ETV Bharat / entertainment

Malaika Drops Arjun Semi-nude Pic: অর্জুনের অর্ধনগ্ন ছবি পোস্ট মালাইকার, কী প্রতিক্রিয়া নেটপাড়ায় ? - অর্জুন কাপুর

অভিনেত্রী মালাইকা অরোরা তাঁর বয়ফ্রেন্ড অর্জুন কাপুরের একটি অর্ধনগ্ন ছবি পোস্ট করলেন সোশাল মিডিয়ায় ৷ এই ছবি দেখে মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে নেট নাগরিকদের মধ্যে ৷

Malaika Drops Arjun Semi-nude Pic
Malaika Drops Arjun Semi-nude Pic
author img

By

Published : May 29, 2023, 12:42 PM IST

Updated : May 29, 2023, 12:56 PM IST

মুম্বই, 29 মে: সোশাল মিডিয়ায় মাঝেমধ্যেই হট অবতারে ধরা দেন মালাইকা অরোরা ৷ তাঁর ওয়ার্ক-আউটের সাহসী ছবিও ঝড় তোলে ইন্টারনেটে ৷ তবে এ বার নিজের নয়, তাঁর বয়ফ্রেন্ড অর্জুন কাপুরের ছবি পোস্ট করে সামাজিক মাধ্যমে ঝড় তুললেন বলিউডের এই ডিভা ৷ তিনি অর্জুনের একটি অর্ধনগ্ন ছবি পোস্ট করেছেন নিজের সোশাল মিডিয়া হ্যান্ডেলে ৷

মালাইকা অরোরা রবিবার তাঁর চর্চিত বয়ফ্রেন্ড অর্জুন কাপুরের একটি সাদা কালো ছবি পোস্ট করেছেন ৷ সেই ছবিতে দেখা যাচ্ছে যে, অর্জুন একটি পালঙ্কে তার হাত প্রসারিত করে আধশোয়া অবস্থায় রয়েছেন । আর তাঁর পরনে নেই কোনও পোশাক ৷ এই ছবিটি শেয়ার করে মালাইকা লিখেছেন, "আমার খুব কাছের অলস ছেলে ৷" হ্যাশট্যাগে 'iykyk' লিখেছেন তিনি ৷

Malaika Drops Arjun Semi-nude Pic
অর্জুনের ছবি পোস্ট মালাইকার

পোস্ট হওয়ার কিছু সময়ের মধ্যেই এই ছবি ভাইরাল হয়ে যায় ৷ এই ছবি নিয়ে চর্চা শুরু হয় নেট নাগরিকদের মধ্যে ৷ কেউ লেখেন, "হাহাহা ৷" আর একজন সোশাল মিডিয়া ব্যবহারকারী লেখেন, "তিনি একটি তৃষ্ণার ফাঁদ ৷" তবে কিছু সময় পর এই ছবি দেখে নেটিজেনদের একাংশকে বিরক্তি প্রকাশ করতেও দেখা যায় ৷ অনেকেই লিখেছেন যে, তাঁরা এই ছবি দেখতে চান না ৷ একজন রেডিট ব্যবহারকারী মন্তব্য করেছেন, "আমি এর জন্য আমার ইন্টারনেট বিল খরচ করব না ৷" আরেকজন আবার লিখেছেন, "আমার চোখ এ বার চিরতরে নষ্ট হয়ে গেল ।" আরও এক ব্যবহারকারী লিখেছেন, "এটা খুব খারাপ ! আপনি কেন এটি পোস্ট করলেন !?!?"

মালাইকা এবং অর্জুন বেশ কিছুদিন ধরেই ডেটিং করছেন । তাঁদের সম্পর্ক নিয়ে বলিউডের আনাচে কানাচে চর্চা কিছু কম নয় ৷ বছর দুয়েক আগে দুজনেই তাঁদের সম্পর্ক প্রকাশ্যে আনার সিদ্ধান্ত নিয়েছিলেন । তাঁদের মধ্যে 12 বছর বয়সের ব্যবধানের কারণে তাঁদের বারবার ট্রোলিংয়ের শিকারও হতে হয়েছে ৷ তবে সে সবে আমল না দিয়ে মালাইকা এবং অর্জুন মাঝেমধ্যেই তাঁদের ভালোবাসার উষ্ণতা ছড়ান সোশ্যাল মিডিয়ায় ৷

কর্মক্ষেত্রে, অর্জুনকে সম্প্রতি অভিনেত্রী টাবু, রাধিকা মাদান এবং কঙ্কনা সেন শর্মার সঙ্গে পরিচালক আসমান ভরদ্বাজের ডার্ক কমেডি ফিল্ম কুত্তেতে দেখা গিয়েছে । তাঁকে পরবর্তীতে ভূমি পেদনেকরের সঙ্গে একটি অ্যাকশন থ্রিলার চলচ্চিত্র দ্য লেডিকিলার এবং ভূমি পেদনেকার ও রাকুলপ্রীত সিংয়ের বিপরীতে একটি রোমান্টিক কমেডি চলচ্চিত্রে দেখা যাবে । সেই ছবির নাম এখনও ঠিক হয়নি ৷ অন্যদিকে, মালাইকা সম্প্রতি গুরু রান্ধাওয়ার সঙ্গে তেরা কি খেয়াল গানে অভিনয় করেছেন ।

