ETV Bharat / entertainment

Vadh Official Trailer: হাজির হল সঞ্জয় মিশ্র-নীনা গুপ্তার নতুন ছবি 'বধ'-এর ট্রেলার - Neena Sanjay unveil Vadh official trailer

হাজির হল সঞ্জয় মিশ্র-নীনা গুপ্তার নতুন ছবি 'বধ'-এর ট্রেলার(Vadh Official Trailer) ৷ এবছর 9 ডিসেম্বর প্রেক্ষাগৃহে আসতে চলেছে এই ছবিটি ৷

Vadh Official Trailer
হাজির হল সঞ্জয় মিশ্র-নীনা গুপ্তার নতুন ছবি 'বধ'-এর ট্রেলার
author img

By

Published : Nov 23, 2022, 1:31 PM IST

মুম্বই, 23 নভেম্বর: হাজির হল সঞ্জয় মিশ্র-নীনা গুপ্তার নতুন ছবি 'বধ'-এর ট্রেলার ৷ মঙ্গলবার এই থ্রিলারটির যে ঝলক সামনে এনেছেন নির্মাতারা তা রীতিমতো ধাক্কা দিয়েছে দর্শকদের ৷ মঙ্গলবার ট্রেলারটি শেয়ার করে নীনা গুপ্তা লিখেছেন, "মিশ্র পরিবারের কাহিনি ততখানিও মধুর নয় ৷ হাজির বধ-এর ট্রেলার ৷" ছবিটি পরিচালনা করেছেন রাজীব বার্নওয়াল এবং জসপাল সিং সান্ধু । কাহিনিও তাঁদেরই লেখা(Neena Gupta Sanjay Mishra unveil Vadh official trailer) ৷

এই গল্পে রয়েছে খুন রহস্য় আর মনস্তাত্ত্বিক জটিলতার এক দারুণ মেলবন্ধন ৷ নীনা এবং সঞ্জয়ের অভিনয় এই ছোট্ট ঝলকই রীতিমতো আকর্ষণ করেছে দর্শকদের ৷ তাঁরা ছবির ট্রেলারটি শেয়ার করার পরপরই ভক্তরাও কমেন্টের বন্য়া বইয়ে দিয়েছেন ৷ গল্পের মূল কেন্দ্রে রয়েছে একটি অসহায় পরিবার ৷ অত্যাচারে নিষ্পেষিত হতে হতে একদিন অবশেষে সে রুখে দাঁড়ায় ৷ নিজের মতো খুঁজে বের করে তার সমাধানের পথ(Neena Sanjay unveil Vadh official trailer ) ৷

ট্রেলারটি শুরুর হয় সঞ্জয় মিশ্রর জবানি দিয়ে ৷ সেখানে তিনি পুলিশের সামনে স্বীকার করেন তিনি খুন করেছেন যদিও পুলিশ প্রথম তাঁর কথা বিশ্বাস করতে চায়নি ৷ কিন্তু পরে জানা যায়, এই ব্যক্তি সত্য়িই খুনি ৷ কিন্তু কেন সে বলে সে খুন করেনি বরং 'বধ' করেছে? ঠিক যেমন করে অত্যাচারী রাক্ষসদের বধ করেন দেবতারা ৷ তা জানতে হলে দেখতে হবে ছবিটি( Vadh official trailer Out) ৷

আরও পড়ুন: বড়দিনেই শুরু একেনের কলকাতা অভিযান, কী বলছেন কুশীলবরা?

