ETV Bharat / entertainment

NMACC Gala Day 2: বরুণ-রণবীরের সঙ্গে নেচে মঞ্চে আগুন ধরালেন শাহরুখ

এনএমএসিসি গালা ডে 2-এর পারফরম্যান্সের ভিডিয়ো এবং ছবি ইন্টারনেটে আগুন ধরিয়ে দিয়েছে । ভাইরাল হয়েছে বলিউডের বাদশা শাহরুখ খানের ডান্স পারফরম্যান্সের ভিডিয়ো । তাঁর সঙ্গে নাচতে দেখা গিয়েছে বরুণ ধাওয়ান এবং রণবীর সিং-কে ৷

NMACC gala day 2 ETV Bharat
বরুণ-রণবীরের সঙ্গে মঞ্চে শাহরুখ
author img

By

Published : Apr 2, 2023, 3:05 PM IST

হায়দরাবাদ, 2 এপ্রিল: এনএমএসিসি ইভেন্টের জাঁকজমক আরও বাড়িয়ে দিলেন বলিউডের বাদশা শাহরুখ খান ৷ এপি ধিলোঁর চার্টবাস্টার গান ব্রাউন মুন্ডের তালে মঞ্চ মাতালেন তিনি । এ ছাড়াও তাঁর রেকর্ড সৃষ্টিকারী ফিল্ম পাঠানের জনপ্রিয় টাইটেল সং ঝুমে জো পাঠানের তালেও কোমর দোলান কিং খান ৷

তাঁর সঙ্গে পারফর্ম করার জন্য তিনি ডেকে নেন বলিউডের আরও দুই অভিনেতা বরুণ ধাওয়ান এবং রণবীর সিং-কে ৷ দর্শকদের উন্মাদনার পারদ আরও এক ধাপ চড়িয়ে দিয়ে পাঠান স্টার তাঁর ফিল্মের সংলাপ ধার করে বলেন, "পার্টি আগর আম্বানিকে ঘর রখোগে, তো পাঠান তো আয়েগা হি মেহমান-নওয়াজি করনে ।"

ওই অনুষ্ঠানে শাহরুখ খানের নাচের ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ৷ এ ছাড়াও পান্নার নেকপিস ও লাল ব্লেজার পরা কিং খানের এপি ধিলোঁর সঙ্গে একটি ছবি ঘুরছে নেট দুনিয়ায় । গায়কের সঙ্গে বেশ স্টাইলিশ পোজ দেন বলিউডের পাঠান ৷ সবার নজরে পড়েছে যে, রণবীর সিং এবং বরুণ ধাওয়ানের সঙ্গে ব্রাউন মুন্ডেতে যখন নাচছেন, তখন মঞ্চে এপি ধিলোঁকে অভ্যর্থনা জানান কিং খান । বরুণ ধাওয়ান এ দিন তাঁর বেশ কয়েকটি হিট গানে নেচে দর্শকদের মন জয় করে নেন ৷

এ দিকে, রণবীর সিং তাঁর চেনা ছন্দের পারফরম্যান্সে মুগ্ধ করেছেন দর্শকদের ৷ লুটেরা অভিনেতা তাঁর দিল ধড়কনে দো ফিল্মের সহ-অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়াকে পেপি নাম্বার গ্যাল্লাঁ গুড়িয়াঁয় নাচের জন্য মঞ্চে ডেকে নিয়েছিলেন । পরে আলিয়া ভাট এবং রশ্মিকা মান্দানা আরআরআর-এর অস্কার-জয়ী গান নাটু নাটুতে পারফর্ম করেন ৷

মুম্বই এখন পেয়েছে নীতা মুকেশ আম্বানি সাংস্কৃতিক কেন্দ্র, যেখানে পারফরম্যান্সের জন্য তিনটি স্থান রয়েছে: 2,000-আসনের গ্র্যান্ড থিয়েটার, প্রযুক্তিগতভাবে আধুনিক 250-আসনের স্টুডিয়ো থিয়েটার এবং উত্তেজনাপূর্ণ 12এস-সিট কিউব । এটিতে আর্ট হাউসও রয়েছে, সেটি একটি চারতলা বিশিষ্ট ভিজ্যুয়াল আর্ট সুবিধা যা আন্তর্জাতিক জাদুঘরের মান অনুসারে তৈরি করা হয়েছে, যেখানে ভারত এবং বিশ্বের সেরা শিল্পীদের সৃষ্টির প্রদর্শনী রয়েছে ৷

