ETV Bharat / entertainment

Shweta on SSR: 'আমি জানি তুই আমারই অংশ', সুশান্তের মৃত্যু বার্ষিকীতে আবেগে ভাসলেন দিদি শ্বেতা - sushant singh rajputs favourite books

সুশান্ত সিং রাজপুতের তৃতীয় মৃত্যুবার্ষিকীতে আবেগী হয়ে পড়লেন দিদি শ্বেতা ৷ শেয়ার করলেন ভাইয়ের সঙ্গে তাঁর পুরোনো ছবি ৷

Shweta on SSR
সুশান্তের মৃত্যু বার্ষিকীতে তাঁকে স্মরণ করলেন দিদি শ্বেতা
author img

By

Published : Jun 14, 2023, 11:25 AM IST

হায়দরাবাদ, 14 জুন: সুশান্তকে হারানোর তিন বছর পার ৷ বুধবার অভিনেতা সুশান্ত সিং রাজপুতের তৃতীয় মৃত্যুবার্ষিকীতে তাঁকে স্মরণ করে আবেগে ভাসলেন দিদি শ্বেতা সিং কীর্তি ৷ বুধবার অভিনেতার একটি পুরোনো ছবি শেয়ার করে স্মৃতিতে ডুব দিলেন দিদি ৷ 2020 সালে আজকের দিনেই মৃত্যু হয় অভিনেতার ৷ আত্মহত্যা করেন অভিনেতা ৷ যদিও তাঁর এই অকাল প্রয়াণ নিয়ে কম জলঘোলা হয়নি ৷ তাঁকে খুন করা হয়ে থাকতে পারে এমন কথাও শোনা গিয়েছিল। তবে তদন্তে তা প্রমাণ হয়নি।

এদিন ভাইয়ের কথা স্মরণ করে তিনি লেখেন, "ভালোবাসা ভাই ৷ আর স্যালুট তোর বুদ্ধিমত্তাকে ৷ প্রতিটা মুহূর্তে তোকে মিস করি ৷ কিন্তু আমি জানি আমারই একটা অংশ হয়ে আজও রয়ে গিয়েছিস তুই ৷ আমার নিঃশ্বাস প্রশ্বাসের মতোই হয়ে গিয়েছিস ৷ ওর ভালো লাগার কয়েকটা বইয়ের কথা শেয়ার করছি ৷ আসুন তার মতো হয়েই বেঁচে থাকা যাক ৷" সুশান্ত মরেনি, আমরাই সুশান্ত এই দু'টি হ্যাশট্যাগও এদিন শেয়ার করেছেন তিনি ৷

  • Love you Bhai, and salute to your intelligence. I miss you every moment. But I know you are a part of me now.... You have become as integral as my breath. Sharing a few nooks recommended by him. Let's live him by being him. #SushantIsAlive #WeAreSushant pic.twitter.com/gNt4h8msXu

    — Shweta Singh Kirti (@shwetasinghkirt) June 14, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

সুশান্তের অনুরাগীরা আজও তাঁকে কতখানি ভালোবাসেন তা ফের একবার টের পাওয়া গেল বুধবার ৷ দিদি শ্বেতার পোস্টের নীচেও সুশান্তের ফ্যানেরা কমেন্টে ভরিয়ে দিলেন ৷ কেউ লিখলেন, "এটা সত্যিই দারুণ ছবি দিদি ৷ হ্যাঁ আমাদেরই ওঁকে বাঁচিয়ে রাখতে হবে ৷ উনি কোথাও চলে যাননি ৷ উনি লক্ষ লক্ষ মানুষের হৃদয়ে রয়ে গিয়েছেন ৷ তাঁর সবচেয়ে বড় গুণ হল কোনওদিন কারও জন্য় একটা খারাপ শব্দ উচ্চারণ করেননি তিনি ৷ না কারও খারাপ চেয়েছেন ৷ তাই আজও এতো মানুষ তাঁর জন্য় লড়ছেন ৷"

আরও পড়ুন: পরিস্থিতির প্যাঁচে পড়ে নাচতে হবে 'ডুগডুগি'র তালে, চরিত্র নিয়ে অকপট অনির্বাণ

