ETV Bharat / entertainment

Urfi Javed: মুম্বই পুলিশের বদনাম ! দায়ের একাধিক অভিযোগ, সত্যিই কি গ্রেফতার হবেন উরফি? - mumbai police booked fir against Urfi

Defaming Mumbai Police: চিপ পাবলিসিটির জন্য মুম্বই পুলিশকে বদনাম করা হয়েছে ৷ এই মর্মে একাধিক অভিযোগ দায়ের হয়েছে উরফি জাভেদের বিরুদ্ধে ৷ সত্যিই কি গ্রেফতার হতে পারেন মডেল ?

Etv Bharat
উরফি জাভেদের বিরুদ্ধে অভিযোগ দায়ের
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 4, 2023, 12:10 PM IST

Updated : Nov 4, 2023, 12:28 PM IST

মুম্বই, 4 নভেম্বর: শুক্রবার নকল গ্রেফতারির ভিডিয়ো প্রকাশ্যে এনে খবরের শিরোনামে উঠে আসেন মডেল উরফি জাভেদ ৷ তবে তাঁর এই কাজের জন্য মুম্বই পুলিশ বিগ বস এবং ওটিটি খ্যাত প্রতিযোগী উরফির বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে ৷ পুলিশের ভাবমূর্তি নষ্ট করার অভিযোগে উরফির বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানা গিয়েছে ৷

মুম্বই পুলিশ সোশাল হ্যান্ডেল এক্স (টুইটার)-এ লিখেছে, "চিপ পাবলিসিটির জন্য কেউ আইন ভাঙতে পারেন না ৷ এক মহিলাকে মুম্বই পুলিশ গ্রেফতার হয়েছে, সেই ভিডিয়ো ভাইরাল হয়েছে ৷ এই ঘটনা সত্যি নয় ৷ পুলিশের পোশাকে অপব্যবহার হয়েছে ৷" এরপরেই উরফির বিরুদ্ধে মামলা দায়ের করে মুম্বই পুলিশ ৷ ওশিয়ারা পুলিশ স্টেশনে ভারতীয় দণ্ডবিধির 171, 419, 500 ও 34 নম্বর ধারায় এফআইআর দায়ের করা হয়েছে ৷

পাশাপাশি, যিনি নকল পুলিশ সেজেছিলেন তাঁকে গ্রেফতার করা হয়েছে ৷ গাড়িটিও বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানা গিয়েছে ৷ এক্স-এর পাশাপাশি ইন্সটাগ্রামেও এই তথ্য তুলে ধরেছে মুম্বই পুলিশ ৷ এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, সকাল 7টা নাগাদ উরফি জাভেদ, দুজন মহিলা ও পুরুষের সঙ্গে পুলিশের পোশাক পরে রিলস বানান ৷ অনেকেই এই ভিডিয়ো দেখে ভাবেন সত্যি সত্যিই মুম্বই পুলিশ উরফিকে গ্রেফতার করেছে ৷ এরপরই উরফির বিরুদ্ধে এইআইআর করা হয়েছে ৷

শুক্রবার সকালে একটি ভিডিয়ো ভাইরাল হতেই আলোচনার শিরোনামে চলে আসেন মডেল ৷ ভিডিয়োতে দেখা যায়, মুম্বই পুলিশের পোশাক পরে দুই লেডি কনস্টেবল কফি শপ থেকে উরফিকে তুলে নিয়ে যান ৷ শোনা যায় তাঁদের কথোপকথনও ৷ নকল লেডি পুলিশদের বলতে শোনা যায়, উরফি কেন ছোট ছোট পোশাক পরে রাস্তায় বেরন ৷ তাতে মডেল জবাব দেন, তাঁর ইচ্ছা মতো পোশাক নির্বাচন করতেই পারেন ৷ তাতে নকল দুই লেডি পুলিশ বলেন, যা বলার থানায় গিয়ে বলতে হবে ৷ এরপর একটি গাড়িতে উঠতে দেখা যায় তাঁদের ৷ সেই ভিডিয়ো প্রকাশ্যে আসতে সেটি প্র্যাঙ্ক না সত্যি করের গ্রেফতার হলেন উরফি, বোঝা যাচ্ছিল না ৷ তাই অনুরাগীরাও চিন্তিত হয়ে পড়েন ৷

  • स्वस्त प्रसिद्धीसाठी, कायद्याचे उल्लंघन करू शकत नाही!

