ETV Bharat / entertainment

Mimi Dhunuchi Dance: নবমী নিশিতে ধুনুচি নাচে মেতে উঠলেন মিমি - Mimi Chakraborty Dhunuchi Dance

নবমী নিশিতে ধুনুচি নাচে মেতে উঠলেন অভিনেত্রী মিমি চক্রবর্তী (Mimi Chakraborty Dhunuchi Dance) ৷ ঘরোয়া সাজে ধুনুচি হাতে ঢাকের তালে কোমর দোলালেন অভিনেত্রী ৷

Mimi Dhunuchi Dance
নবমী নিশিতে ধুনুচি নাচে মেতে উঠলেন মিমি
author img

By

Published : Oct 5, 2022, 10:37 AM IST

কলকাতা, 5 অক্টোবর: পুজোর আনন্দে মেতে উঠেছেন টলিউড-বলিউডের বিভিন্ন তারকারা ৷ অয়ন মুখোপাধ্য়ায়ের পুজোয় যেমন দেখা মিলেছে কাজল, রানি, মৌনিদের তেমনই বাংলার নায়িকারাও নিজেদের মতো করে উদযাপন করছেন এবারের দুর্গাপুজো ৷ যদিও বেজে গিয়েছে মায়ের বিদায়ের সুর ৷ আকাশ বাতাস আজ ভারী, ভারাক্রান্ত বাঙালির মন ৷ আবার একটা বছরের অপেক্ষা মা দুর্গার আগমনের জন্য ৷ তবে তার আগে নবমী নিশিতে আনন্দের উদযাপনে মেতে উঠলেন তারকারা ৷

নবমী মানেই হল ধুনুচি নাচ ৷ আর আবাসনের পুজোয় সেই ধুনুচি নাচেই মেতে উঠলেন অভিনেত্রী-সাংসদ মিমি চক্রবর্তী (Mimi Chakraborty Dhunuchi Dance) ৷ কসবার আবাসনেই এই পুজোর সময়টুকু কাটান এই ব্যস্ত অভিনেত্রী (Mimi Chakraborty on Durga Puja) ৷ উত্তরবঙ্গ থেকে বাবা-মা'ও এসময় আসেন মেয়ের কাছে ৷ আর তাঁদের সঙ্গে পুজোয় মেতে ওঠেন এই রূপোলি পর্দায় নায়িকা ৷ মঙ্গলবারও তাঁকে দেখা গেল চেনা ছন্দে ৷

আরও পড়ুন: অয়ন মুখোপাধ্যায়ের পুজোয় চাঁদের হাট, হাজির মৌনি-কাজলরা

নবমী নিশিতে ঢাকের তালে ধুনুচি হাতে কোমর দোলালেন অভিনেত্রী (Mimi Chakraborty Durga Puja Celebration) ৷ তাঁর পোশাকে এবং নাচে এদিন ফুটে উঠল চেনা বাঙালিয়ানার ঝলক ৷ আঁচল কোমরে বেঁধে নাচের তালে মাতলেন মিমি ৷ পুজোর সাজেও পুরোপুরি ছিল ঘরোয়া ছোঁয়া ৷ এদিনও তার ব্যতিক্রম হল না ৷ মিমির এই আবাসনের পুজোয় এবার হাজির হয়েছিলেন শ্রাবন্তী চট্টোপাধ্য়ায়, অনিন্দ্য চট্টোপাধ্যায়-সহ আরও অনেকেই ৷ সোশাল মিডিয়ায় নিজেই এই ভিডিয়ো শেয়ার করেছেন অভিনেত্রী ৷

কয়েকদিন আগেই মুক্তি পেয়েছে মিমির নতুন মিউজিক ভিডিয়ো 'আমাদের পুজোর গান' ৷ সেখানেও ঢাক বাজিয়ে মা উমার আবাহনে মেতে উঠেছিলেন নায়িকা ৷ তবে সেটা ছিল রিল লাইফ আর এটা রিয়েল লাইফ ৷ রাজনীতি এবং অভিনয় দু'টোই সমানতালে সামলে চলেছেন অভিনেত্রী ৷ মিমিকে শেষ বড় পর্দায় দেখা গিয়েছে মৈনাক ভৌমিকের 'মিনি' ছবিতে ৷ অসম এক সম্পর্কের গল্প সুন্দরভাবে তুলে ধরেছিল এই ছবি ৷

