ETV Bharat / entertainment

Deepika Padukone: অজয়ের সিংঘম এগেইনে পুলিশের অবতারে দীপিকা, প্রকাশিত শক্তি শেট্টির লুক - সিংঘম এগেইন

Deepika Padukone Singham Again look: দীপিকা পাড়ুকোন তাঁর ভক্তদের সঙ্গে শেয়ার করে নিলেন সিংঘম এগেইন ফিল্মে তাঁর প্রথম ঝলক ৷ অভিনেত্রীর 17 বছরের দীর্ঘ ফিল্মি কেরিয়ারে এই প্রথম তাঁকে একজন পুলিশের অবতার দেখা যাবে ।

Deepika Padukone Singham Again look
সিংঘম এগেইনে পুলিশের অবতারে দীপিকা
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 15, 2023, 1:35 PM IST

হায়দরাবাদ, 15 অক্টোবর: এ যেন লেডি সিংঘম ! রোহিত শেট্টি পরিচালিত আপকামিং ফিল্ম 'সিংঘম এগেইন'-এ নিজের ফার্স্ট লুক প্রকাশ্যে আনলেন বলিউডের ডিভা দীপিকা পাড়ুকোন ৷ যা দেখে আপ্লুত তাঁর অনুরাগীরা ৷ ছবিতে তাঁর চরিত্রের সঙ্গেও পরিচয় করিয়ে দিয়েছেন তিনি ৷ জানিয়েছেন, ফিল্মে তাঁর চরিত্রের নাম শক্তি শেট্টি ৷

এর আগে, শাহরুখ খানের রেকর্ডসৃষ্টিকারী ফিল্ম জওয়ানে ক্যামিয়ো চরিত্রতেও তাঁর উজ্জ্বল উপস্থিতি দর্শকদের মন কেড়েছে ৷ এ বার নিজের নতুন প্রজেক্ট নিয়ে আসছেন দীপিকা পাড়ুকোন ৷ রবিবার তিনি প্রকাশ করেছেন তারই প্রথম ঝলক ৷

দীপিকা তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে আপকামিং ফিল্ম 'সিংঘম এগেইন' -এর দুটি ছবি শেয়ার করেছেন । ফিল্মে তাঁর প্রথম ঝলকে অপরাধীদের পর্যুদস্ত করতে দেখা গিয়েছে অভিনেত্রীকে ৷ তাঁর পরনে পুলিশের পোশাক ৷ হাতে বন্দুক ৷ একটি ছবিতে আহত গুন্ডাদের মাঝে বসে, একজন অপরাধীর মুখে বন্দুক ঢুকিয়ে রেখেছেন তিনি ৷ আর অপর ছবিতে ক্লোজ ফ্রেমে শুধুই দীপিকা, আর তাঁর হাতে রয়েছে পিস্তল ৷ কপাল থেকে রক্ত ঝরছে ৷ আর হাতে বাঁধা ব্যান্ডেজ ৷ বিস্ফোরক ব্যাকগ্রাউন্ড এবং পুলিশ ভ্যান ইঙ্গিত দেয় যে ছবিটি হাই-অকটেন অ্যাকশন দৃশ্যের অন্যতম । যদিও এই পরিস্থিতিতেও দীপিকার মুখে দুষ্টু হাসি ধরা পড়েছে ৷

আরও পড়ুন: অনুষ্কার ছবি তোলার অনুমতি চাইছেন অরিজিৎ, ভারত-পাক ম্যাচের সেলেব-কাহিনি ভাইরাল

ইনস্টাগ্রামে এই দুটি ছবি শেয়ার করে দীপিকা পাড়ুকোন লিখেছেন, "পরিচয় করিয়ে দিচ্ছি...শক্তি শেঠি ! সিংঘম এগেইন ।" এই ছবি দুটি শেয়ার করার পরপরই তা ভাইরাল হয়ে যায় ৷ ভক্তরা লাল হৃদয় এবং ফায়ার ইমোজিতে বানভাসি করেছে কমেন্ট সেকশন ৷

