ETV Bharat / entertainment

OMG 2 Vs Gadar 2: 400 কোটির ক্লাবের কাছে সানি, নয়া মাইলফলকের সামনে 'ও মাই গড 2' - OMG 2 Gadar 2 Box Office Collection

OMG 2 Gadar 2 Box Office Collection: 400 কোটির ক্লাবের দোড়গোড়ায় সানি-আমিশার 'গদর 2' ৷ 100 কোটি ছুঁয়ে ফেলল অক্ষয়ের ছবিও ৷ বক্স অফিসে জমে উঠেছে বিগ ফাইট ৷

Pic  Akshay Sunny Instagram
রবিবার কেমন কাটল সানি-অক্ষয়ের ছবি
author img

By

Published : Aug 21, 2023, 12:34 PM IST

হায়দরাবাদ, 21 অগস্ট: বক্স অফিস বিগ ব্য়াটেলে রীতিমতো নজর কাড়ছেন সানি দেওল ৷ 300 কোটি পার করে এবার তাঁর নজর 400 কোটি ক্লাবের দিকে ৷ বলিউডে এ বছর সবচেয়ে বেশি ব্যবসা করা ছবির তালিকায় ইতিমধ্যেই দ্বিতীয় স্থানে উঠে এসেছে 'গদর 2' ৷ সামনে শুধুই কিং খানের 'পাঠান' ৷ অন্যদিকে, অক্ষয় কুমারের 'ও মাই গড 2' ছবিটিও কিন্তু ভালোই লড়াই দিচ্ছে ৷ বাজেট নিয়ে চলা বিতর্কের মাঝেই 100 কোটির ক্লাবে জায়গা করে নিয়েছে ছবিটি ৷

যদিও সানি-আমিশা জুটির সাফল্যের চাপ কিছুটা এসে পড়েছে অক্ষয়ের উপরেও ৷ কিন্তু তাও অমিত রাইয়ের স্বপ্নের প্রজেক্ট কিন্তু এগিয়ে চলেছে নিজস্ব গতিতেই ৷ শনিবার অক্ষয় কুমার-পঙ্কজ ত্রিপাঠি এবং ইয়াম্মি গৌতমের এই ছবি ঢুকে পড়েছিল 100 কোটির ক্লাবে ৷ রবিবার ঠিক কত আয় করল এই ছবি ? স্যাকনিল্ক-এর ট্র্যাকার রিপোর্ট বলছে, রবিবার ছবির বক্স অফিস কালেকশন ছিল 12.70 কোটি টাকা ৷ যার জেরে মোট আয় দাঁড়িয়েছে 114.31 কোটি টাকায় ৷

সম্প্রতি এই ছবির বাজেট নিয়ে একটি বড় বিতর্ক সামনে আসে ৷ প্রথমে জানা গিয়েছিল অক্ষয় কুমারের 'ও মাই গড 2'-এর বাজেট প্রায় 150 কোটি ৷ কিন্তু পরে এই তথ্য সম্পূর্ণ ভুল বলে দাবি করেন নির্মাতারা ৷ তাঁদের দাবি, ছবির বাজেট মাত্র 50 কোটি ৷ সেই হিসাব মেনে নিলে ইতিমধ্যেই বাজেটের দ্বিগুণ টাকা ঘরে তুলে হিট ছবির তালিকায় জায়গা করে নিয়েছে 'ও মাই গড 2' ৷

আরও পড়ুন: 'কারও স্বপ্ন নিয়ে ছেলেখেলা করলে কড়া পদক্ষেপ নেব', কাকে হুঁশিয়ারি দিলেন অঙ্কুশ ?

