ETV Bharat / entertainment

Nusrat Yash Diwali Celebration:গ্ল্যামারের জগত ছেড়ে অন্যভাবে দীপাবলি পালন যশরতের! - Diwali Celebration with Kids

গ্ল্যামারের জগত ছেড়ে অন্যরকম দীপাবলি সেলিব্রেশনে মেতে উঠলেন যশ দাশগুপ্ত এবং নুসরত জাহান ৷ কলকাতার একটি সেবাশ্রেমের খুদেদের হাতে এই তারকা জুটি তুলে দিলেন তাদের পছন্দের সব খাবার দাবার এবং ছোট ছোট উপহারের ডালা (Nusrat Yash Diwali Celebration)৷

Nusrat Yash Diwali Celebration
গ্ল্যামারের ঝাঁ চকচকে জগত ছেড়ে অন্য রকম দীপাবলি উদযাপন যশরতের!
author img

By

Published : Oct 24, 2022, 11:01 AM IST

কলকাতা,24 অক্টোবর: দীপাবলি নিয়ে মেতে উঠেছেন বলিউড-টলিউডের সমস্ত তারকারাই ৷ বাদ গেলেন না যশরতও ৷ তবে তাঁরা দীপাবলি কাটালেন একটু অন্যভাবে ৷ যশ দাশগুপ্ত এবং নুসরত জাহান গ্ল্যামারের দুনিয়া থেকে ছুটি নিয়ে পৌঁছে গেলেন ছোটদের মাঝে ৷ তাদের হাতে তুলে দিলেন নানা উপহার (Nusrat Jahan and Yash Dasgupta Celebrate Diwali)৷ তুললেন ছবিও ৷ তাঁদের এই ছোট্ট আউটিংয়ের একটি ভিডিয়ো সোশাল মিডিয়ায় শেয়ারও করেছেন যশরত ৷ ছোটরাও খুবই খুশি পর্দায় তারকাদের কাছে পেয়ে (Nusrat Yash Diwali Celebration)৷

কলকাতার একটি সেবাশ্রেমের ছোটদের হাতে এই তারকা জুটি তুলে দিলেন তাদের পছন্দের সব খাবার দাবার এবং ছোট ছোট উপহারের ডালা(Diwali Celebration with Kids) ৷ দীপাবলি আলোর উৎসব ৷ আর এই আলোর উৎসবে তাদের প্রিয় নায়ক নায়িকাদের কাছে পেয়ে খুশিতে ঝলমল করে উঠল ছোটদের মনও ৷ এই ভিডিয়ো শেয়ার করে তারকা জুটি লেখেন, 'এই দীপাবলিতে সবার জীবন খুশি, আনন্দ এবং আলোতে ভরে উঠুক । ছড়িয়ে দিন আলো, হাসি এবং ভালোবাসা...হ্যাপি দিওয়ালি ৷"

আরও পড়ুন: ছোটি দিওয়ালিতে মাতলেন ক্যাট, কী বললেন ভিকি!

অভিনয়ের কথা বলতে গেলে যশ দাশগুপ্ত এবার টলিউডের সীমানা ছাড়িয়ে পা রাখতে চলেছেন বলিউডে ৷ ছবির নাম 'ইয়ারিয়াঁ 2' ৷ খবর অনুযায়ী, ছবিটি আদ্যপ্রান্ত রোম্যান্টিক ৷ দিব্যা খোসলা কুমার, ওয়ারিনা হুসেন এবং প্রিয়া প্রকাশের সঙ্গে স্ক্রিনশেয়ার করবেন তিনি ৷ টি সিরিজের ব্যানারে মু্ক্তি পেতে চলেছে এই ছবি ৷

কেরিয়ারের একবারে শুরুতে অবশ্য় মুম্বইয়েই কেটেছে যশের ৷ অন্যদিকে আবার এসকে মুভিজের ব্য়ানারেও ছবি করার কথা রয়েছে যশের ৷ এখানে তাঁর নায়িকা নুসরতই ৷ তবে এই নিয়ে চুড়ান্ত সিদ্ধান্ত এখনও হয়নি ৷ কারণ বিভিন্ন সংবাদ মাধ্যমের খবর বলছে, চুক্তিতে এখনও পর্যন্ত সই করেননি অভিনেতা ৷

কলকাতা,24 অক্টোবর: দীপাবলি নিয়ে মেতে উঠেছেন বলিউড-টলিউডের সমস্ত তারকারাই ৷ বাদ গেলেন না যশরতও ৷ তবে তাঁরা দীপাবলি কাটালেন একটু অন্যভাবে ৷ যশ দাশগুপ্ত এবং নুসরত জাহান গ্ল্যামারের দুনিয়া থেকে ছুটি নিয়ে পৌঁছে গেলেন ছোটদের মাঝে ৷ তাদের হাতে তুলে দিলেন নানা উপহার (Nusrat Jahan and Yash Dasgupta Celebrate Diwali)৷ তুললেন ছবিও ৷ তাঁদের এই ছোট্ট আউটিংয়ের একটি ভিডিয়ো সোশাল মিডিয়ায় শেয়ারও করেছেন যশরত ৷ ছোটরাও খুবই খুশি পর্দায় তারকাদের কাছে পেয়ে (Nusrat Yash Diwali Celebration)৷

কলকাতার একটি সেবাশ্রেমের ছোটদের হাতে এই তারকা জুটি তুলে দিলেন তাদের পছন্দের সব খাবার দাবার এবং ছোট ছোট উপহারের ডালা(Diwali Celebration with Kids) ৷ দীপাবলি আলোর উৎসব ৷ আর এই আলোর উৎসবে তাদের প্রিয় নায়ক নায়িকাদের কাছে পেয়ে খুশিতে ঝলমল করে উঠল ছোটদের মনও ৷ এই ভিডিয়ো শেয়ার করে তারকা জুটি লেখেন, 'এই দীপাবলিতে সবার জীবন খুশি, আনন্দ এবং আলোতে ভরে উঠুক । ছড়িয়ে দিন আলো, হাসি এবং ভালোবাসা...হ্যাপি দিওয়ালি ৷"

আরও পড়ুন: ছোটি দিওয়ালিতে মাতলেন ক্যাট, কী বললেন ভিকি!

অভিনয়ের কথা বলতে গেলে যশ দাশগুপ্ত এবার টলিউডের সীমানা ছাড়িয়ে পা রাখতে চলেছেন বলিউডে ৷ ছবির নাম 'ইয়ারিয়াঁ 2' ৷ খবর অনুযায়ী, ছবিটি আদ্যপ্রান্ত রোম্যান্টিক ৷ দিব্যা খোসলা কুমার, ওয়ারিনা হুসেন এবং প্রিয়া প্রকাশের সঙ্গে স্ক্রিনশেয়ার করবেন তিনি ৷ টি সিরিজের ব্যানারে মু্ক্তি পেতে চলেছে এই ছবি ৷

কেরিয়ারের একবারে শুরুতে অবশ্য় মুম্বইয়েই কেটেছে যশের ৷ অন্যদিকে আবার এসকে মুভিজের ব্য়ানারেও ছবি করার কথা রয়েছে যশের ৷ এখানে তাঁর নায়িকা নুসরতই ৷ তবে এই নিয়ে চুড়ান্ত সিদ্ধান্ত এখনও হয়নি ৷ কারণ বিভিন্ন সংবাদ মাধ্যমের খবর বলছে, চুক্তিতে এখনও পর্যন্ত সই করেননি অভিনেতা ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.