অজয় দেবগণ ও দীপিকা ছাড়াও সিংঘম এগেইন-এ রণবীর সিং এবং অক্ষয় কুমারও বিশেষ ভূমিকায় অভিনয় করেছেন । এই অভিনেতারা যথাক্রমে সিম্বা এবং সূর্যবংশীতে তাঁদের চরিত্রের পুনঃপ্রতিষ্ঠা করবেন এবং করিনা কাপুর খানও এই ফিল্মের একটি অংশ । রোহিত শেট্টির কপ ইউনিভার্সের অংশ এই ফিল্মটি 2024 সালের স্বাধীনতা দিবসে অল্লু অর্জুনের পুষ্পা 2-এর সঙ্গে মুক্তি পাওয়ার কথা ৷

হায়দরাবাদ, 15 অক্টোবর: এ যেন লেডি সিংঘম ! রোহিত শেট্টি পরিচালিত আপকামিং ফিল্ম 'সিংঘম এগেইন'-এ নিজের ফার্স্ট লুক প্রকাশ্যে আনলেন বলিউডের ডিভা দীপিকা পাড়ুকোন ৷ যা দেখে আপ্লুত তাঁর অনুরাগীরা ৷ ছবিতে তাঁর চরিত্রের সঙ্গেও পরিচয় করিয়ে দিয়েছেন তিনি ৷ জানিয়েছেন, ফিল্মে তাঁর চরিত্রের নাম শক্তি শেট্টি ৷

এর আগে, শাহরুখ খানের রেকর্ডসৃষ্টিকারী ফিল্ম জওয়ানে ক্যামিয়ো চরিত্রতেও তাঁর উজ্জ্বল উপস্থিতি দর্শকদের মন কেড়েছে ৷ এ বার নিজের নতুন প্রজেক্ট নিয়ে আসছেন দীপিকা পাড়ুকোন ৷ রবিবার তিনি প্রকাশ করেছেন তারই প্রথম ঝলক ৷

দীপিকা তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে আপকামিং ফিল্ম 'সিংঘম এগেইন' -এর দুটি ছবি শেয়ার করেছেন । ফিল্মে তাঁর প্রথম ঝলকে অপরাধীদের পর্যুদস্ত করতে দেখা গিয়েছে অভিনেত্রীকে ৷ তাঁর পরনে পুলিশের পোশাক ৷ হাতে বন্দুক ৷ একটি ছবিতে আহত গুন্ডাদের মাঝে বসে, একজন অপরাধীর মুখে বন্দুক ঢুকিয়ে রেখেছেন তিনি ৷ আর অপর ছবিতে ক্লোজ ফ্রেমে শুধুই দীপিকা, আর তাঁর হাতে রয়েছে পিস্তল ৷ কপাল থেকে রক্ত ঝরছে ৷ আর হাতে বাঁধা ব্যান্ডেজ ৷ বিস্ফোরক ব্যাকগ্রাউন্ড এবং পুলিশ ভ্যান ইঙ্গিত দেয় যে ছবিটি হাই-অকটেন অ্যাকশন দৃশ্যের অন্যতম । যদিও এই পরিস্থিতিতেও দীপিকার মুখে দুষ্টু হাসি ধরা পড়েছে ৷

আরও পড়ুন: অনুষ্কার ছবি তোলার অনুমতি চাইছেন অরিজিৎ, ভারত-পাক ম্যাচের সেলেব-কাহিনি ভাইরাল

ইনস্টাগ্রামে এই দুটি ছবি শেয়ার করে দীপিকা পাড়ুকোন লিখেছেন, "পরিচয় করিয়ে দিচ্ছি...শক্তি শেঠি ! সিংঘম এগেইন ।" এই ছবি দুটি শেয়ার করার পরপরই তা ভাইরাল হয়ে যায় ৷ ভক্তরা লাল হৃদয় এবং ফায়ার ইমোজিতে বানভাসি করেছে কমেন্ট সেকশন ৷

অজয় দেবগণ ও দীপিকা ছাড়াও সিংঘম এগেইন-এ রণবীর সিং এবং অক্ষয় কুমারও বিশেষ ভূমিকায় অভিনয় করেছেন । এই অভিনেতারা যথাক্রমে সিম্বা এবং সূর্যবংশীতে তাঁদের চরিত্রের পুনঃপ্রতিষ্ঠা করবেন এবং করিনা কাপুর খানও এই ফিল্মের একটি অংশ । রোহিত শেট্টির কপ ইউনিভার্সের অংশ এই ফিল্মটি 2024 সালের স্বাধীনতা দিবসে অল্লু অর্জুনের পুষ্পা 2-এর সঙ্গে মুক্তি পাওয়ার কথা ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.