আরও পড়ুন: এনএমওসিসি'র উদ্বোধনে স্পটলাইটে প্রিয়াঙ্কা-নিক

হায়দরাবাদ, 2 এপ্রিল: এনএমএসিসি ইভেন্টের জাঁকজমক আরও বাড়িয়ে দিলেন বলিউডের বাদশা শাহরুখ খান ৷ এপি ধিলোঁর চার্টবাস্টার গান ব্রাউন মুন্ডের তালে মঞ্চ মাতালেন তিনি । এ ছাড়াও তাঁর রেকর্ড সৃষ্টিকারী ফিল্ম পাঠানের জনপ্রিয় টাইটেল সং ঝুমে জো পাঠানের তালেও কোমর দোলান কিং খান ৷

তাঁর সঙ্গে পারফর্ম করার জন্য তিনি ডেকে নেন বলিউডের আরও দুই অভিনেতা বরুণ ধাওয়ান এবং রণবীর সিং-কে ৷ দর্শকদের উন্মাদনার পারদ আরও এক ধাপ চড়িয়ে দিয়ে পাঠান স্টার তাঁর ফিল্মের সংলাপ ধার করে বলেন, "পার্টি আগর আম্বানিকে ঘর রখোগে, তো পাঠান তো আয়েগা হি মেহমান-নওয়াজি করনে ।"

ওই অনুষ্ঠানে শাহরুখ খানের নাচের ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ৷ এ ছাড়াও পান্নার নেকপিস ও লাল ব্লেজার পরা কিং খানের এপি ধিলোঁর সঙ্গে একটি ছবি ঘুরছে নেট দুনিয়ায় । গায়কের সঙ্গে বেশ স্টাইলিশ পোজ দেন বলিউডের পাঠান ৷ সবার নজরে পড়েছে যে, রণবীর সিং এবং বরুণ ধাওয়ানের সঙ্গে ব্রাউন মুন্ডেতে যখন নাচছেন, তখন মঞ্চে এপি ধিলোঁকে অভ্যর্থনা জানান কিং খান । বরুণ ধাওয়ান এ দিন তাঁর বেশ কয়েকটি হিট গানে নেচে দর্শকদের মন জয় করে নেন ৷

এ দিকে, রণবীর সিং তাঁর চেনা ছন্দের পারফরম্যান্সে মুগ্ধ করেছেন দর্শকদের ৷ লুটেরা অভিনেতা তাঁর দিল ধড়কনে দো ফিল্মের সহ-অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়াকে পেপি নাম্বার গ্যাল্লাঁ গুড়িয়াঁয় নাচের জন্য মঞ্চে ডেকে নিয়েছিলেন । পরে আলিয়া ভাট এবং রশ্মিকা মান্দানা আরআরআর-এর অস্কার-জয়ী গান নাটু নাটুতে পারফর্ম করেন ৷

মুম্বই এখন পেয়েছে নীতা মুকেশ আম্বানি সাংস্কৃতিক কেন্দ্র, যেখানে পারফরম্যান্সের জন্য তিনটি স্থান রয়েছে: 2,000-আসনের গ্র্যান্ড থিয়েটার, প্রযুক্তিগতভাবে আধুনিক 250-আসনের স্টুডিয়ো থিয়েটার এবং উত্তেজনাপূর্ণ 12এস-সিট কিউব । এটিতে আর্ট হাউসও রয়েছে, সেটি একটি চারতলা বিশিষ্ট ভিজ্যুয়াল আর্ট সুবিধা যা আন্তর্জাতিক জাদুঘরের মান অনুসারে তৈরি করা হয়েছে, যেখানে ভারত এবং বিশ্বের সেরা শিল্পীদের সৃষ্টির প্রদর্শনী রয়েছে ৷

আরও পড়ুন: এনএমওসিসি'র উদ্বোধনে স্পটলাইটে প্রিয়াঙ্কা-নিক

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.