ETV Bharat / entertainment

Manoj Bajpayee: মাতৃহারা হলেন অভিনেতা মনোজ বাজপেয়ী - Manoj Bajpayee Mother Dies

মাকে হারালেন অভিনেতা মনোজ বাজপেয়ী ৷ বৃহস্পতিবার সকাল 8টা নাগাদ দিল্লির একটি হাসপাতালে মৃত্য হয় অভিনেতার মা গীতা দেবীর ৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 80 বছর(Manoj Bajpayee Mother Geeta Devi died ) ৷

Manoj Bajpayee Mother Dies
মাতৃহারা হলেন অভিনেতা মনোজ বাজপেয়ী
author img

By

Published : Dec 8, 2022, 1:56 PM IST

Updated : Dec 8, 2022, 3:46 PM IST

নয়াদিল্লি, 8 ডিসেম্বর: মাকে হারালেন অভিনেতা মনোজ বাজপেয়ী ৷ বৃহস্পতিবার সকাল 8টা নাগাদ দিল্লির একটি হাসপাতালে মৃত্য হয় অভিনেতার মা গীতা দেবীর ৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 80 বছর ৷ গতবছরই বাবাকে হারিয়েছেন অভিনেতা ৷ বেশ কিছুদিন ধরে দিল্লির একটি হাসপাতালে ভর্তি ছিলেন অভিনেতার মা (Manoj Bajpayee Mother Geeta Devi died )৷

খবর অনুযায়ী, দিল্লির পুষ্পাঞ্জলি মেডিকেল সেন্টার এবং ম্যাক্স সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন গীতা দেবী ৷ প্রায় এক সপ্তাহ ধরে চিকিৎসা চলছিল তাঁর ৷ শ্যুটিংয়ের ফাঁকে হাসপাতালে এসে নিয়মিত মায়ের খোঁজ নিচ্ছিলেন অভিনেতাও ৷ তবে বৃহস্পতিবার শেষ হয়ে গেল সমস্ত লড়াই (Manoj Bajpayee Mother Dies) ৷ গত বছর 3 অক্টোবর বাবা রাধাকান্ত বাজপেয়ীকে হারিয়েছিলেন মনোজ ৷ 83 বছর বয়সে মৃত্যু হয় অভিনেতার বাবার ৷ এবার মা'কেও হারালেন তিনি ৷ স্বাভাবিকভাবেই মায়ের এই চলে যাওয়ায় শোকাহত মনোজ এবং তাঁর পরিবার (Geeta Devi died) ৷

Manoj Bajpayee
মাকে হারালেন অভিনেতা মনোজ বাজপেয়ী

আরও পড়ুন: নতুন গান নিয়ে হাজির চিরন্তন বন্দ্যোপাধ্যায়, করলেন অভিনয়ও

'ফ্যামিলি ম্যান' মনোজ বাজপেয়ীর কেরিয়ারে আপাতত ব্যস্ত শিডিউল ৷ বুধবারই তাঁর নতুন ছবির প্রথম লুক ভক্তদের সঙ্গে শেয়ার করেছিলেন মনোজ বাজপেয়ী ৷ এই ছবিতে একজন আইনজীবীর ভূমিকায় দেখা যাবে তাঁকে ৷ এই প্রথম মনোজ এই ধরনের কোনও চরিত্রে অভিনয় করতে চলেছেন ৷ অভিনেতার আসন্ন ছবির নাম 'বান্দা' ৷ তবে ওটিটি'তেও সমান সাবলীল বিহারের অভিনেতা ৷ তাঁর অসামান্য লড়াইয়ের কাহিনি সত্যিই অনুপ্রেরণা সকলের কাছে ৷

নয়াদিল্লি, 8 ডিসেম্বর: মাকে হারালেন অভিনেতা মনোজ বাজপেয়ী ৷ বৃহস্পতিবার সকাল 8টা নাগাদ দিল্লির একটি হাসপাতালে মৃত্য হয় অভিনেতার মা গীতা দেবীর ৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 80 বছর ৷ গতবছরই বাবাকে হারিয়েছেন অভিনেতা ৷ বেশ কিছুদিন ধরে দিল্লির একটি হাসপাতালে ভর্তি ছিলেন অভিনেতার মা (Manoj Bajpayee Mother Geeta Devi died )৷

খবর অনুযায়ী, দিল্লির পুষ্পাঞ্জলি মেডিকেল সেন্টার এবং ম্যাক্স সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন গীতা দেবী ৷ প্রায় এক সপ্তাহ ধরে চিকিৎসা চলছিল তাঁর ৷ শ্যুটিংয়ের ফাঁকে হাসপাতালে এসে নিয়মিত মায়ের খোঁজ নিচ্ছিলেন অভিনেতাও ৷ তবে বৃহস্পতিবার শেষ হয়ে গেল সমস্ত লড়াই (Manoj Bajpayee Mother Dies) ৷ গত বছর 3 অক্টোবর বাবা রাধাকান্ত বাজপেয়ীকে হারিয়েছিলেন মনোজ ৷ 83 বছর বয়সে মৃত্যু হয় অভিনেতার বাবার ৷ এবার মা'কেও হারালেন তিনি ৷ স্বাভাবিকভাবেই মায়ের এই চলে যাওয়ায় শোকাহত মনোজ এবং তাঁর পরিবার (Geeta Devi died) ৷

Manoj Bajpayee
মাকে হারালেন অভিনেতা মনোজ বাজপেয়ী

আরও পড়ুন: নতুন গান নিয়ে হাজির চিরন্তন বন্দ্যোপাধ্যায়, করলেন অভিনয়ও

'ফ্যামিলি ম্যান' মনোজ বাজপেয়ীর কেরিয়ারে আপাতত ব্যস্ত শিডিউল ৷ বুধবারই তাঁর নতুন ছবির প্রথম লুক ভক্তদের সঙ্গে শেয়ার করেছিলেন মনোজ বাজপেয়ী ৷ এই ছবিতে একজন আইনজীবীর ভূমিকায় দেখা যাবে তাঁকে ৷ এই প্রথম মনোজ এই ধরনের কোনও চরিত্রে অভিনয় করতে চলেছেন ৷ অভিনেতার আসন্ন ছবির নাম 'বান্দা' ৷ তবে ওটিটি'তেও সমান সাবলীল বিহারের অভিনেতা ৷ তাঁর অসামান্য লড়াইয়ের কাহিনি সত্যিই অনুপ্রেরণা সকলের কাছে ৷

Last Updated : Dec 8, 2022, 3:46 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.