ETV Bharat / entertainment

Malaika Brutally Trolled: 'মুন্নি কব তক বদনাম হোতে রহেগি', ফের বয়স নিয়ে ট্রোলের শিকার মালাইকা - Malaika Arora brutally trolled

সর্বশেষ ইনস্টাগ্রাম পোস্টের জন্য ট্রোলের শিকার হলেন মালাইকা অরোরা । তাঁর বয়স, ডান্স মুভ নিয়ে নির্দয় ভাবে তাঁকে কটাক্ষ করলেন নেট নাগরিকদের একাংশ ৷

Malaika Brutally Trolled ETV Bharat
মালাইকা অরোরা
author img

By

Published : Apr 12, 2023, 3:25 PM IST

হায়দরাবাদ, 12 এপ্রিল: গুরু রনধাওয়ার সর্বশেষ গান তেরা কি খেয়ালে দেখা গিয়েছে বলিউডের অভিনেত্রী মালাইকা অরোরার কিলার ডান্স মুভ ৷ গত সপ্তাহে গানটি টি-সিরিজের ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে ৷ ইতিমধ্যে তা পেয়েছে 12 মিলিয়নেরও বেশি ভিউ । তেরা কি খেয়াল দর্শকদের মনে আলোড়ন সৃষ্টি করলেও গুরুর সঙ্গে গানে তাঁর সর্বশেষ ছবি নিয়ে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের একাংশের রোষের মুখে পড়েছেন ছাইয়াঁ ছাইয়াঁ গার্ল ৷

বুধবার মালাইকা তেরা কি খেয়াল থেকে বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন তাঁর ইনস্টাগ্রাম প্রোফাইলে । বিভিন্ন ছবিতে গুরুর সঙ্গে দারুণ সব পোজ দিতে দেখা গিয়েছে অভিনেত্রীকে । ছবিগুলি শেয়ার করে মালাইকা লিখেছেন, "ফটো ডাম্প... @gururandhawa #terakikhayal #Tkk ৷"

তিনি পোস্টটি শেয়ার করার পরপরই 49 বছর বয়সি ডিভাকে ট্রোল করে আক্রমণ শানাতে শুরু করেছেন নেট নাগরিকদের একাংশ । তাঁর বয়স নিয়ে কটাক্ষের পাশাপাশি আকর্ষক ডান্স নাম্বার নিয়েও নির্দয় ভাবে খোঁচা দেওয়া হয়েছে মালাইকা অরোরাকে ৷ মালাইকার সর্বশেষ পোস্টে মন্তব্য করে একজন ব্যবহারকারী লিখেছেন, "পতা নাহি ইয়ে মুন্নি কব তক বদনাম হোতে রহেগি ৷" অপর একজন লিখেছেন, "কেন রব নে বানা দি জোড়ি, এটা তার নিখুঁত উদাহরণ ।"

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

অন্যদিকে, রানওয়ে তারকার ভক্তরা ইনস্টাগ্রামে তাঁর পাশে দাঁড়িয়েছেন ৷ তাঁদের কথায়, "গুরু এক্স মালাইকা ।" তিনি আবার দিয়েছেন আগুনের ইমোজি ৷ একজন ভক্ত আবার গানটিতে মালাইকার মুভের ভূয়সী প্রশংসা করেছেন ৷ অন্য একজন লিখেছেন, "তুমি অত্যাশ্চর্য ।"

গুরুর অ্যালবাম ম্যান অফ দ্য মুনের প্রকাশিত সপ্তম গান হল তেরা কি খেয়াল । বস্কো লেসলি মার্টিসের ভিডিয়ো নির্দেশনায় ও সঞ্জয়ের সুরারোপিত তেরা কি খেয়াল লিখেছেন গুরু রনধাওয়া এবং রয়্যাল মান । এর আগে, মুন রাইজ গানটি প্রকাশ করেছিলেন গুরু ৷ সেই গানে তাঁর সঙ্গে দেখা গিয়েছে শেহনাজ গিলকে ৷

আরও পড়ুন: বিদেশি বিউটি ব্র্যান্ডের অ্যাম্বাসেডর শাহরুখ-কন্য়া, নেপোটিজম বিতর্ক শুরু নেটপাড়ায়

হায়দরাবাদ, 12 এপ্রিল: গুরু রনধাওয়ার সর্বশেষ গান তেরা কি খেয়ালে দেখা গিয়েছে বলিউডের অভিনেত্রী মালাইকা অরোরার কিলার ডান্স মুভ ৷ গত সপ্তাহে গানটি টি-সিরিজের ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে ৷ ইতিমধ্যে তা পেয়েছে 12 মিলিয়নেরও বেশি ভিউ । তেরা কি খেয়াল দর্শকদের মনে আলোড়ন সৃষ্টি করলেও গুরুর সঙ্গে গানে তাঁর সর্বশেষ ছবি নিয়ে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের একাংশের রোষের মুখে পড়েছেন ছাইয়াঁ ছাইয়াঁ গার্ল ৷

বুধবার মালাইকা তেরা কি খেয়াল থেকে বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন তাঁর ইনস্টাগ্রাম প্রোফাইলে । বিভিন্ন ছবিতে গুরুর সঙ্গে দারুণ সব পোজ দিতে দেখা গিয়েছে অভিনেত্রীকে । ছবিগুলি শেয়ার করে মালাইকা লিখেছেন, "ফটো ডাম্প... @gururandhawa #terakikhayal #Tkk ৷"

তিনি পোস্টটি শেয়ার করার পরপরই 49 বছর বয়সি ডিভাকে ট্রোল করে আক্রমণ শানাতে শুরু করেছেন নেট নাগরিকদের একাংশ । তাঁর বয়স নিয়ে কটাক্ষের পাশাপাশি আকর্ষক ডান্স নাম্বার নিয়েও নির্দয় ভাবে খোঁচা দেওয়া হয়েছে মালাইকা অরোরাকে ৷ মালাইকার সর্বশেষ পোস্টে মন্তব্য করে একজন ব্যবহারকারী লিখেছেন, "পতা নাহি ইয়ে মুন্নি কব তক বদনাম হোতে রহেগি ৷" অপর একজন লিখেছেন, "কেন রব নে বানা দি জোড়ি, এটা তার নিখুঁত উদাহরণ ।"

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

অন্যদিকে, রানওয়ে তারকার ভক্তরা ইনস্টাগ্রামে তাঁর পাশে দাঁড়িয়েছেন ৷ তাঁদের কথায়, "গুরু এক্স মালাইকা ।" তিনি আবার দিয়েছেন আগুনের ইমোজি ৷ একজন ভক্ত আবার গানটিতে মালাইকার মুভের ভূয়সী প্রশংসা করেছেন ৷ অন্য একজন লিখেছেন, "তুমি অত্যাশ্চর্য ।"

গুরুর অ্যালবাম ম্যান অফ দ্য মুনের প্রকাশিত সপ্তম গান হল তেরা কি খেয়াল । বস্কো লেসলি মার্টিসের ভিডিয়ো নির্দেশনায় ও সঞ্জয়ের সুরারোপিত তেরা কি খেয়াল লিখেছেন গুরু রনধাওয়া এবং রয়্যাল মান । এর আগে, মুন রাইজ গানটি প্রকাশ করেছিলেন গুরু ৷ সেই গানে তাঁর সঙ্গে দেখা গিয়েছে শেহনাজ গিলকে ৷

আরও পড়ুন: বিদেশি বিউটি ব্র্যান্ডের অ্যাম্বাসেডর শাহরুখ-কন্য়া, নেপোটিজম বিতর্ক শুরু নেটপাড়ায়

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.