হায়দরাবাদ, 17 অগস্ট: আগামী শুক্রবার পর্দায় মুক্তি পেতে চলেছে আর বাল্কি পরিচালিত স্পোর্টস ড্রামা 'ঘুমর' ৷ ভারতীয় মহিলা ক্রিকেটের এক অন্যরকম কাহিনি তুলে আনবে তুলে আনবে এই ছবি ৷ মুখ্য় চরিত্রে রয়েছেন অভিষেক বচ্চন, শাবানা আজমি এবং সায়ামি খের ৷ এবার দর্শকের জন্য একটি নতুন অফার নিয়ে হাজির হলেন নির্মাতারা ৷ এই মুহূর্তে টিকিটের ক্ষেত্রে 'বাই ওয়ান গেট ওয়ান' অফার দিচ্ছেন বহু নির্মাতাই ৷ 'জরা হাটকে জরা বাঁচকে' ছবির সাফল্যের পর থেকে এই ট্রেন্ড এখনও বর্তমান ৷ এবার একই পথে হাঁটলেন অভিষেকও ৷
এই ছবিতে অভিষেককে দেখা যাবে একজন ক্রিকেট কোচের ভূমিকায় ৷ তিনি এখানে একজন এমন ক্রিকেটারের ভূমিকায় অভিনয় করবেন যে জীবনে বিশেষ সাফল্য পায়নি ৷ কিন্তু সে চায় একবার ঘুরে দাঁড়াতে ৷ সুযোগ আসে হঠাৎই ৷ ভারতীয় দলের এক মহিলা ক্রিকেটার একটি মারাত্মক দুর্ঘটনার মুখে পড়ে ৷ ফলতো তার একটি হাত কেটে বাদ দিতে হয় ৷
ডান হাত হারিয়ে কার্যত ভেঙে পড়ে এই তরুণী ৷ ক্রিকেটের জন্য় দু'টি হাতই সমান গুরুত্বপূর্ণ ৷ কেবল মাত্র বাম হাতে খেলে কী তার পক্ষে আবার মাঠে ফেরা সম্ভব ? এই তরুণী যখন সব আশা ছেড়ে দিয়েছে তখনই তার সঙ্গী হন অভিষেক ৷ এই কোচই তাকে বাঁ হাতে বল করতে শেখায় ৷ হাতে ধরে শেখায় স্পিন বোলিংয়ের বিভিন্ন কৌশল ৷
আরও পডুন: 'তোমায় যত দেখি, তত শিখি' ; ঋত্বিকের সঙ্গে ফ্রেমে বন্দি হয়ে আপ্লুত পূষণ
বাঁ-হাতে বিশ্বজয়ের এই গল্প নিয়ে এবার পর্দায় আসছেন আর বাল্কি ৷ এর আগে 'পা', 'প্যাডম্যান'-এর মতো ছবি উপহার দিয়েছেন এই পরিচালক ৷ তাই তার ওপর প্রত্যাশা অনেকখানি ৷ এখন 'ঘুমর' কতটা দর্শকের মন জয় করতে পারবে সেই উত্তর রয়েছে সময়ের কাছে ৷ তবে এই ছবি 'ইকবাল'-এর মতো ছবির পর আরও একবার নতুন স্বাদ আনতে চলেছ তা বলাই বাহুল্য ৷