মুম্বই, 26 অক্টোবর: আজ নিজের আটচল্লিশতম জন্মদিন পালন করছেন অভিনেত্রী রবিনা ট্যান্ডন (HBD Raveena Tandon)৷ 1991 সালে 'পাত্থর কা ফুল' ছবির হাত ধরে ফিল্মের জগতে অভিষেক করেছিলেন ৷ অর্থাৎ বলিউডে প্রায় তিনদশক কাটিয়ে ফেললেন রবিনা ট্যান্ডন ৷ অভিনেতা ম্যাক মোহনের ভাইঝি রবিনা প্রথমে অবশ্য সেভাবে অভিনেত্রী হওয়ার কথা ভাবেননি ৷ বরং তিনি ছিলেন বিজ্ঞাপনের জগতে ৷ সেখান থেকেই তাঁকে প্রথম ব্রেক দেন ফটোগ্রাফার-ডিরেক্টার শান্তনু শোরে ৷ একাধিকবার বিভিন্ন ইন্টারভিউয়ে নিজেই একথা জানিয়েছেন রবিনা ৷
প্রথমে ছবিতে আসার ইচ্ছা ছিল না ঠিকই কিন্তু প্রথম ছবিতেই ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড জিতে নেন রবিনা ৷ হয়ে যান 'লাক্স নিউ ফেস অব দ্য ইয়ার' ৷ তারপর আর ফিরে দেখতে হয়নি বলিউডের 'মস্ত মস্ত গার্ল'-কে ৷ 'তু চিজ বড়ি হ্য়ায় মস্ত মস্ত' গানে তাঁর পারফরম্য়ান্স দেখার পর তাঁকে এই নামেই ডাকতে শুরু করেছিলেন অনুরাগীরা(Raveena Tandon 48th birthday ) ৷
আজ তাঁর আটচল্লিশতম জন্মদিনে মাকে শুভেচ্ছা জানালেন কন্যা রাশা থাদানি(Rasha Thadani on Raveena Tandon 48th birthday) ৷ তাঁর ইনস্টা স্টোরিতে এদিন রবিনার একটি সুন্দর পুরোনো ছবি শেয়ার করেছেন রাশা ৷ সেই সঙ্গে তিনি লেখেন,"শুভ জন্মদিন মা। তোমাকে সবসময় ভালবাসি ৷" এরসঙ্গেই রয়েছে বেশকিছু গোলাপি হার্ট ইমোজি ৷ রবিনা কন্যাও এখন থেকেই বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন সোশাল মিডিয়ায় ৷ প্রায় আড়াই লক্ষ অনুরাগীরা অনুসরন করেন তাঁকে ৷ প্রায়শই নিজের বিভিন্ন ফটোশ্যুটের ঝলক সোশাল মিডিয়ায় শেয়ার করতেই থাকেন তিনি ৷
আরও পড়ুন: বার্সেলোনার পথে ওড়িয়া ছবি 'অ্যাদিউ গোদার্দ'
রবিনা বিবাহ বন্ধনে আবদ্ধ হন 2004 সালে ৷ জীবন সঙ্গী হিসাবে বেছে নেন অনিল থাদানিকে ৷ তাঁদের দুই সন্তান ৷ পুত্র রণবীর এবং কন্যা রাশা ৷ অন্যদিকে 1995 সালে মাত্র 21 বছর বয়সেই দুই কন্যাকে দত্তক নিয়েছিলেন রবিনা ৷ তাঁদের একজনের নাম ছায়া এবং অন্যজনের নাম পূজা ৷ ইতিমধ্য়েই ওয়েব সিরিজ 'আরন্যক'-এর হাত ধরে ওটিটিতেও অভিষেক করে ফেলেছেন রবিনা ৷ আগামীতে তাঁকে দেখা যাবে সঞ্জয় দত্তের 'ঘোড়চোরি' ছবিতে ৷ এই ছবিতে পার্থ সামথান এবং কুশালি কুমারের সঙ্গে কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে তাঁকে। ছবিটি পরিচালনা করছেন বিনয় গান্ধী এবং প্রযোজনা করছে টি-সিরিজ এবং কিপ ড্রিমিং পিকচার্স ।