ETV Bharat / entertainment

New Film Mahavoj: একাধিক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে শ্রেষ্ঠ ছবির পুরস্কার জিতল 'মহাভোজ'

author img

By

Published : Apr 19, 2023, 4:08 PM IST

বেশকিছু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে শ্রেষ্ঠ ছবির পুরস্কার জিতে নিল বাংলা ছবি 'মহাভোজ' ৷ 19 মে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি ৷

Mahavoj
শ্রেষ্ঠ ছবির পুরস্কার জয় মহাভোজের

কলকাতা,19 এপ্রিল: একাধিক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে শ্রেষ্ঠ ছবির পুরস্কার পেল বাংলা ছবি 'মহাভোজ'। ছবির গল্প, চিত্রনাট্য, সংলাপ, পরিচালনা এবং প্রযোজনার দায়িত্ব সামলেছেন মনোজ দাস । অবশ্য ছবির পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছে পরিচালকদের একটি গোটা টিম 'সংশপ্তক'।' 'চৌরি চৌরা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল', 'সংস্কার ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল-সহ একাধিক আন্তর্জাতিক সিনেমা উৎসবে পুরস্কৃত হয়েছে এই ছবি ।

ছবির গল্পের কেন্দ্রে রয়েছে এক দরিদ্র কাহার সম্প্রদায়ের পেশাদার ঢাকি নগেন্দর ও তার নাতি বাচন । কোভিডের কারণে টানা দু'বছর যখন সব উৎসব ও অনুষ্ঠান বন্ধ হয়ে গিয়েছিল সারা বাংলা জুড়ে ৷ সমাজের এক স্তরের মানুষের জীবনে প্রাণ বাঁচানোর চেয়েও বড় সমস্য়া হয়ে উঠেছিল অনাহার থেকে বাঁচা ৷ তখন এই ঢাকি আর তার নাতি বাচন একপ্রকার অনাহারে দিন কাটিয়েছে।

গল্প যত এগোতে থাকে দেখা যায়, নগেন্দরের ছেলে একসময় সরকার বিরোধী দলের রাজনীতি করত ৷ আর তারই মাশুল দিতে গিয়ে তাঁকে খুন হতে হয় ৷ নগেন্দর গরিব কিন্তু কোনও সরকারি সাহায্যও সে পায় না ৷ কারণ একটাই তার ছেলে বিরোধী দলের হয়ে কাজ করত । দাদু-নাতির অভাব, বেঁচে থাকার লড়াই এই ছবির মূল রসদ ।

এরই মাঝে গ্রামবাসীরা একদিন ঠিক করে গ্রামের এক ধনী ব্য়ক্তির পৃষ্ঠপোষকতায় ফের হবে চড়কের উৎসব ৷ সেখানে ঢাক বাজানোর বরাত জোটে এই নগেন্দরের উপর ৷ চড়কের রীতি অনুযায়ী বাবা ভূতনাথের চেলাদের জন্য় দেওয়া হয় প্রচুর খাবার ৷ দাদু-নাতির ইচ্ছা তারা চরকের জন্য় আসা সন্ন্যাসীরা চলে গেলেই সেই খাবার চুরি করবে ৷ কিন্তু যে শশ্মানে সন্ন্যাসীদের সঙ্গে তাদের ঠাঁই হয়েছে সেখানে আবার ভূতের ভয় ৷ এবার কোনদিকে বাঁক নেবে গল্প ৷ একদিকে পেটে রয়েছে খিদে আর অন্যদিকে রয়েছে ভয়ও ৷ কে জিতবে জানাবে 'মহাভোজ' ৷ এই ছবিতে অভিনয় করেছে শঙ্কর দেবনাথ এবং নীল দাস । ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে 19 মে।

আরও পড়ুন: ট্রিবেকা ফিল্ম ফেস্টিভ্যালে ওয়ার্ল্ড প্রিমিয়ার প্রভাস কতির 'আদিপুরুষ' ছবির

কলকাতা,19 এপ্রিল: একাধিক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে শ্রেষ্ঠ ছবির পুরস্কার পেল বাংলা ছবি 'মহাভোজ'। ছবির গল্প, চিত্রনাট্য, সংলাপ, পরিচালনা এবং প্রযোজনার দায়িত্ব সামলেছেন মনোজ দাস । অবশ্য ছবির পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছে পরিচালকদের একটি গোটা টিম 'সংশপ্তক'।' 'চৌরি চৌরা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল', 'সংস্কার ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল-সহ একাধিক আন্তর্জাতিক সিনেমা উৎসবে পুরস্কৃত হয়েছে এই ছবি ।

ছবির গল্পের কেন্দ্রে রয়েছে এক দরিদ্র কাহার সম্প্রদায়ের পেশাদার ঢাকি নগেন্দর ও তার নাতি বাচন । কোভিডের কারণে টানা দু'বছর যখন সব উৎসব ও অনুষ্ঠান বন্ধ হয়ে গিয়েছিল সারা বাংলা জুড়ে ৷ সমাজের এক স্তরের মানুষের জীবনে প্রাণ বাঁচানোর চেয়েও বড় সমস্য়া হয়ে উঠেছিল অনাহার থেকে বাঁচা ৷ তখন এই ঢাকি আর তার নাতি বাচন একপ্রকার অনাহারে দিন কাটিয়েছে।

গল্প যত এগোতে থাকে দেখা যায়, নগেন্দরের ছেলে একসময় সরকার বিরোধী দলের রাজনীতি করত ৷ আর তারই মাশুল দিতে গিয়ে তাঁকে খুন হতে হয় ৷ নগেন্দর গরিব কিন্তু কোনও সরকারি সাহায্যও সে পায় না ৷ কারণ একটাই তার ছেলে বিরোধী দলের হয়ে কাজ করত । দাদু-নাতির অভাব, বেঁচে থাকার লড়াই এই ছবির মূল রসদ ।

এরই মাঝে গ্রামবাসীরা একদিন ঠিক করে গ্রামের এক ধনী ব্য়ক্তির পৃষ্ঠপোষকতায় ফের হবে চড়কের উৎসব ৷ সেখানে ঢাক বাজানোর বরাত জোটে এই নগেন্দরের উপর ৷ চড়কের রীতি অনুযায়ী বাবা ভূতনাথের চেলাদের জন্য় দেওয়া হয় প্রচুর খাবার ৷ দাদু-নাতির ইচ্ছা তারা চরকের জন্য় আসা সন্ন্যাসীরা চলে গেলেই সেই খাবার চুরি করবে ৷ কিন্তু যে শশ্মানে সন্ন্যাসীদের সঙ্গে তাদের ঠাঁই হয়েছে সেখানে আবার ভূতের ভয় ৷ এবার কোনদিকে বাঁক নেবে গল্প ৷ একদিকে পেটে রয়েছে খিদে আর অন্যদিকে রয়েছে ভয়ও ৷ কে জিতবে জানাবে 'মহাভোজ' ৷ এই ছবিতে অভিনয় করেছে শঙ্কর দেবনাথ এবং নীল দাস । ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে 19 মে।

আরও পড়ুন: ট্রিবেকা ফিল্ম ফেস্টিভ্যালে ওয়ার্ল্ড প্রিমিয়ার প্রভাস কতির 'আদিপুরুষ' ছবির

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.