ETV Bharat / entertainment

New Drama Pakhi Pahar: ভিন্ন প্রেমের গল্প নিয়ে আসছে 'পাখি পাহাড়'

আগামী 4 ডিসেম্বর তপন থিয়েটারে মঞ্চস্থ হতে চলেছে নাটক 'নীল ছায়া'। পাশাপাশি 'স্বপ্নালু' ওই দিনই মঞ্চস্থ করবে আরও একটি নাটক, 'পাখি পাহাড়'(Premangshu New Drama)।

New Drama Pakhi Pahar
ভিন্ন প্রেমের গল্প নিয়ে আসছে 'পাখি পাহাড়'
author img

By

Published : Dec 3, 2022, 5:58 PM IST

কলকাতা, 3 ডিসেম্বর: আগামী 4 ডিসেম্বর তপন থিয়েটারে মঞ্চস্থ হতে চলেছে নাটক 'নীল ছায়া'। পাশাপাশি 'স্বপ্নালু' ওই দিনই মঞ্চস্থ করবে আরও একটি নাটক, 'পাখি পাহাড়'। এই নাটকটি দুই ভিন্ন ধর্মের প্রেমিক যুগলের গল্প বলে । এখানে ধর্ম একটি শব্দ মাত্র । ভালোবাসাই এই নাটকে আসল কথা ৷ ‘নীল ছায়া' নাটকে নাট্যকার যেমন তুলে ধরেন এক দুরন্ত প্রেমের আখ্য়ান ৷ এই নাটকটিও তার ব্যতিক্রম নয়( New Drama Pakhi Pahar) ৷

নাটকের গল্পের দিকে তাকালে দেখা যায়, এক পাহাড়ি মুসলিম ছেলের সঙ্গে পাখি নামের একটি মেয়ের ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে ( New Drama Pakhi Pahar is Coming Soon) । একদিন পাখি খুন হয় । পাখির প্রেমিক নজরুল পাখির স্মৃতির উদ্দেশ্যে পাখি পাহাড় বানাতে চায় ৷ যেখানে হাজার হাজার পাখি এসে বসবে । সেই স্বপ্ন কি সফল হবে নজরুলের? নাকি ঘটবে অন্যকিছু? জানা যাবে নাটকটি দেখলে(Premangshu New Drama) ।

4 ডিসেম্বর রবিবার সন্ধেতে তপন থিয়েটারে মঞ্চস্থ হবে 'পাখি পাহাড়'

আরও পড়ুন: নতুন প্রজন্ম আগ্রহ হারাচ্ছে শাস্ত্রীয় সঙ্গীতে, কী বলছেন শিল্পীরা?

একঝাঁক নতুন শিল্পী নিয়ে প্রেমাংশু রায় বানিয়েছেন এই নাটকটি । সবমিলিয়ে চল্লিশ মিনিটের এই নাটকে নজরুলের মতো একজন শিল্পমনস্ক যুবকের শিল্পীসত্ত্বা উঠে আসবে । সঙ্গে রয়েছে প্রেম এবং চিরবিচ্ছেদ । বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন উমা শেঠ, দেবনাথ ভুইয়াঁ, শুভেন্দু নন্দী-সহ আরও অনেকে। শুভেন্দু নন্দী রয়েছেন কথকের চরিত্রে । তিনিই বুঝিয়ে দেবেন কী ঘটছে নাটকে । 4 ডিসেম্বর রবিবার সন্ধেয় তপন থিয়েটারে মঞ্চস্থ হবে নাটকটি।

কলকাতা, 3 ডিসেম্বর: আগামী 4 ডিসেম্বর তপন থিয়েটারে মঞ্চস্থ হতে চলেছে নাটক 'নীল ছায়া'। পাশাপাশি 'স্বপ্নালু' ওই দিনই মঞ্চস্থ করবে আরও একটি নাটক, 'পাখি পাহাড়'। এই নাটকটি দুই ভিন্ন ধর্মের প্রেমিক যুগলের গল্প বলে । এখানে ধর্ম একটি শব্দ মাত্র । ভালোবাসাই এই নাটকে আসল কথা ৷ ‘নীল ছায়া' নাটকে নাট্যকার যেমন তুলে ধরেন এক দুরন্ত প্রেমের আখ্য়ান ৷ এই নাটকটিও তার ব্যতিক্রম নয়( New Drama Pakhi Pahar) ৷

নাটকের গল্পের দিকে তাকালে দেখা যায়, এক পাহাড়ি মুসলিম ছেলের সঙ্গে পাখি নামের একটি মেয়ের ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে ( New Drama Pakhi Pahar is Coming Soon) । একদিন পাখি খুন হয় । পাখির প্রেমিক নজরুল পাখির স্মৃতির উদ্দেশ্যে পাখি পাহাড় বানাতে চায় ৷ যেখানে হাজার হাজার পাখি এসে বসবে । সেই স্বপ্ন কি সফল হবে নজরুলের? নাকি ঘটবে অন্যকিছু? জানা যাবে নাটকটি দেখলে(Premangshu New Drama) ।

4 ডিসেম্বর রবিবার সন্ধেতে তপন থিয়েটারে মঞ্চস্থ হবে 'পাখি পাহাড়'

আরও পড়ুন: নতুন প্রজন্ম আগ্রহ হারাচ্ছে শাস্ত্রীয় সঙ্গীতে, কী বলছেন শিল্পীরা?

একঝাঁক নতুন শিল্পী নিয়ে প্রেমাংশু রায় বানিয়েছেন এই নাটকটি । সবমিলিয়ে চল্লিশ মিনিটের এই নাটকে নজরুলের মতো একজন শিল্পমনস্ক যুবকের শিল্পীসত্ত্বা উঠে আসবে । সঙ্গে রয়েছে প্রেম এবং চিরবিচ্ছেদ । বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন উমা শেঠ, দেবনাথ ভুইয়াঁ, শুভেন্দু নন্দী-সহ আরও অনেকে। শুভেন্দু নন্দী রয়েছেন কথকের চরিত্রে । তিনিই বুঝিয়ে দেবেন কী ঘটছে নাটকে । 4 ডিসেম্বর রবিবার সন্ধেয় তপন থিয়েটারে মঞ্চস্থ হবে নাটকটি।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.