ETV Bharat / entertainment

Mission Raniganj: যশবন্ত গিলের বেশে খনি শ্রনিকদের ত্রাতা হয়ে হাজির অক্ষয়, মুক্তি পেল 'মিশন রানিগঞ্জ'র ট্রেলার - entertainment

মুক্তি পেল অক্ষয় কুমারের নতুন ছবি 'মিশন রানিগঞ্জ: দ্য গ্রেট ভারত রেসকিউ'-এর ট্রেলার ৷ এই ছবিতে ইঞ্জিনিয়র যশবন্ত সিং গিলের চরিত্রে দেখা যাবে অভিনেতাকে ৷ আগামী 6 অক্টোবর মুক্তি পেতে চলেছে এই ছবি ৷

Mission Raniganj trailer
মিশন রানিগঞ্জ ছবির ট্রেলার
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 25, 2023, 6:03 PM IST

হায়দরাবাদ, 25 সেপ্টেম্বর: অক্ষয়ের সাম্প্রতিক ছবি 'ও মাই গড 2'-এর সাফল্যের পর তাঁর আগামী ছবি কেমন হতে চলেছে তা জানার জন্য়ই এখন অপেক্ষায় অনুরাগীরা ৷ কমেডির রাজা হিসাবেই পরিচিত অক্ষয় কুমার ৷ তবে সিরিয়াস কোনও চরিত্রেও যে তিনি নিজেকে মেলে ধরতে পারেন তার প্রমাণ মিলেছে 'ওএমজি 2' ছবিতেই ৷ আবারও একটি গুরুত্বপূর্ণ চরিত্র পর্দায় ফুটিয়ে তুলবেন অক্ষয় ৷ ছবির নাম 'মিশন রানিগঞ্জ: দ্য গ্রেট ভারত রেসকিউ' ৷ ছবিতে তাঁকে দেখা যাবে ইঞ্জিনিয়র যশবন্ত সিং গিলের চরিত্রে ৷ যাঁর জন্য প্রাণে বেঁচে গিয়েছিলেন কয়লা খনির গহ্বরে আটকে পরা 70-75 জন শ্রমিক ৷ সেই নিয়েই তৈরি এই ছবি ৷ সোমবার মুক্তি পেল ছবির ট্রেলার ৷

টিনু সুরেশ দেশাই পরিচালিত এই ছবিতে অক্ষয়ের স্ত্রী'র চরিত্রে দেখা যাবে সদ্য বিবাহিতা অভিনেত্রী পরিণীতি চোপড়াকে ৷ এদিন ছবির ট্রেলার শেয়ার করে অক্ষয় লেখেন, "সর্দার যশবন্ত সিং গিলজি এই ট্রেলারটি আপনার স্মৃতিতে আর আপনার সাহসিকতাকে স্মরণ করে সমর্পিত করলাম ৷ আপনার সাহসিকতাকে সেলাম ৷"

1989 সালে নভেম্বর মাসে রানিগঞ্জের মহাবীর কয়লা খনিতে এক ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে ৷ ভুলবশত মাইনিংয়ের ফলে খনিতে আটকে পরেন প্রায় 70-75 জন মানুষ ৷ পাশের দেওয়াল ফেটে গিয়ে জল ঢুকে যায় খনিতে ৷ আর সেই স্রোতে বেশকিছু শ্রমিক ভেসেও যান ৷ কিন্তু যারা প্রাণে বেঁচে যান তাঁদের কী করে বাইরে আনা যাবে সেটাই হয়ে দাঁড়ায় বড় উদ্বেগের বিষয় ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

আরও পড়ুন: 'ব্যাক টু ব্যাক' 1000 কোটির ব্লকবাস্টার! আর কতটা পথ পেরোলে ইতিহাস গড়বেন বাদশা?