আরও পড়ুন: রঙিন আইফা অ্যাওয়ার্ডের মঞ্চ, কারা পেলেন সেরার শিরোপা দেখে নিন এক নজরে

মুম্বই, 29 মে: সোশাল মিডিয়ায় মাঝেমধ্যেই হট অবতারে ধরা দেন মালাইকা অরোরা ৷ তাঁর ওয়ার্ক-আউটের সাহসী ছবিও ঝড় তোলে ইন্টারনেটে ৷ তবে এ বার নিজের নয়, তাঁর বয়ফ্রেন্ড অর্জুন কাপুরের ছবি পোস্ট করে সামাজিক মাধ্যমে ঝড় তুললেন বলিউডের এই ডিভা ৷ তিনি অর্জুনের একটি অর্ধনগ্ন ছবি পোস্ট করেছেন নিজের সোশাল মিডিয়া হ্যান্ডেলে ৷

মালাইকা অরোরা রবিবার তাঁর চর্চিত বয়ফ্রেন্ড অর্জুন কাপুরের একটি সাদা কালো ছবি পোস্ট করেছেন ৷ সেই ছবিতে দেখা যাচ্ছে যে, অর্জুন একটি পালঙ্কে তার হাত প্রসারিত করে আধশোয়া অবস্থায় রয়েছেন । আর তাঁর পরনে নেই কোনও পোশাক ৷ এই ছবিটি শেয়ার করে মালাইকা লিখেছেন, "আমার খুব কাছের অলস ছেলে ৷" হ্যাশট্যাগে 'iykyk' লিখেছেন তিনি ৷

Malaika Drops Arjun Semi-nude Pic
অর্জুনের ছবি পোস্ট মালাইকার

পোস্ট হওয়ার কিছু সময়ের মধ্যেই এই ছবি ভাইরাল হয়ে যায় ৷ এই ছবি নিয়ে চর্চা শুরু হয় নেট নাগরিকদের মধ্যে ৷ কেউ লেখেন, "হাহাহা ৷" আর একজন সোশাল মিডিয়া ব্যবহারকারী লেখেন, "তিনি একটি তৃষ্ণার ফাঁদ ৷" তবে কিছু সময় পর এই ছবি দেখে নেটিজেনদের একাংশকে বিরক্তি প্রকাশ করতেও দেখা যায় ৷ অনেকেই লিখেছেন যে, তাঁরা এই ছবি দেখতে চান না ৷ একজন রেডিট ব্যবহারকারী মন্তব্য করেছেন, "আমি এর জন্য আমার ইন্টারনেট বিল খরচ করব না ৷" আরেকজন আবার লিখেছেন, "আমার চোখ এ বার চিরতরে নষ্ট হয়ে গেল ।" আরও এক ব্যবহারকারী লিখেছেন, "এটা খুব খারাপ ! আপনি কেন এটি পোস্ট করলেন !?!?"

মালাইকা এবং অর্জুন বেশ কিছুদিন ধরেই ডেটিং করছেন । তাঁদের সম্পর্ক নিয়ে বলিউডের আনাচে কানাচে চর্চা কিছু কম নয় ৷ বছর দুয়েক আগে দুজনেই তাঁদের সম্পর্ক প্রকাশ্যে আনার সিদ্ধান্ত নিয়েছিলেন । তাঁদের মধ্যে 12 বছর বয়সের ব্যবধানের কারণে তাঁদের বারবার ট্রোলিংয়ের শিকারও হতে হয়েছে ৷ তবে সে সবে আমল না দিয়ে মালাইকা এবং অর্জুন মাঝেমধ্যেই তাঁদের ভালোবাসার উষ্ণতা ছড়ান সোশ্যাল মিডিয়ায় ৷

কর্মক্ষেত্রে, অর্জুনকে সম্প্রতি অভিনেত্রী টাবু, রাধিকা মাদান এবং কঙ্কনা সেন শর্মার সঙ্গে পরিচালক আসমান ভরদ্বাজের ডার্ক কমেডি ফিল্ম কুত্তেতে দেখা গিয়েছে । তাঁকে পরবর্তীতে ভূমি পেদনেকরের সঙ্গে একটি অ্যাকশন থ্রিলার চলচ্চিত্র দ্য লেডিকিলার এবং ভূমি পেদনেকার ও রাকুলপ্রীত সিংয়ের বিপরীতে একটি রোমান্টিক কমেডি চলচ্চিত্রে দেখা যাবে । সেই ছবির নাম এখনও ঠিক হয়নি ৷ অন্যদিকে, মালাইকা সম্প্রতি গুরু রান্ধাওয়ার সঙ্গে তেরা কি খেয়াল গানে অভিনয় করেছেন ।

আরও পড়ুন: রঙিন আইফা অ্যাওয়ার্ডের মঞ্চ, কারা পেলেন সেরার শিরোপা দেখে নিন এক নজরে

Last Updated : May 29, 2023, 12:56 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.