ETV Bharat / entertainment

Nawazuddin Siddiqui: প্রাক্তন স্ত্রী ও ভাইয়ের বিরুদ্ধে 100 কোটির মানহানির মামলা নওয়াজের - 100 কোটির মানহানির মামলা নওয়াজের

প্রাক্তন স্ত্রী এবং ভাইয়ের বিরুদ্ধে 100 কোটি টাকার মানহানির মামলা দায়ের করলেন অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকী ৷ তাঁর বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগ মিথ্য়া বলেও দাবি করা হয়েছে মামলার বক্তব্যে (Nawazuddin 100 cr defamation suit against ex wife ) ৷

Nawazuddin Siddiqui
100 কোটির মানহানির মামলা করলেন নওয়াজ
author img

By

Published : Mar 27, 2023, 4:15 PM IST

মুম্বই, 27 মার্চ: বম্বে হাইকোর্টে প্রাক্তন স্ত্রী আলিয়া আলিয়াস জানিব সিদ্দিকী এবং ভাই শামসুদ্দিন সিদ্দিকীর বিরুদ্ধে 100 কোটি টাকার মামলা দায়ের করলেন নওয়াজউদ্দিন সিদ্দিকী ৷ তাঁর অভিযোগ তাঁর প্রাক্তন স্ত্রী এবং ভাই যে সমস্ত অভিযোগ এনেছেন, তা একেবারে ভিত্তিহীন এবং অত্যন্ত অবমাননাকর ৷ আগামী 30 মার্চ সিঙ্গল বেঞ্চে রয়েছে এই মামলার প্রথম শুনানি (Nawazuddin 100 cr defamation suit against ex wife )৷

নওয়াজ আদালতের কাছে অনুরোধ জানিয়েছেন, তাঁর ভাই এবং স্ত্রী যেন তাঁর বিরুদ্ধে মানহানিকর মন্তব্য় না-করেন ৷ একইসঙ্গে অভিনেতা এও জানিয়েছেন, তাঁর ভাই এবং স্ত্রীকে লিখিত ক্ষমাও চাইতে হবে ৷ নওয়াজের অভিযোগ অনুযায়ী, 2008 সালে তিনি শামসুদ্দিনকে তাঁর ম্যানেজার হিসেবে নিয়োগ করেন ৷ সমস্ত আর্থিক বিষয়গুলি দেখভালের দায়িত্ব তাঁর হাতেই ছিল ৷ কিন্তু শামসুদ্দিন তাঁর সঙ্গে প্রতারণা করেন ৷ এমনকী অভিনেতার টাকায় সম্পত্তিও কেনেন ৷ এই প্রতারণা একসময় ধরা পড়ে যায় ৷ আর তখন শামসুদ্দিন আলিয়াকে নওয়াজের বিরুদ্ধে অভিযোগ আনার জন্য প্ররোচনা দেন ৷

মামলায় আনা অভিযোগ আরও বলছেে, অভিনেতার প্রায় 21 কোটি টাকা অপব্যবহার করেছেন তাঁর ভাই এবং প্রাক্তন স্ত্রী ৷ শুধু তাই নয়, তিনি যখন তাঁর টাকা দাবি করতে যান তখন আলিয়া এবং তাঁর ভাই যোগসাজশ করে তাঁর বিরুদ্ধে এই ভিডিয়োগুলি আপলোড করেন ৷ প্রসঙ্গত, এর আগে আলিয়া তাঁর প্রাক্তন স্বামীর বিরুদ্ধে তাঁর সন্তানদের হেফাজত নেওয়ার জন্য় ক্ষমতার প্রয়োগ এবং ধর্ষণের অভিযোগ এনেছিলেন ৷ তাঁর এই অভিযোগ নিয়ে বেশ চর্চা শুরু হয়েছে বিভিন্ন মাধ্যমে ৷