অন্যদিকে 'গদর 2' নিয়ে এমন কোনও সন্দেহের অবকাশ নেই ৷ রবিবারও একই দৌড় অব্যাহত রেখে 400 কোটির দোড়গোড়ায় পৌঁছে গেল এই ছবি ৷ সানি-আমিশা-উৎকর্ষরা যে মানুষের মন জয় করেছেন এই নিয়ে কোনও সন্দেহ নেই ৷ ইতিমধ্য়েই ছবির মোট আয় 377 কোটিতে পৌঁছে গিয়েছে ৷ শুধুমাত্র রবিবার বক্স অফিসে 'গদর 2' আয় করেছে 41 কোটি টাকা ৷

হায়দরাবাদ, 21 অগস্ট: বক্স অফিস বিগ ব্য়াটেলে রীতিমতো নজর কাড়ছেন সানি দেওল ৷ 300 কোটি পার করে এবার তাঁর নজর 400 কোটি ক্লাবের দিকে ৷ বলিউডে এ বছর সবচেয়ে বেশি ব্যবসা করা ছবির তালিকায় ইতিমধ্যেই দ্বিতীয় স্থানে উঠে এসেছে 'গদর 2' ৷ সামনে শুধুই কিং খানের 'পাঠান' ৷ অন্যদিকে, অক্ষয় কুমারের 'ও মাই গড 2' ছবিটিও কিন্তু ভালোই লড়াই দিচ্ছে ৷ বাজেট নিয়ে চলা বিতর্কের মাঝেই 100 কোটির ক্লাবে জায়গা করে নিয়েছে ছবিটি ৷

যদিও সানি-আমিশা জুটির সাফল্যের চাপ কিছুটা এসে পড়েছে অক্ষয়ের উপরেও ৷ কিন্তু তাও অমিত রাইয়ের স্বপ্নের প্রজেক্ট কিন্তু এগিয়ে চলেছে নিজস্ব গতিতেই ৷ শনিবার অক্ষয় কুমার-পঙ্কজ ত্রিপাঠি এবং ইয়াম্মি গৌতমের এই ছবি ঢুকে পড়েছিল 100 কোটির ক্লাবে ৷ রবিবার ঠিক কত আয় করল এই ছবি ? স্যাকনিল্ক-এর ট্র্যাকার রিপোর্ট বলছে, রবিবার ছবির বক্স অফিস কালেকশন ছিল 12.70 কোটি টাকা ৷ যার জেরে মোট আয় দাঁড়িয়েছে 114.31 কোটি টাকায় ৷

সম্প্রতি এই ছবির বাজেট নিয়ে একটি বড় বিতর্ক সামনে আসে ৷ প্রথমে জানা গিয়েছিল অক্ষয় কুমারের 'ও মাই গড 2'-এর বাজেট প্রায় 150 কোটি ৷ কিন্তু পরে এই তথ্য সম্পূর্ণ ভুল বলে দাবি করেন নির্মাতারা ৷ তাঁদের দাবি, ছবির বাজেট মাত্র 50 কোটি ৷ সেই হিসাব মেনে নিলে ইতিমধ্যেই বাজেটের দ্বিগুণ টাকা ঘরে তুলে হিট ছবির তালিকায় জায়গা করে নিয়েছে 'ও মাই গড 2' ৷

আরও পড়ুন: 'কারও স্বপ্ন নিয়ে ছেলেখেলা করলে কড়া পদক্ষেপ নেব', কাকে হুঁশিয়ারি দিলেন অঙ্কুশ ?

অন্যদিকে 'গদর 2' নিয়ে এমন কোনও সন্দেহের অবকাশ নেই ৷ রবিবারও একই দৌড় অব্যাহত রেখে 400 কোটির দোড়গোড়ায় পৌঁছে গেল এই ছবি ৷ সানি-আমিশা-উৎকর্ষরা যে মানুষের মন জয় করেছেন এই নিয়ে কোনও সন্দেহ নেই ৷ ইতিমধ্য়েই ছবির মোট আয় 377 কোটিতে পৌঁছে গিয়েছে ৷ শুধুমাত্র রবিবার বক্স অফিসে 'গদর 2' আয় করেছে 41 কোটি টাকা ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.