আর একজন ফ্যান লেখেন, "কিংবদন্তির মৃত্য়ু হয় না ৷ 14 জুন একটা কালো দিন ৷" সুশান্ত সিং রাজপুত পর্দায় উপহার দিয়েছেন একের পর এক দারুণ ছবি ৷ 'কাই পো চে', 'কেদারনাথ', 'এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি' থেকে শুরু করে 'দিল বেচারা' পর্যন্ত একের পর এক ছবি দিয়ে তিনি জয় করে নিয়েছেন অনুরাগীদের মন ৷

হায়দরাবাদ, 14 জুন: সুশান্তকে হারানোর তিন বছর পার ৷ বুধবার অভিনেতা সুশান্ত সিং রাজপুতের তৃতীয় মৃত্যুবার্ষিকীতে তাঁকে স্মরণ করে আবেগে ভাসলেন দিদি শ্বেতা সিং কীর্তি ৷ বুধবার অভিনেতার একটি পুরোনো ছবি শেয়ার করে স্মৃতিতে ডুব দিলেন দিদি ৷ 2020 সালে আজকের দিনেই মৃত্যু হয় অভিনেতার ৷ আত্মহত্যা করেন অভিনেতা ৷ যদিও তাঁর এই অকাল প্রয়াণ নিয়ে কম জলঘোলা হয়নি ৷ তাঁকে খুন করা হয়ে থাকতে পারে এমন কথাও শোনা গিয়েছিল। তবে তদন্তে তা প্রমাণ হয়নি।

এদিন ভাইয়ের কথা স্মরণ করে তিনি লেখেন, "ভালোবাসা ভাই ৷ আর স্যালুট তোর বুদ্ধিমত্তাকে ৷ প্রতিটা মুহূর্তে তোকে মিস করি ৷ কিন্তু আমি জানি আমারই একটা অংশ হয়ে আজও রয়ে গিয়েছিস তুই ৷ আমার নিঃশ্বাস প্রশ্বাসের মতোই হয়ে গিয়েছিস ৷ ওর ভালো লাগার কয়েকটা বইয়ের কথা শেয়ার করছি ৷ আসুন তার মতো হয়েই বেঁচে থাকা যাক ৷" সুশান্ত মরেনি, আমরাই সুশান্ত এই দু'টি হ্যাশট্যাগও এদিন শেয়ার করেছেন তিনি ৷

  • Love you Bhai, and salute to your intelligence. I miss you every moment. But I know you are a part of me now.... You have become as integral as my breath. Sharing a few nooks recommended by him. Let's live him by being him. #SushantIsAlive #WeAreSushant pic.twitter.com/gNt4h8msXu

    — Shweta Singh Kirti (@shwetasinghkirt) June 14, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

সুশান্তের অনুরাগীরা আজও তাঁকে কতখানি ভালোবাসেন তা ফের একবার টের পাওয়া গেল বুধবার ৷ দিদি শ্বেতার পোস্টের নীচেও সুশান্তের ফ্যানেরা কমেন্টে ভরিয়ে দিলেন ৷ কেউ লিখলেন, "এটা সত্যিই দারুণ ছবি দিদি ৷ হ্যাঁ আমাদেরই ওঁকে বাঁচিয়ে রাখতে হবে ৷ উনি কোথাও চলে যাননি ৷ উনি লক্ষ লক্ষ মানুষের হৃদয়ে রয়ে গিয়েছেন ৷ তাঁর সবচেয়ে বড় গুণ হল কোনওদিন কারও জন্য় একটা খারাপ শব্দ উচ্চারণ করেননি তিনি ৷ না কারও খারাপ চেয়েছেন ৷ তাই আজও এতো মানুষ তাঁর জন্য় লড়ছেন ৷"

আরও পড়ুন: পরিস্থিতির প্যাঁচে পড়ে নাচতে হবে 'ডুগডুগি'র তালে, চরিত্র নিয়ে অকপট অনির্বাণ

আর একজন ফ্যান লেখেন, "কিংবদন্তির মৃত্য়ু হয় না ৷ 14 জুন একটা কালো দিন ৷" সুশান্ত সিং রাজপুত পর্দায় উপহার দিয়েছেন একের পর এক দারুণ ছবি ৷ 'কাই পো চে', 'কেদারনাথ', 'এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি' থেকে শুরু করে 'দিল বেচারা' পর্যন্ত একের পর এক ছবি দিয়ে তিনি জয় করে নিয়েছেন অনুরাগীদের মন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.