ETV Bharat / entertainment

নতুন পোস্টারে চমক! কবে মুক্তি পাবে 'ম্যায় অটল হু'; জানালেন পঙ্কজ ত্রিপাঠী - release date of Main Atal Hoon movie

Main Atal Hoon Release Date: ডিসেম্বরে মুক্তির কথা থাকলেও পিছিয়ে যায় পঙ্কজ ত্রিপাঠী অভিনীয় 'ম্যায় অটল হু' ছবি মুক্তির তারিখ ৷ কবে পাবে মুক্তি, সোশাল মিডিয়ায় জানালেন অভিনেতা ৷

Etv Bharat
'ম্যায় অটল হু' ছবি মুক্তির তারিখ প্রকাশ্যে
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 29, 2023, 6:38 AM IST

মুম্বই, 28 নভেম্বর: অটল বিহারী বাজপেয়ীর বায়োপিকে প্রাক্তন প্রধানমন্ত্রীর চরিত্রে অভিনেতা পঙ্কজ ত্রিপাঠী ৷ মঙ্গলবার প্রকাশ্যে এল 'ম্যায় অটল হু' ছবির নতুন পোস্টার ও মুক্তির দিন ৷ অভিনেতা জানালেন নতুন বছর অর্থাৎ, 2024 সালের জানুয়ারিতেই মুক্তি পাবে এই ছবি ৷ ছবিমুক্তির দিনক্ষণ ঘোষণার পর অভিনেতা পঙ্কজ ত্রিপাঠীকে শুভেচ্ছা জানিয়েছেন অভিনেতা মনোজ বাজপেয়ী ৷

সোশাল মিডিয়ায় জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেতা ছবির চারটি নতুন পোস্টার শেয়ার করেছেন ৷ ক্যাপশনে লিখেছেন, "হার্ট অফ গোল্ড...ম্যান অফ স্টিল...আ ভার্সেটাইল পোয়েট... নতুন ভারত গড়ার অন্যতম কাণ্ডারী ৷ সাক্ষী থাকুন শ্রী অটল বিহারী বাজপেয়ীর কাহিনী জানার জন্য ৷ ম্যায় অটল হু মুক্তি পাবে 2024 সালের 19 জানুয়ারি ৷"

ছবিটি পরিচালনা করেছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক রবি যাদব ৷ এর আগে 'নটরঙ্গ' ও 'বালগন্ধর্ব' ছবি পরিচালনা করে দর্শকদের নজর কাড়েন পরিচালক ৷ ছবির চিত্রনাট্য তৈরি করেছেন উৎকর্ষ নৈথানি ৷ প্রযোজনার দায়িত্বে বিনোদ ভানুশালি, সন্দীপ সিং ও কমলেশ ভানুশালী ৷ চারটি পোস্টারে প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর নানা রূপে দেখা গিয়েছে পঙ্কজ ত্রিপাঠীকে ৷

সিনেমা এবং ওয়েব সিরিজের আলাদা ছাপ তৈরি করেছেন অভিনেতা পঙ্কজ ত্রিপাঠী ৷ খলয়নায়ক থেকে কীভাবে নায়ক হয়ে উঠতে হয়, তা বারবার প্রমাণ করেছেন 'মির্জাপুর' বা 'গ্যাংস অফ ওয়াসিপুর' খ্যাত অভিনেতা ৷ এবার বায়োপিকেও নজর কাড়তে চলেছেন তিনি ৷ এর আগে চলতি বছর ডিসেম্বরে এই ছবির মুক্তি পাওয়ার কথা ছিল ৷ কিন্তু নানা কারণে পিছিয়ে যায় সেই তারিখ ৷ অবশেষে প্রকাশ্যে এল ছবি মুক্তির নতুন তারিখ ৷ আশা করা যায়, এই চরিত্রে আরও একবার অনুরাগীদের মনে আলোড়ন তুলবেন অভিনেতা পঙ্কজ ত্রিপাঠী ৷

আরও পড়ুন:

