কলকাতা, 18 মার্চ: প্রথম দিনেই আলোচনার শীর্ষে উঠে এসেছে রানি মুখোপাধ্য়ায়, অনির্বাণ ভট্টার্চার্যের নতুন ছবি 'মিসেস চ্য়াটার্জি ভার্সেস নরওয়ে' ৷ নরওয়ে ওয়েলফেয়ার সোসাইটি বাঙালি দম্পতির কাছ থেকে আইনের অজুহাতে কীভাবে ছিনিয়ে নেয় তাঁদের সন্তানকে, ছবিতে উঠে এসেছে সেই কাহিনি ৷ এক মায়ের চরিত্রে রানি নিজেকে অন্য উচ্চতায় তুলে নিয়ে গিয়েছেন ৷ বাঙালি মায়ের লড়াইকে পর্দায় যেভাবে তুলে ধরেছেন অভিনেত্রী তা তাবড় সিনে সমালোচকদের চোখেও জল এনে দিয়েছে ৷ এবার জানা গেল প্রথম দিনে বক্স অফিসেও ভালোই ব্যবসা করেছে অসীমা ছিব্বরের এই ছবি ৷
নির্মাতা জি স্টুডিয়োর দেওয়া পরিসংখ্যান অনুযায়ী সারা ভারতে প্রথমদিনে এই ছবি আয় করেছে 1.27 কোটি টাকা (Mrs Chatterjee vs Norway Box office Collection)৷ ছবির অন্যতম প্রধান অভিনেতা অনির্বাণ নিজেই শেয়ার করেছেন বক্স অফিস কালেকশনের রিপোর্ট কার্ড ৷ বলিউডে তাঁর অভিষেক হল এই ছবির হাত ধরে ৷ প্রথম ছবিতেই তাঁকে দেখা গেল নেগেটিভ চরিত্রে ৷ তিনি স্ত্রীর গায়ে হাতও তোলেন এই ছবিতে ৷ আবার পালটা তাঁকে থাপ্পড় মারার দৃশ্য়ে আদতে যেন পুরুষতন্ত্রের গালেই সপাটে থাপ্পড় কষান রানি ৷
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
সিনেমার শুরু থেকে শেষ পর্যন্ত রানি যেন নিজের ভিতরে লড়ে গিয়েছেন মা হয়ে ওঠার লড়াই ৷ একসময় সিনেমার শেষ দৃশ্য়ে তাই তিনি বলেই ওঠেন, তিনি ভালো মা নাকি খারাপ মা তা তিনি জানেন না তবে এটুকু ঠিক যে তিনি মা ৷ রানির এই অভিনয়ের পাশে মিঠু চক্রবর্তী, সৌম্য় মুখোপাধ্য়ায়, নীনা গুপ্তা কিংবা গৌরি কাউকেই তেমন আলাদা করে চোখে পড়েনি ৷ তবে একথা ঠিক যে সুস্বাদু রান্নায় যেমন সমস্ত মশলার পরিমাণ ঠিক থাকা জরুরি তেমনই এই ছবিতেও বাকিদের অভিনয় ছিল মার্জিত এবং পরিমিত ৷ আর এই পরিমিতি বোধই নজর কেড়েছে সকলের ৷
আরও পডুন: বিয়ের পর প্রথম জন্মদিন, স্বামীকে মিষ্টি শুভেচ্ছা হংসিকার
বাঙালি মা সাগরিকাকে এখানে যেভাবে ফুটিয়ে তোলা হয়েছে তাতে নরওয়ের পক্ষ থেকে কিছুটা আপত্তি উঠেছে ঠিকই তবে সাগরিকা তার জবাবও দিয়েছেন ৷ বিভিন্ন সংবাদমাধ্য়মের রিপোর্ট বলছে এই ছবির বাজেট প্রায় 40 কোটি ৷ সেখানে প্রথম দিনের আয় কতটা আশা জাগায় সেটাই দেখার ৷ প্রায় 1045টি স্ক্রিনে বিশ্ব জুড়ে মুক্তি পেয়েছে এই ছবি ৷