কলকাতা, 17 জানুয়ারি: 'বিজয়া দশমী' এবং '60-এর পরে'র পর এবার তৃতীয় ছবির কাজে হাত দিলেন পরিচালক সৌভিক দে (New Film Borfi)। ছবির নাম 'বরফি'। অনুরাগ বসুও এর আগে একটি একই নামের ছবি তৈরি করেছিলেন হিন্দিতে । তা নিয়ে যথেষ্ট আলোড়ন তৈরি হয়েছিল একসময় ৷ সেই ছবির সঙ্গে কি কোনও মিল আছে সৌভিকের এই ছবির ? এদিন এই প্রসঙ্গে মুখ খুলেছেন পরিচালক (New Film Borfi is Coming Soon)৷
ছবি নিয়ে কথা বলতে গিয়ে শুরুতেই পরিচালক বলেন, "পরিচালক অনুরাগ বসু যে বরফি বানিয়েছেন তা হল 'Barfi' আর আমারটা 'Borfi', তাই দু'টো ছবি একেবারে আলাদা । কোনও মিল নেই ।" উল্লেখ্য, 'বিজয়া দশমী' এবং '60-এর পরে'- এই দুটি ছবির জন্যই 'দাদাসাহেব ফালকে'র মতো পুরস্কারে ভূষিত হয়েছেন সৌভিক (Souvik Dey New Film Borfi)।
এবারের ছবির গল্প প্রসঙ্গে পরিচালক বলেন, " একদিকে শহরে একের পর এক মন্ত্রীর খুন হচ্ছে । পুলিশ, প্রশাসন, সংবাদ মাধ্য়ম, জনতা সবার কাছেই এক প্রশ্ন কে বা কারা খুন করছে? কী তাদের উদ্দেশ্য? অন্যদিকে, আমরা দেখতে পাচ্ছি, স্কুলের প্রিন্সিপাল বরফি তার ভাই সূর্য এবং ভাইয়ের বান্ধবী শ্যামলী এদের মধ্যে একটা অদ্ভুত সম্পর্ক । এর মধ্যে ত্রিকোণ প্রেমের ছোঁয়াও আছে। তবে, বাকিটা থাক। একটু গোপন রাখা ভালো এই মুহূর্তে। নাহলে দর্শক আগ্রহ হারাবেন।"
আরও পড়ুন: 'আরও কিছুক্ষণ না হয় রহিতে কাছে...' প্রয়াণ দিবসে ফিরে দেখা বাঙালির মহানায়িকাকে
এমএস ফিল্মস অ্যান্ড প্রোডাকশন'-এর ব্যানারে মীনা শেঠি মণ্ডলের প্রযোজনায় আসছে এই ছবি । বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন কৌশিক সেন, গুলশন পাণ্ডে, অভিজিৎ গুহ, চান্দ্রেয়ী ঘোষ, কমলেশ্বর মুখোপাধ্যায়, অনামিকা সাহা, অমিত শেঠি, পিয়ালি চক্রবর্তী, অরিত্র দত্ত বণিক প্রমুখ । ক্যামেরার দায়িত্বে রয়েছেন অর্ণব গুহ । কাহিনিকার সায়ন রোয়ান এবং সৌভিক দে । চিত্রনাট্য এবং সংলাপ লিখেছেন সৌভিক দে । ছবির শুটিং শেষ হয়েছে সম্প্রতি । চলছে পোস্ট প্রোডাকশনের কাজ । কবে নাগাদ আসবে এই ছবি? সৌভিকের উত্তর, "সবদিক ঠিক থাকলে এপ্রিল নাগাদ মুক্তির সম্ভাবনা এই ছবির ।"