল্লেখ এনপি ৷ 2023 সালে এই ছবির শ্যুটিং শুরু হবে ৷ 'ম্যায় রহুঁ ইয়া না রহুঁ, ইয়ে দেশ রেহনা চাহিয়ে - অটল' মুভিটি পরের বছর বড়দিনের সময় প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা ৷ 2023 সালের বড়দিন অর্থাৎ 25 ডিসেম্বরে অটল বিহারী বাজপেয়ীর 99 তম জন্মবার্ষিকী ৷

আরও পড়ুন: পর্দায় এবার বীর সাভারকরের বায়োপিক, মুখ্য চরিত্রে রণদীপ হুডা

1998 সাল থেকে 2004 সাল পর্যন্ত কেন্দ্রের ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স (এনডিএ) সরকারের নেতৃত্ব দিয়েছিলেন অটল বিহারী বাজপেয়ী ৷ তিনিই হলেন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রথম নেতা যিনি দেশের প্রধানমন্ত্রী হয়েছিলেন । তিনি তিনবার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন - প্রথমে সংক্ষিপ্তভাবে 1996 সালে, এবং তারপর 1998 থেকে 2004 সালের মধ্যে দুটি মেয়াদে প্রধানমন্ত্রী হন তিনি ।

দেশের অন্যতম প্রধান নেতা এবং ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠাতা সদস্য বাজপেয়ী দীর্ঘ অসুস্থতার পর অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সে (AIIMS) 2018 সালের 16 অগস্ট প্রয়াত হন । তাঁর বয়স হয়েছিল 93 বছর। প্রয়াত নেতাকে 2015 সালে ভারতরত্ন প্রদান করা হয়েছিল । 1994 সালে তিনি সেরা সাংসদ হিসেবে পণ্ডিত গোবিন্দ বল্লভ পন্থ পুরস্কারও পান ।

এ দিকে, পঙ্কজকে পরবর্তীতে দেখা যাবে 2012 সালের ‘ওএমজি-ওহ মাই গড!’-এর সিক্যুয়েল ‘ওএমজি-ওহ মাই গড! 2’-তে ৷ এই ছবিতে তিনি ছাড়াও থাকবেন অক্ষয় কুমার, ইয়ামি গৌতম এবং অরুণ গোভিলে ৷

Last Updated : Nov 18, 2022, 7:30 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.