বুদ্ধি দিয়ে সেই বিরাট সমস্যারই সমাধান করেন যশবন্ত সিং গিল ৷ ফলতো বেশকিছু শ্রমিকের প্রাণ বেঁচে যায় ৷ সেই কাহিনিই তুলে ধরবে এই ছবি ৷ এর আগে টিনু সুরেশ দেশাইয়ের সঙ্গে অক্ষয় কাজ করেছেন 'রুস্তম' ছবিতে ৷ আর এবার তাঁরা জুটি বাঁধছেন 'মিশন রানিগঞ্জ: দ্য গ্রেট ভারত রেসকিউ' ছবি ৷ এই ছবি মুক্তি পেতে চলেছে আগামী 6 অক্টোবর ৷

হায়দরাবাদ, 25 সেপ্টেম্বর: অক্ষয়ের সাম্প্রতিক ছবি 'ও মাই গড 2'-এর সাফল্যের পর তাঁর আগামী ছবি কেমন হতে চলেছে তা জানার জন্য়ই এখন অপেক্ষায় অনুরাগীরা ৷ কমেডির রাজা হিসাবেই পরিচিত অক্ষয় কুমার ৷ তবে সিরিয়াস কোনও চরিত্রেও যে তিনি নিজেকে মেলে ধরতে পারেন তার প্রমাণ মিলেছে 'ওএমজি 2' ছবিতেই ৷ আবারও একটি গুরুত্বপূর্ণ চরিত্র পর্দায় ফুটিয়ে তুলবেন অক্ষয় ৷ ছবির নাম 'মিশন রানিগঞ্জ: দ্য গ্রেট ভারত রেসকিউ' ৷ ছবিতে তাঁকে দেখা যাবে ইঞ্জিনিয়র যশবন্ত সিং গিলের চরিত্রে ৷ যাঁর জন্য প্রাণে বেঁচে গিয়েছিলেন কয়লা খনির গহ্বরে আটকে পরা 70-75 জন শ্রমিক ৷ সেই নিয়েই তৈরি এই ছবি ৷ সোমবার মুক্তি পেল ছবির ট্রেলার ৷

টিনু সুরেশ দেশাই পরিচালিত এই ছবিতে অক্ষয়ের স্ত্রী'র চরিত্রে দেখা যাবে সদ্য বিবাহিতা অভিনেত্রী পরিণীতি চোপড়াকে ৷ এদিন ছবির ট্রেলার শেয়ার করে অক্ষয় লেখেন, "সর্দার যশবন্ত সিং গিলজি এই ট্রেলারটি আপনার স্মৃতিতে আর আপনার সাহসিকতাকে স্মরণ করে সমর্পিত করলাম ৷ আপনার সাহসিকতাকে সেলাম ৷"

1989 সালে নভেম্বর মাসে রানিগঞ্জের মহাবীর কয়লা খনিতে এক ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে ৷ ভুলবশত মাইনিংয়ের ফলে খনিতে আটকে পরেন প্রায় 70-75 জন মানুষ ৷ পাশের দেওয়াল ফেটে গিয়ে জল ঢুকে যায় খনিতে ৷ আর সেই স্রোতে বেশকিছু শ্রমিক ভেসেও যান ৷ কিন্তু যারা প্রাণে বেঁচে যান তাঁদের কী করে বাইরে আনা যাবে সেটাই হয়ে দাঁড়ায় বড় উদ্বেগের বিষয় ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

আরও পড়ুন: 'ব্যাক টু ব্যাক' 1000 কোটির ব্লকবাস্টার! আর কতটা পথ পেরোলে ইতিহাস গড়বেন বাদশা?

বুদ্ধি দিয়ে সেই বিরাট সমস্যারই সমাধান করেন যশবন্ত সিং গিল ৷ ফলতো বেশকিছু শ্রমিকের প্রাণ বেঁচে যায় ৷ সেই কাহিনিই তুলে ধরবে এই ছবি ৷ এর আগে টিনু সুরেশ দেশাইয়ের সঙ্গে অক্ষয় কাজ করেছেন 'রুস্তম' ছবিতে ৷ আর এবার তাঁরা জুটি বাঁধছেন 'মিশন রানিগঞ্জ: দ্য গ্রেট ভারত রেসকিউ' ছবি ৷ এই ছবি মুক্তি পেতে চলেছে আগামী 6 অক্টোবর ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.