    मुंबई पोलिसांनी एका महिलेला अश्लीलतेच्या प्रकरणात अटक केल्याचा एक व्हायरल व्हिडिओ खरा नाही-सन्मानचिन्ह आणि गणवेशाचा गैरवापर करण्यात आला आहे.

    तथापि, दिशाभूल करणार्‍या व्हिडिओमध्ये सामील असलेल्यांविरूद्ध, ओशिवरा पोलिस ठाणे…

    — मुंबई पोलीस - Mumbai Police (@MumbaiPolice) November 3, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: মুম্বই পুলিশের হাতে গ্রেফতার উরফি ? ভাইরাল ভিডিয়ো ঘিরে সন্দিহান নেটপাড়া

ঘটনাটি পরিষ্কার হয় আরও পরের দিকে ৷ উরফির নতুন একটি ভিডিয়ো সোশাল হ্যান্ডেলে আসে ৷ কোনও একটি থানার মতো দেখতে সেটে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে ফ্যাশনেবল পোশাকে উরফিকে বসে থাকতে দেখা যায় ৷ ক্যাপশনে তিনি লেখেন, "ফ্যাশন পুলিশ আমাকে গ্রেফতার করেছে ৷ কিন্তু কোনও কিছুই আমাকে আটকাতে পারবে না ৷ ফ্রিকিন উরফিকেশন নামে আমার নতুন কালেকশন লঞ্চের ঘোষণা করছি ৷ সিজলিং স্টাইলের জন্য তৈরি থাকুন ৷" আপাতত মুম্বই পুলিশের মুখোমুখি হওয়ার জন্য তৈরি হচ্ছেন বিতর্কিত মডেল উরফি জাভেদ ৷ এই ধরনের অপরাধের জন্য এবার সত্যিই কি তিনি জেলে যাবেন ? সেটাই এখন দেখার ৷

মুম্বই, 4 নভেম্বর: শুক্রবার নকল গ্রেফতারির ভিডিয়ো প্রকাশ্যে এনে খবরের শিরোনামে উঠে আসেন মডেল উরফি জাভেদ ৷ তবে তাঁর এই কাজের জন্য মুম্বই পুলিশ বিগ বস এবং ওটিটি খ্যাত প্রতিযোগী উরফির বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে ৷ পুলিশের ভাবমূর্তি নষ্ট করার অভিযোগে উরফির বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানা গিয়েছে ৷

মুম্বই পুলিশ সোশাল হ্যান্ডেল এক্স (টুইটার)-এ লিখেছে, "চিপ পাবলিসিটির জন্য কেউ আইন ভাঙতে পারেন না ৷ এক মহিলাকে মুম্বই পুলিশ গ্রেফতার হয়েছে, সেই ভিডিয়ো ভাইরাল হয়েছে ৷ এই ঘটনা সত্যি নয় ৷ পুলিশের পোশাকে অপব্যবহার হয়েছে ৷" এরপরেই উরফির বিরুদ্ধে মামলা দায়ের করে মুম্বই পুলিশ ৷ ওশিয়ারা পুলিশ স্টেশনে ভারতীয় দণ্ডবিধির 171, 419, 500 ও 34 নম্বর ধারায় এফআইআর দায়ের করা হয়েছে ৷