1. 'বলিউডে ঝড় তুলেছিলেন', পরিচালক রাম গোপাল বর্মার প্রশংসায় রাজামৌলি

2. বিজয়কে ছেড়ে কার 'গার্লফ্রেন্ড' হতে চলেছেন রশ্মিকা, জল্পনা টিনসেল টাউনে

3. প্রকাশ্যে 'কান্তারা চ্যাপ্টার 1'র ঝলক, অনুরাগীদের চমকে দিলেন ঋষভ

মুম্বই, 28 নভেম্বর: অটল বিহারী বাজপেয়ীর বায়োপিকে প্রাক্তন প্রধানমন্ত্রীর চরিত্রে অভিনেতা পঙ্কজ ত্রিপাঠী ৷ মঙ্গলবার প্রকাশ্যে এল 'ম্যায় অটল হু' ছবির নতুন পোস্টার ও মুক্তির দিন ৷ অভিনেতা জানালেন নতুন বছর অর্থাৎ, 2024 সালের জানুয়ারিতেই মুক্তি পাবে এই ছবি ৷ ছবিমুক্তির দিনক্ষণ ঘোষণার পর অভিনেতা পঙ্কজ ত্রিপাঠীকে শুভেচ্ছা জানিয়েছেন অভিনেতা মনোজ বাজপেয়ী ৷

সোশাল মিডিয়ায় জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেতা ছবির চারটি নতুন পোস্টার শেয়ার করেছেন ৷ ক্যাপশনে লিখেছেন, "হার্ট অফ গোল্ড...ম্যান অফ স্টিল...আ ভার্সেটাইল পোয়েট... নতুন ভারত গড়ার অন্যতম কাণ্ডারী ৷ সাক্ষী থাকুন শ্রী অটল বিহারী বাজপেয়ীর কাহিনী জানার জন্য ৷ ম্যায় অটল হু মুক্তি পাবে 2024 সালের 19 জানুয়ারি ৷"

ছবিটি পরিচালনা করেছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক রবি যাদব ৷ এর আগে 'নটরঙ্গ' ও 'বালগন্ধর্ব' ছবি পরিচালনা করে দর্শকদের নজর কাড়েন পরিচালক ৷ ছবির চিত্রনাট্য তৈরি করেছেন উৎকর্ষ নৈথানি ৷ প্রযোজনার দায়িত্বে বিনোদ ভানুশালি, সন্দীপ সিং ও কমলেশ ভানুশালী ৷ চারটি পোস্টারে প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর নানা রূপে দেখা গিয়েছে পঙ্কজ ত্রিপাঠীকে ৷

সিনেমা এবং ওয়েব সিরিজের আলাদা ছাপ তৈরি করেছেন অভিনেতা পঙ্কজ ত্রিপাঠী ৷ খলয়নায়ক থেকে কীভাবে নায়ক হয়ে উঠতে হয়, তা বারবার প্রমাণ করেছেন 'মির্জাপুর' বা 'গ্যাংস অফ ওয়াসিপুর' খ্যাত অভিনেতা ৷ এবার বায়োপিকেও নজর কাড়তে চলেছেন তিনি ৷ এর আগে চলতি বছর ডিসেম্বরে এই ছবির মুক্তি পাওয়ার কথা ছিল ৷ কিন্তু নানা কারণে পিছিয়ে যায় সেই তারিখ ৷ অবশেষে প্রকাশ্যে এল ছবি মুক্তির নতুন তারিখ ৷ আশা করা যায়, এই চরিত্রে আরও একবার অনুরাগীদের মনে আলোড়ন তুলবেন অভিনেতা পঙ্কজ ত্রিপাঠী ৷

আরও পড়ুন:

1. 'বলিউডে ঝড় তুলেছিলেন', পরিচালক রাম গোপাল বর্মার প্রশংসায় রাজামৌলি

2. বিজয়কে ছেড়ে কার 'গার্লফ্রেন্ড' হতে চলেছেন রশ্মিকা, জল্পনা টিনসেল টাউনে

3. প্রকাশ্যে 'কান্তারা চ্যাপ্টার 1'র ঝলক, অনুরাগীদের চমকে দিলেন ঋষভ

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.