এবছর 9 ডিসেম্বর প্রেক্ষাগৃহে আসতে চলেছে এই ছবিটি ৷ ছবিটি প্রযোজনা করেছে জে স্টুডিও এবং নেক্সট লেভেল প্রোডাকশন। এদিকে, সম্প্রতি মুক্তিপ্রাপ্ত 'উঁচাই' ছবিতে তাঁর অভিনয়ের জন্য নীনা বর্তমানে প্রশংসিত হচ্ছেন ৷ এই ছবিতে আরও অভিনয় করেছেন অমিতাভ বচ্চন, বোমান ইরানি এবং অনুপম খের । অন্যদিকে সঞ্জয় মিশ্রকে আগামীতে দেখা যাবে রোহিত শেট্টির 'সার্কাস' ছবিতে ৷ রণবীর সিং, পূজা হেগড়ে এবং জ্যাকলিন ফার্নান্দেজের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন তিনি ৷

মুম্বই, 23 নভেম্বর: হাজির হল সঞ্জয় মিশ্র-নীনা গুপ্তার নতুন ছবি 'বধ'-এর ট্রেলার ৷ মঙ্গলবার এই থ্রিলারটির যে ঝলক সামনে এনেছেন নির্মাতারা তা রীতিমতো ধাক্কা দিয়েছে দর্শকদের ৷ মঙ্গলবার ট্রেলারটি শেয়ার করে নীনা গুপ্তা লিখেছেন, "মিশ্র পরিবারের কাহিনি ততখানিও মধুর নয় ৷ হাজির বধ-এর ট্রেলার ৷" ছবিটি পরিচালনা করেছেন রাজীব বার্নওয়াল এবং জসপাল সিং সান্ধু । কাহিনিও তাঁদেরই লেখা(Neena Gupta Sanjay Mishra unveil Vadh official trailer) ৷

এই গল্পে রয়েছে খুন রহস্য় আর মনস্তাত্ত্বিক জটিলতার এক দারুণ মেলবন্ধন ৷ নীনা এবং সঞ্জয়ের অভিনয় এই ছোট্ট ঝলকই রীতিমতো আকর্ষণ করেছে দর্শকদের ৷ তাঁরা ছবির ট্রেলারটি শেয়ার করার পরপরই ভক্তরাও কমেন্টের বন্য়া বইয়ে দিয়েছেন ৷ গল্পের মূল কেন্দ্রে রয়েছে একটি অসহায় পরিবার ৷ অত্যাচারে নিষ্পেষিত হতে হতে একদিন অবশেষে সে রুখে দাঁড়ায় ৷ নিজের মতো খুঁজে বের করে তার সমাধানের পথ(Neena Sanjay unveil Vadh official trailer ) ৷

ট্রেলারটি শুরুর হয় সঞ্জয় মিশ্রর জবানি দিয়ে ৷ সেখানে তিনি পুলিশের সামনে স্বীকার করেন তিনি খুন করেছেন যদিও পুলিশ প্রথম তাঁর কথা বিশ্বাস করতে চায়নি ৷ কিন্তু পরে জানা যায়, এই ব্যক্তি সত্য়িই খুনি ৷ কিন্তু কেন সে বলে সে খুন করেনি বরং 'বধ' করেছে? ঠিক যেমন করে অত্যাচারী রাক্ষসদের বধ করেন দেবতারা ৷ তা জানতে হলে দেখতে হবে ছবিটি( Vadh official trailer Out) ৷

আরও পড়ুন: বড়দিনেই শুরু একেনের কলকাতা অভিযান, কী বলছেন কুশীলবরা?

এবছর 9 ডিসেম্বর প্রেক্ষাগৃহে আসতে চলেছে এই ছবিটি ৷ ছবিটি প্রযোজনা করেছে জে স্টুডিও এবং নেক্সট লেভেল প্রোডাকশন। এদিকে, সম্প্রতি মুক্তিপ্রাপ্ত 'উঁচাই' ছবিতে তাঁর অভিনয়ের জন্য নীনা বর্তমানে প্রশংসিত হচ্ছেন ৷ এই ছবিতে আরও অভিনয় করেছেন অমিতাভ বচ্চন, বোমান ইরানি এবং অনুপম খের । অন্যদিকে সঞ্জয় মিশ্রকে আগামীতে দেখা যাবে রোহিত শেট্টির 'সার্কাস' ছবিতে ৷ রণবীর সিং, পূজা হেগড়ে এবং জ্যাকলিন ফার্নান্দেজের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন তিনি ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.