পাশাপাশি, যিনি নকল পুলিশ সেজেছিলেন তাঁকে গ্রেফতার করা হয়েছে ৷ গাড়িটিও বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানা গিয়েছে ৷ এক্স-এর পাশাপাশি ইন্সটাগ্রামেও এই তথ্য তুলে ধরেছে মুম্বই পুলিশ ৷ এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, সকাল 7টা নাগাদ উরফি জাভেদ, দুজন মহিলা ও পুরুষের সঙ্গে পুলিশের পোশাক পরে রিলস বানান ৷ অনেকেই এই ভিডিয়ো দেখে ভাবেন সত্যি সত্যিই মুম্বই পুলিশ উরফিকে গ্রেফতার করেছে ৷ এরপরই উরফির বিরুদ্ধে এইআইআর করা হয়েছে ৷

শুক্রবার সকালে একটি ভিডিয়ো ভাইরাল হতেই আলোচনার শিরোনামে চলে আসেন মডেল ৷ ভিডিয়োতে দেখা যায়, মুম্বই পুলিশের পোশাক পরে দুই লেডি কনস্টেবল কফি শপ থেকে উরফিকে তুলে নিয়ে যান ৷ শোনা যায় তাঁদের কথোপকথনও ৷ নকল লেডি পুলিশদের বলতে শোনা যায়, উরফি কেন ছোট ছোট পোশাক পরে রাস্তায় বেরন ৷ তাতে মডেল জবাব দেন, তাঁর ইচ্ছা মতো পোশাক নির্বাচন করতেই পারেন ৷ তাতে নকল দুই লেডি পুলিশ বলেন, যা বলার থানায় গিয়ে বলতে হবে ৷ এরপর একটি গাড়িতে উঠতে দেখা যায় তাঁদের ৷ সেই ভিডিয়ো প্রকাশ্যে আসতে সেটি প্র্যাঙ্ক না সত্যি করের গ্রেফতার হলেন উরফি, বোঝা যাচ্ছিল না ৷ তাই অনুরাগীরাও চিন্তিত হয়ে পড়েন ৷

  • स्वस्त प्रसिद्धीसाठी, कायद्याचे उल्लंघन करू शकत नाही!

    मुंबई पोलिसांनी एका महिलेला अश्लीलतेच्या प्रकरणात अटक केल्याचा एक व्हायरल व्हिडिओ खरा नाही-सन्मानचिन्ह आणि गणवेशाचा गैरवापर करण्यात आला आहे.

    तथापि, दिशाभूल करणार्‍या व्हिडिओमध्ये सामील असलेल्यांविरूद्ध, ओशिवरा पोलिस ठाणे…

    — मुंबई पोलीस - Mumbai Police (@MumbaiPolice) November 3, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: মুম্বই পুলিশের হাতে গ্রেফতার উরফি ? ভাইরাল ভিডিয়ো ঘিরে সন্দিহান নেটপাড়া

ঘটনাটি পরিষ্কার হয় আরও পরের দিকে ৷ উরফির নতুন একটি ভিডিয়ো সোশাল হ্যান্ডেলে আসে ৷ কোনও একটি থানার মতো দেখতে সেটে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে ফ্যাশনেবল পোশাকে উরফিকে বসে থাকতে দেখা যায় ৷ ক্যাপশনে তিনি লেখেন, "ফ্যাশন পুলিশ আমাকে গ্রেফতার করেছে ৷ কিন্তু কোনও কিছুই আমাকে আটকাতে পারবে না ৷ ফ্রিকিন উরফিকেশন নামে আমার নতুন কালেকশন লঞ্চের ঘোষণা করছি ৷ সিজলিং স্টাইলের জন্য তৈরি থাকুন ৷" আপাতত মুম্বই পুলিশের মুখোমুখি হওয়ার জন্য তৈরি হচ্ছেন বিতর্কিত মডেল উরফি জাভেদ ৷ এই ধরনের অপরাধের জন্য এবার সত্যিই কি তিনি জেলে যাবেন ? সেটাই এখন দেখার ৷

Last Updated : Nov 4, 2023, 12:28 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.