হায়দরাবাদ, 8 মে : আমির খানের 'লাল সিং চাড্ডা' নিশ্চয়ই দেখেছেন অনেকে ৷ সেখানে আমির অর্থাৎ লাল সিং-এর বন্ধু তথা সহকর্মী বেঞ্জামিন বাফোর্ড ব্লু বা বুব্বাকে মনে আছে? ছবিতে এই চরিত্রের জন্য মিশ্র প্রতিক্রিয়া পেয়েছিলেন নাগা চৈতন্য ৷ হ্যাঁ, এই ছবির হাত ধরেই বিটাউনে পা রেখেছিলেন নাগার্জুনার ছেলে নাগা চৈতন্য ৷ ছবি বক্সঅফিসে প্রত্যাশামতো ম্যাজিক দেখাতে না পারলেও, নিজের চরিত্র নিয়ে অখুশি নন নাগা ৷ সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনই জানিয়েছেন অবিনেতা ।
12 মে মুক্তির অপেক্ষায় ভেঙ্কট প্রভু পরিচালিত অ্যাকশন থ্রিলার ছবি 'কাস্টডি' ৷ তামিল ছবিতে প্রথমবার কাজ করতে চলেছেন নাগা ৷ ছবিতে অন্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন অরবিন্দ স্বামী, আর.সরথঠাকুর, কৃতি শেঠ্ঠী, প্রিয়মণি ও সম্পথ রাজ ৷ ছবিতে নাগার চরিত্রের নাম শিবা ৷ তিনি একজন কনস্টেবল ৷ স্বভাবতই ছবির প্রচারে ব্যস্ত কাস্টডির টিম ৷ এক সাংবাদিক সম্মেলনে নাগা চৈতন্যকে লাল সিং চাড্ডা নিয়ে প্রশ্ন করা হলে তিনি ছবির ব্যর্থতা নিয়ে মুখ খোলেন ৷ এমনকী এই নিয়ে তাঁর কোনও অনুশোচনা রয়েছে কি না, তাও জানতে চাওয়া হয়েছিল সাংবাদিক বৈঠকে ৷
সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্পষ্টবার্তা দেন নাগা ৷ তিনি জানিয়ে দেন, 'লাল সিং চাড্ডা'য় কাজ করা নিয়ে অনুশোচনা তো অনেক দূরের বিষয় ৷ বরং তিনি আমির খানের সঙ্গে কাজ করে অনেক মজা পেয়েছেন ৷ অনেক কিছু শিখেছেন ৷ তিনি বলেন, "আমি এই প্রোজেক্টে কাজ করেছি আমির স্যারের সঙ্গে থাকতে পারব বলে ৷ একজন অভিনেতা হিসেবে আমি মাত্র দুটো দিন তাঁর সঙ্গে কাটাতে চেয়েছিলাম শুধুমাত্র কাজ শিখব বলে ৷ মনে মনে সেটাই ঠিক করে রেখেছিলাম ৷ তাই ছবি করার ক্ষেত্রে আমি হ্যাঁ জানিয়ে দিই ৷ তারপরই আমি আমির স্যারের সঙ্গে 5-6 মাস কাজ করার সুযোগ পেয়েছি ৷"
তিনি আরও বলেন, "আমি প্রথমবার যখন চিত্রনাট্য পড়ি, তখন থেকেই এই চরিত্রটা আমার কাছের হয়ে গিয়েছিল ৷ আমির স্যার সৎভাবে কাজ করেন ৷ আমি সিম্পলি তাঁকে অনুসরণ করেছিলাম ৷ আর তাই এই কাজ করার জন্য আমার মধ্যে কোনও রকম অনুশোচনাবোধ নেই ৷ এটা দুঃখের যে ছবিটা বক্সঅফিসে ভালো ফল করেনি ৷ কিন্তু আমি এই ছবির শ্যুটিং করতে গিয়ে অনেক কিছু শিখেছি ৷ প্রফেশনালি ও পার্সোনালি আরও বেশি পরিণত হতে পেরেছি ৷"
আরও পড়ুন: চুল কেটে এ কী অবস্থা করেছেন অভিনেত্রী ! কীর্তির নতুন ভিডিয়ো দেখে অবাক নেটিজেনরা
প্রসঙ্গত, আমির খানের প্রিয় বন্ধু বুব্বার চরিত্রের জন্য প্রথমে অফার করা হয়েছিল বিজয় সেতুপতিকে৷ তিনি রাজি না হওয়ায়, এই চরিত্রের প্রস্তাব দেওয়া হয়েছিল নাগা চৈতন্যকে ৷ 'লাল সিং চাড্ডা' পরিচালনায় ছিলেন অদ্বৈত চন্দন ৷ 200 কোটি টাকা খরচ করে এই ছবি তৈরি হলেও বক্সঅফিস কালেকশন ছিল মাত্র 50 কোটি টাকা ৷