মুম্বই, 14 জুন : বহুচর্চিত 'ব্রহ্মাস্ত্র'-র অপেক্ষায় দিন গুনছেন আলিয়া-রণবীরের ভক্তকুল ৷ সম্প্রতি প্রকাশিত টিজারের পর সামনে এল মোশন পোস্টার ৷ সদ্যবিবাহিত রণলিয়া জুটি ছাড়াও এর অন্যতম আকর্ষণ টেলি তারকা মৌনি রায় ৷ তাঁর চরিত্রের ফার্স্ট লুকের আভাস মিলল (Mouni Roy as Mysterious Queen of Darkness) পোস্টারে ৷
অয়ন মুখোপাধ্য়ায় পরিচালিত এই ছবির ট্রেলার মুক্তি পাবে আগামিকাল ৷ তার আগে পোস্টারে মৌনির ছবি কী বলছে ? পোস্টারটি শেয়ার করে প্রযোজক করণ জোহর লিখেছেন, "সবাইকে নিজের বশীভূত করে নাও...আঁধারের রানি...ব্রহ্মাস্ত্র হাতে পেতে তৎপর হয়ে উঠেছে..." ৷ এরপর আলাদা করে বলতে হবে না যে আলিয়া-রণবীরের বিপরীতে টেলি তারকা ডার্ক বা নেগেটিভ চরিত্রে ৷
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
এর আগে অমিতাভ বচ্চন, নাগার্জুন, রণবীর কাপুর এবং মৌনি রায়- সকলেরই দেখা মিলেছিল টিজারে ৷ ভিডিয়োতে জানানো হয়েছিল, ছবির ট্রেলার আসবে 15 জুন (Brahmastra Trailer Will Out on 15th June ) ৷ আলিয়া ভিডিয়োর ক্যাপশনে লিখেছিলেন, "আর মাত্র 100 দিনের মধ্যেই ব্রহ্মাস্ত্র : পার্ট ওয়ান আপনাদের ! ট্রেলার মুক্তি পাচ্ছে 15 জুন ৷"
আরও পড়ুন : 'তিরন্দাজ শবর'-এ সাফল্যের রেশ ধরে জীবনানন্দের বায়োপিকে কাজের সুযোগ, আপ্লুত শুভশ্রী
প্রসঙ্গত উল্লেখ্য, বিয়ের ঠিক আগে বলি কাপল রণবীর-আলিয়ার অভিনীত এই সিনেমার কয়েকটি দৃশ্যের শ্যুটিং হয়েছিল বারাণসীতে ৷ গঙ্গার ঘাটে তাঁদের দু'জনের একটি ভিডিয়োও ভাইরাল হয়েছিল ৷ শ্যুটিং শেষে রণলিয়ার সঙ্গে পরিচালক অয়ন মুখোপাধ্যায় কাশীর মন্দিরেও গিয়েছিলেন ৷ সিনেমার পর্দায় 'ব্রহ্মাস্ত্র' ? 9 সেপ্টেম্বর ৷