ETV Bharat / entertainment

Animal Movie: ট্র্যাডিশনাল শাড়িতে হাজির রণবীরের নায়িকা! 'অ্যানিম্যাল' ছবিতে সামনে এল রশ্মিকার প্রথম লুক - সামনে এল নায়িকা রশ্মিকা মন্দানার অবতার

Rashmika Mandanna Ranbir Kapoor film: এর আগেই সামনে এসেছিল রণবীর কাপুর এবং অনিল কাপুরের 'অ্যানিম্যাল' ছবির লুক ৷ আর এবার সামনে এল নায়িকা রশ্মিকা মন্দানার অবতার ৷ ট্র্যাডিশনাল মেরুণ ও ক্রিম রঙের শাড়িতে সামনে এলেন তিনি ৷

Rashmika First look
রণবীরের আগামী ছবিতে রশ্মিকার লুক
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 23, 2023, 6:21 PM IST

হায়দরাবাদ, 23 সেপ্টেম্বর: রণবীর কাপুরের আগামী ছবি 'অ্যানিম্যাল' এখন রয়েছে চর্চার কেন্দ্রবিন্দুতে ৷ সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত এই গ্যাংস্টার ড্রামায় রয়েছেন অনিল কাপুর এবং রশ্মিকা মন্দানাও ৷ ইতিমধ্যেই অনিল এবং রণবীরের লুক সামনে এনেছেন নির্মাতারা ৷ আর এবার সামনে এল রশ্মিকার লুকও ৷ তাঁর এই লুকটি এদিন সোশালে শেয়ার করেছে টি-সিরিজ ৷ এই প্রযোজনা সংস্থার ব্যানারেই মুক্তি পেতে চলেছে 'অ্যানিম্যাল' ছবিটি ৷

রশ্মিকার নতুন অবতারের ঝলক শেয়ার করে শনিবার তারা লেখে, "গীতাঞ্জলি চরিত্রে দেখা যাবে রশ্মিকা মন্দনাকে ৷" রশ্মিকার এই লুকটি বেশ মিষ্টি ৷ তাঁকে এখানে দেখা গিয়েছে ট্র্যাডিশনাল মেরুন ও ক্রিম রঙা শাড়িতে ৷ কপালে লাল টিকা আর গলায় মঙ্গলসূত্র ৷ আর তা দেখে মনে হয় চরিত্রটির মধ্য়ে হয়তো একটু স্নিগ্ধতা রাখতে চান নির্মাতারা ৷

এর আগে বৃহস্পতিবার অনিল কাপুরের লুক সামনে এনেছিলেন নির্মাতারা ৷ অভিনেতাকে দেখা গিয়েছে বেশ বিধ্বস্ত অবস্থায় ৷ তাঁকে বসে থাকতে দেখা গিয়েছে একটি চেয়ারে ৷ আর তাঁর বুকে বাঁধা ব্যান্ডেজ ৷ ছবিতে অনিল কাপুরের চরিত্রের নাম বলবীর সিং ৷ আগেই জানা গিয়েছিল ছবির টিজার মুক্তি পেতে চলেছে আগামী 28 সেপ্টেম্বর ৷

আরও পড়ুন: 'পাঠান' ছবির 50 দিনে তৈরি রেকর্ড 17 দিনেই ভেঙে দিতে পারে 'জওয়ান'

এর আগে কথা ছিল অগস্টের 11 তারিখ মুক্তি পাবে এই ছবি ৷ কিন্তু 'গদর 2' এবং 'ওএমজি 2' ছবির সঙ্গে সম্মুখসমর থেকে সরে দাঁড়িয়েছিল এই ছবি ৷ এই ছবিটি মুক্তি পেতে চলেছে আগামী 1 ডিসেম্বর ৷ শুধু হিন্দি নয় তার সঙ্গে তেলেগু, তামিল, কন্নড় এবং মালায়লাম ভাষায় মুক্তি পাচ্ছে এই ছবি ৷

হায়দরাবাদ, 23 সেপ্টেম্বর: রণবীর কাপুরের আগামী ছবি 'অ্যানিম্যাল' এখন রয়েছে চর্চার কেন্দ্রবিন্দুতে ৷ সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত এই গ্যাংস্টার ড্রামায় রয়েছেন অনিল কাপুর এবং রশ্মিকা মন্দানাও ৷ ইতিমধ্যেই অনিল এবং রণবীরের লুক সামনে এনেছেন নির্মাতারা ৷ আর এবার সামনে এল রশ্মিকার লুকও ৷ তাঁর এই লুকটি এদিন সোশালে শেয়ার করেছে টি-সিরিজ ৷ এই প্রযোজনা সংস্থার ব্যানারেই মুক্তি পেতে চলেছে 'অ্যানিম্যাল' ছবিটি ৷

রশ্মিকার নতুন অবতারের ঝলক শেয়ার করে শনিবার তারা লেখে, "গীতাঞ্জলি চরিত্রে দেখা যাবে রশ্মিকা মন্দনাকে ৷" রশ্মিকার এই লুকটি বেশ মিষ্টি ৷ তাঁকে এখানে দেখা গিয়েছে ট্র্যাডিশনাল মেরুন ও ক্রিম রঙা শাড়িতে ৷ কপালে লাল টিকা আর গলায় মঙ্গলসূত্র ৷ আর তা দেখে মনে হয় চরিত্রটির মধ্য়ে হয়তো একটু স্নিগ্ধতা রাখতে চান নির্মাতারা ৷

এর আগে বৃহস্পতিবার অনিল কাপুরের লুক সামনে এনেছিলেন নির্মাতারা ৷ অভিনেতাকে দেখা গিয়েছে বেশ বিধ্বস্ত অবস্থায় ৷ তাঁকে বসে থাকতে দেখা গিয়েছে একটি চেয়ারে ৷ আর তাঁর বুকে বাঁধা ব্যান্ডেজ ৷ ছবিতে অনিল কাপুরের চরিত্রের নাম বলবীর সিং ৷ আগেই জানা গিয়েছিল ছবির টিজার মুক্তি পেতে চলেছে আগামী 28 সেপ্টেম্বর ৷

আরও পড়ুন: 'পাঠান' ছবির 50 দিনে তৈরি রেকর্ড 17 দিনেই ভেঙে দিতে পারে 'জওয়ান'

এর আগে কথা ছিল অগস্টের 11 তারিখ মুক্তি পাবে এই ছবি ৷ কিন্তু 'গদর 2' এবং 'ওএমজি 2' ছবির সঙ্গে সম্মুখসমর থেকে সরে দাঁড়িয়েছিল এই ছবি ৷ এই ছবিটি মুক্তি পেতে চলেছে আগামী 1 ডিসেম্বর ৷ শুধু হিন্দি নয় তার সঙ্গে তেলেগু, তামিল, কন্নড় এবং মালায়লাম ভাষায় মুক্তি পাচ্ছে এই ছবি ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.