কলকাতা, 24 জুন: দিন কয়েক আগেই অভিনেত্রী প্রিয়াঙ্কা দের দক্ষিণী ছবিতে অভিনয়ের কথা সামনে এসেছিল ইটিভি ভারতের হাত ধরে । এবার জানা গেল দক্ষিণী ওয়েব সিরিজে ডেবিউ করছেন আরও এক অভিনেত্রী । নীলাঞ্জনা মজুমদার এর আগে বিভিন্ন ওয়েব সিরিজ যেমন 'আগন্তুক', 'শপিং মল ডট কম'-এ অভিনয় করেছেন । এ ছাড়াও হিন্দি এবং উড়িয়া ভাষাতেও বেশ কিছু সিরিজে কাজ করেছেন তিনি । আর এবার তিনি কাজ করতে চলেছেন দক্ষিণী পরিচালক আজগর আলির পরিচালনায় তেলুগু, তামিল, মারাঠি এবং হিন্দি ভাষার নয়া ওয়েব সিরিজ 'জোড়ি সম্বর সম্বর'-এ ।
ইটিভি ভারতের তরফে জানতে চাওয়া হয়, ইদানিং বাংলার অভিনেত্রীদের মধ্যে দক্ষিণে গিয়ে কাজ করার প্রবণতা বাড়ছে । আপনিও কি তাঁদেরই দলে? অভিনেত্রী বলেন, "একদমই না । যে কোনও ভাষায় কাজ করতেই রাজি আছি আমি । উড়িয়া ভাষাতেও কাজ করেছি আমি । বলিউড থেকে অফার আসলেও করব । বাংলাতেও একটানা কাজ পেলে করব । তবে, বাংলায় এই মুহূর্তে কোনও কাজ চলছে না । কথা চলছে । শুরু হবে খুব তাড়াতাড়ি । আর দক্ষিণে আমি এই প্রথম সুযোগ পেলাম কোনও ওয়েব সিরিজে । এর আগে তিনটে ইভেন্টের কাজ করতে গিয়েছিলাম ।"
সম্প্রতি 'মন দিতে চাই' ধারাবাহিকে দেখা গিয়েছে তাঁকে । এ ছাড়াও 'অগ্নি পরীক্ষা', 'বউ কথা কও', 'চেক মেট', 'সতী", 'ভক্তের ভগবান শ্রী কৃষ্ণ', 'কে আপন কে পর'-এর মতো জনপ্রিয় সব ধারাবাহিকে অভিনয় করেছেন নীলাঞ্জনা । বাংলা ছবির তালিকার রয়েছে 'নক আউট', 'চতুষ্কোণ', 'প্রিয় বান্ধবী', 'ধূসর ক্যানভাস', 'আগন্তুক', 'স্যাটারডে নাইট', 'শপিং মল ডট কম'-সহ আরও বেশ কয়েকটি ছবি । ওদিকে 'প্রেম মোহিনী' নামের উড়িয়া ছবিতেও অভিনয় করেছেন অভিনেত্রী ।
আরও পড়ুন: 'খুব তাড়াতাড়ি স্পেশাল কিছু আসছে' , বুম্বাদার নয়া পোস্ট ঘিরে জল্পনা নেটপাড়ায়
এই মুহূর্তে তাঁকে দেখা যাচ্ছে না কোনও ধারাবাহিকে । কারণ জানতে চাইলে নীলাঞ্জনা বলেন, "সিনেমার কাজের প্রতিই আমার আগ্রহ বেশি । কেননা ছবির কাজ করার পরে আমি বাংলা ধারাবাহিকে কাজ করেছি । তাই সিনেমাই আমার প্রথম পছন্দ। " বাংলার দু'জন নামজাদা পরিচালকের সঙ্গে কাজ করতে চান নীলাঞ্জনা । কারা তাঁরা? অভিনেত্রী জানান রাজ চক্রবর্তী এবং সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গে কাজ করতে আগ্রহী তিনি । আর
স্বপ্নের অভিনেতা বলিউডে শাহরুখ, বাংলার জিৎ আর দক্ষিণে প্রভাস ৷