আরও পড়ুন: অ্যাকশন হিরো লুকে জিৎ, মুক্তি পেল 'চেঙ্গিজ' এর প্রথম গান

এর আগে জনি ডিপ-অ্যাম্বার হার্ডের মানহানির মামলাও চর্চায় উঠে এসেছিল সংবাদ মাধ্য়মে ৷ ঠিক একইভাবে ধীরে ধীরে আরও তিক্ততার দিকে এগিয়ে চলেছে নওয়াজ-আলিয়ার সম্পর্ক ৷ এবার আগামিদিনে এই কেস কোনদিকে গড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের ৷

মুম্বই, 27 মার্চ: বম্বে হাইকোর্টে প্রাক্তন স্ত্রী আলিয়া আলিয়াস জানিব সিদ্দিকী এবং ভাই শামসুদ্দিন সিদ্দিকীর বিরুদ্ধে 100 কোটি টাকার মামলা দায়ের করলেন নওয়াজউদ্দিন সিদ্দিকী ৷ তাঁর অভিযোগ তাঁর প্রাক্তন স্ত্রী এবং ভাই যে সমস্ত অভিযোগ এনেছেন, তা একেবারে ভিত্তিহীন এবং অত্যন্ত অবমাননাকর ৷ আগামী 30 মার্চ সিঙ্গল বেঞ্চে রয়েছে এই মামলার প্রথম শুনানি (Nawazuddin 100 cr defamation suit against ex wife )৷

নওয়াজ আদালতের কাছে অনুরোধ জানিয়েছেন, তাঁর ভাই এবং স্ত্রী যেন তাঁর বিরুদ্ধে মানহানিকর মন্তব্য় না-করেন ৷ একইসঙ্গে অভিনেতা এও জানিয়েছেন, তাঁর ভাই এবং স্ত্রীকে লিখিত ক্ষমাও চাইতে হবে ৷ নওয়াজের অভিযোগ অনুযায়ী, 2008 সালে তিনি শামসুদ্দিনকে তাঁর ম্যানেজার হিসেবে নিয়োগ করেন ৷ সমস্ত আর্থিক বিষয়গুলি দেখভালের দায়িত্ব তাঁর হাতেই ছিল ৷ কিন্তু শামসুদ্দিন তাঁর সঙ্গে প্রতারণা করেন ৷ এমনকী অভিনেতার টাকায় সম্পত্তিও কেনেন ৷ এই প্রতারণা একসময় ধরা পড়ে যায় ৷ আর তখন শামসুদ্দিন আলিয়াকে নওয়াজের বিরুদ্ধে অভিযোগ আনার জন্য প্ররোচনা দেন ৷

মামলায় আনা অভিযোগ আরও বলছেে, অভিনেতার প্রায় 21 কোটি টাকা অপব্যবহার করেছেন তাঁর ভাই এবং প্রাক্তন স্ত্রী ৷ শুধু তাই নয়, তিনি যখন তাঁর টাকা দাবি করতে যান তখন আলিয়া এবং তাঁর ভাই যোগসাজশ করে তাঁর বিরুদ্ধে এই ভিডিয়োগুলি আপলোড করেন ৷ প্রসঙ্গত, এর আগে আলিয়া তাঁর প্রাক্তন স্বামীর বিরুদ্ধে তাঁর সন্তানদের হেফাজত নেওয়ার জন্য় ক্ষমতার প্রয়োগ এবং ধর্ষণের অভিযোগ এনেছিলেন ৷ তাঁর এই অভিযোগ নিয়ে বেশ চর্চা শুরু হয়েছে বিভিন্ন মাধ্যমে ৷

আরও পড়ুন: অ্যাকশন হিরো লুকে জিৎ, মুক্তি পেল 'চেঙ্গিজ' এর প্রথম গান

এর আগে জনি ডিপ-অ্যাম্বার হার্ডের মানহানির মামলাও চর্চায় উঠে এসেছিল সংবাদ মাধ্য়মে ৷ ঠিক একইভাবে ধীরে ধীরে আরও তিক্ততার দিকে এগিয়ে চলেছে নওয়াজ-আলিয়ার সম্পর্ক ৷ এবার আগামিদিনে এই কেস কোনদিকে গড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.