হায়দরাবাদ, 10 এপ্রিল: ফের বিতর্কে জড়ালেন শাহরুখের নায়িকা নয়নতারা ৷ তামিলনাড়ুর একটি মন্দির থেকে সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডয়োতে তাঁকে দেখা গিয়েছে এক ফ্য়ানের উপর মেজাজ হারাতে ৷ আসলে দক্ষিণ ভারতের এই নায়িকা বারবার অনুরোধ করার পরও এক অনুরাগী মোবাইলে ভিডিয়ো শ্য়ুট করতেই থাকেন ৷ আর তাতেই মেজাজ হারান নায়িকা ৷
কয়েকদিন আগেই পরিচালক স্বামী বিগনেশ শিবানের সঙ্গে তামিলনাড়ুর কুম্বাকোনাম মন্দিরে গিয়েছিলেন অভিনেত্রী ৷ পাঙ্গুনি উথিরম উৎসব উপলক্ষে এই মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন তারকা দম্পতি । পরে আরও একটি মন্দিরে যান । সেখানেই এ ঘটনাটি ঘটে ৷ নয়নতারারকে দেখে উৎসাহিত জনতা তাঁদের ঘিরে ধরে ৷ কেউ কেউ তো ছবি তুলতেও শুরু করেন তাঁদের প্রিয় দুই তারকাদের সঙ্গে ৷
-
Romba cheap eecha character iva 💦
— Saala Nee Yaruda (@kamaleshjisettu) April 6, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
#WorstBehaviourNayanthara#Nayanthara pic.twitter.com/OFYhxRVPqc
">Romba cheap eecha character iva 💦
— Saala Nee Yaruda (@kamaleshjisettu) April 6, 2023
#WorstBehaviourNayanthara#Nayanthara pic.twitter.com/OFYhxRVPqcRomba cheap eecha character iva 💦
— Saala Nee Yaruda (@kamaleshjisettu) April 6, 2023
#WorstBehaviourNayanthara#Nayanthara pic.twitter.com/OFYhxRVPqc
যে ভিডিয়োটি সোশালে ভাইরাল হয়েছে সেখানে নয়নতারাকে একজন ব্য়ক্তির উপর মেজাজ হারাতে দেখা যায় ৷ তিনি বেশ রাগের সঙ্গেই বলে ওঠেন, "আর একবার করলে (ছবি তুললে) আমি তোমার ফোনটাই ভেঙে দেব" ৷ তাঁর এই বক্তব্য় এখন ভাইরাল সামাজিক মাধ্যমে ৷ আসলে নয়নতারা এত অনুরাগীদের মাঝে পড়ে বেশ চাপে ছিলেন ৷ তিনি তাঁর ভিডিয়ো শ্য়ুট করতে বারণ করেছিলেন ৷ এরপর অবশ্য় নয়নতারার সঙ্গে থাকা কর্মীরা এই ঘটনা সামাল দেওয়ার দায়িত্ব নেন ৷ তাঁদের ঘটনা সামনে আসার পর অবশ্য় দুই ভাগে ভাগ হয়ে গিয়েছে সোশাল মিডিয়া ৷ পাশপাশি এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি ইটিভি ভারত।
আরও পড়ুন: পরিবারের সঙ্গে ইস্টার উদযাপন করিনার, ছবি প্রকাশ্যে আসতেই আপ্লুত অনুরাগীরাও
আগামীতে নয়নতারাকে দেখা যাবে পরিচালক অ্যাটলি কুমারের 'জওয়ান' ছবিতে ৷ এই ছবিতে তিনি জুটি বাঁধতে চলেছেন বলিউডের বাদশাহের সঙ্গে ৷ কিং খানের নায়িকা কয়েক মাস আগেই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন ৷ সেই অনুষ্ঠানেও উপস্থিত ছিলেন শাহরুখ ৷ 'পাঠান' ছবির বিপুল সাফল্যের পর তাঁর নতুন ছবি 'জওয়ান' দেখার জন্য এখন মুখিয়ে আছেন সকলেই ৷ আর সেই ছবিতেই নায়িকা নয়নতারা ৷ ছবিটি মুক্তি পেতে চলেছে 2 জুন ৷ তার আগেই বিতর্কে জড়ালেন নায়িকা ।