কলকাতা, 5 অক্টোবর: পুজোর আনন্দে মেতে উঠেছেন টলিউড-বলিউডের বিভিন্ন তারকারা ৷ অয়ন মুখোপাধ্য়ায়ের পুজোয় যেমন দেখা মিলেছে কাজল, রানি, মৌনিদের তেমনই বাংলার নায়িকারাও নিজেদের মতো করে উদযাপন করছেন এবারের দুর্গাপুজো ৷ যদিও বেজে গিয়েছে মায়ের বিদায়ের সুর ৷ আকাশ বাতাস আজ ভারী, ভারাক্রান্ত বাঙালির মন ৷ আবার একটা বছরের অপেক্ষা মা দুর্গার আগমনের জন্য ৷ তবে তার আগে নবমী নিশিতে আনন্দের উদযাপনে মেতে উঠলেন তারকারা ৷

নবমী মানেই হল ধুনুচি নাচ ৷ আর আবাসনের পুজোয় সেই ধুনুচি নাচেই মেতে উঠলেন অভিনেত্রী-সাংসদ মিমি চক্রবর্তী (Mimi Chakraborty Dhunuchi Dance) ৷ কসবার আবাসনেই এই পুজোর সময়টুকু কাটান এই ব্যস্ত অভিনেত্রী (Mimi Chakraborty on Durga Puja) ৷ উত্তরবঙ্গ থেকে বাবা-মা'ও এসময় আসেন মেয়ের কাছে ৷ আর তাঁদের সঙ্গে পুজোয় মেতে ওঠেন এই রূপোলি পর্দায় নায়িকা ৷ মঙ্গলবারও তাঁকে দেখা গেল চেনা ছন্দে ৷

আরও পড়ুন: অয়ন মুখোপাধ্যায়ের পুজোয় চাঁদের হাট, হাজির মৌনি-কাজলরা

নবমী নিশিতে ঢাকের তালে ধুনুচি হাতে কোমর দোলালেন অভিনেত্রী (Mimi Chakraborty Durga Puja Celebration) ৷ তাঁর পোশাকে এবং নাচে এদিন ফুটে উঠল চেনা বাঙালিয়ানার ঝলক ৷ আঁচল কোমরে বেঁধে নাচের তালে মাতলেন মিমি ৷ পুজোর সাজেও পুরোপুরি ছিল ঘরোয়া ছোঁয়া ৷ এদিনও তার ব্যতিক্রম হল না ৷ মিমির এই আবাসনের পুজোয় এবার হাজির হয়েছিলেন শ্রাবন্তী চট্টোপাধ্য়ায়, অনিন্দ্য চট্টোপাধ্যায়-সহ আরও অনেকেই ৷ সোশাল মিডিয়ায় নিজেই এই ভিডিয়ো শেয়ার করেছেন অভিনেত্রী ৷

কয়েকদিন আগেই মুক্তি পেয়েছে মিমির নতুন মিউজিক ভিডিয়ো 'আমাদের পুজোর গান' ৷ সেখানেও ঢাক বাজিয়ে মা উমার আবাহনে মেতে উঠেছিলেন নায়িকা ৷ তবে সেটা ছিল রিল লাইফ আর এটা রিয়েল লাইফ ৷ রাজনীতি এবং অভিনয় দু'টোই সমানতালে সামলে চলেছেন অভিনেত্রী ৷ মিমিকে শেষ বড় পর্দায় দেখা গিয়েছে মৈনাক ভৌমিকের 'মিনি' ছবিতে ৷ অসম এক সম্পর্কের গল্প সুন্দরভাবে তুলে ধরেছিল এই ছবি ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.