কলকাতা, 7 মে : মনোময় ভট্টাচার্য, রূপঙ্কর বাগচি এবং উজ্জয়িনী মুখোপাধ্যায় বাংলা সঙ্গীতের জগতে তিনজনেই সুপ্রতিষ্ঠিত এবং প্রত্যেকেই বিখ্যাত নিজের নিজের ঘরানায় ৷ আধুনিক বাংলা গানের আকাশে তাঁদের ভূমিকা অতুলনীয় । তবে, এবার তাঁরা মাঠে নামছেন একসঙ্গে, এক জার্সিতে । এই ত্রয়ী জুটিকে নিয়ে গড়ে উঠল হিন্দি মিউজিক্যাল ব্যান্ড 'UMR' (Rupankar Bagchi Ujjayini Mukherjee And Manomoy Bhattacharya New Band UMR)৷
সম্প্রতি 'UMR'- এর আনুষ্ঠানিক উদ্বোধন ঘটল 'গ্যালারি গোল্ড'-এ এক সুরেলা অনুষ্ঠানের মাধ্যমে । হাজির ছিলেন তিন শিল্পী-সহ পপ কুইন ঊষা উত্থুপ এবং সুরকার জয় সরকার । এদিনই প্রকাশ পেল এই নতুন ব্যান্ডের প্রথম হিন্দি গান 'যব বরসে সোনা' । "আগামী দিনে হিন্দি ছবি এবং অরিজিনালস-এ কাজ করতে চায় আমাদের এই ব্যান্ড ।"- বললেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত সঙ্গীত শিল্পী রূপঙ্কর বাগচি । আর মনোময়ের কথায়, "কলকাতা হল সংস্কৃতির আখড়া । সবসময়ই শহরবাসী নতুন কিছুকে বরণ করে নিতে প্রস্তুত । তাই আমরাও এবার একছাতার তলায় এলাম । ভাল কিছু উপহার দিতে চাই শ্রোতাকে ।"
আরও পড়ুন: সোনাক্ষীর সঙ্গে ডেটিং নিয়ে জল্পনা, মুখ খুললেন জাহির
অন্যদিকে উজ্জয়িনী বলেন, "আমরা হিন্দি গানের উপরেই ফোকাস করছি । আমাদের তিনজনের তিনরকমের ভাবনা এখানে জুড়ে এক হবে এবং তা ভিন্নধর্মী হবে বলে আমরা আশাবাদী । আরও অনেক বেশি শ্রোতার কাছে আমরা পৌঁছতে পারব বলে আশা রাখি ।" এই ব্যান্ডের প্রথম গানটি লিখেছেন উজ্জয়িনী মুখোপাধ্যায় নিজেই । সুর দিয়েছেন রূপঙ্কর বাগচি । গেয়েছেন উজ্জয়িনী, মনোময়, রূপঙ্কর তিনজনেই । ভিডিয়োর দিকটি দেখেছে 'আমরা ছবিওয়ালা'।