ETV Bharat / entertainment

Mahanayak Award Controversy: 'মহানায়ক' পুরস্কারপ্রাপ্তি নিয়ে নেটাগরিকদের কটাক্ষের পালটা দিলেন অনির্বাণ-শ্রাবন্তী - Award Controversy on social media

Award Controversy: প্রত্যেকবারের মতো এবারেও মহানায়ক সম্মান প্রাপকদের গিরে সোশাল মিডিয়ায় উঠেছে সমালোচনার ঝড় ৷ অনির্বাণ ভট্টাচার্য থেকে শ্রাবন্তী-শুভশ্রীকে একযোগে নেটপাড়ায় আক্রমণ নেটিজেনদের ৷ সমালোচনার জবাব দিলেন শ্রাবন্তীরা ৷

Mahanayak Award Controversy
'মহানায়ক' পুরস্কারপ্রাপ্তি নিয়ে সমালোচনার ঝড়
author img

By

Published : Jul 26, 2023, 2:08 PM IST

Updated : Jul 26, 2023, 11:05 PM IST

কলকাতা, 26 জুলাই: 24 জুলাই ধন ধান্য প্রেক্ষাগৃহে মুখ্যমন্ত্রীর হাত থেকে 'মহানায়ক' পুরস্কার সম্মানে সম্মানিত হয়েছেন টলিউডের অভিনেতা-অভিনেত্রীরা ৷ এবারে সেই সম্মান পেয়েছেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়, কোয়েল মল্লিক, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ৷ পেয়েছেন অভিনেতা অঙ্কুশ হাজরা, অনির্বাণ ভট্টাচার্যও। পুরস্কার প্রাপ্তির পর থেকেই এই সম্মান পাওয়ার যোগত্য নিয়ে উঠছে প্রশ্ন ৷ সোশাল কটাক্ষের শিকার 'মহানায়ক' সম্মানপ্রাপ্ত অভিনেতা-অভিনেত্রীরা ৷ এবার তারই পালটা দিলেন অনির্বাণ-শ্রাবন্তীরা ৷

মহানায়ক সম্মান পাওয়ার পর থেকেই কটাক্ষের শিকার হয়েছেন অভিনেত্রী শ্রাবন্তী ৷ সোশাল মিডিয়ায় নেটিজেনরা তাঁর উদ্দেশ্যে মন্তব্য করেছেন, "পুরস্কারের জন্য তৃণমূলের সদস্য হয়ে গেলেন?" কারও আবার মনে হয়েছে, এই ধরনের সম্মান কেন দেওয়া হয় সেটাই অভিনেত্রী জানেন না । এই বিষয়ে ইটিভি ভারতের তরফ থেকে যোগাযোগ করা হয়েছিল অভিনেত্রীর সঙ্গে ৷

তিনি বলেন, "লোকের বোধহয় বৃষ্টি-বাদলের দিনে খেয়েদেয়ে কাজ নেই। তাই এসব কথা বলছে। সবার তো মুখ্যমন্ত্রীর হাত থেকে পুরস্কার নেওয়ার সৌভাগ্য হয় না! আগে আমাদের মতো জায়গায় পৌঁছে দেখাক। তারপর বলুক এসব কথা। এসব ফালতু কথা শোনার সময় আমার নেই। অনেক কাজ বাকি। লন্ডন থেকে কমলেশ্বরদা'র 'আমি আমার মতো' ছবির কাজ সেরে ফিরলাম। এবার 'ডান্স বাংলা ডান্স'-এর শুটিংয়ে ব্যস্ত হয়ে পড়ব। সব মিলিয়ে খুব ব্যস্ত। আমি পজিটিভ মানুষ। নেগেটিভিটিতে বিশ্বাসী নই। তা হলে টিকে থাকতে পারব না।"

এবারের পঞ্চায়েত নির্বাচনে ঘটে যাওয়া হিংসার প্রতিবাদে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে খোলা চিঠি লিখেছিলেন বিদ্বজ্জনদের একাংশ। তাঁদের মধ্যে সই ছিল অনির্বাণেরও। চিঠি পাঠানোর 72 ঘণ্টা কাটতে না কাটতেই সোমবার সন্ধ্যায় মুখ্যমন্ত্রীর হাত থেকে মহানায়ক সম্মান নিতে দেখে অনির্বাণের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন নেটিজেনরা ৷ যোগাযোগ করা হয়েছিল অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যের সঙ্গে ৷ তিনি ইটিভি ভারতকে বলেন, "যাঁরা আমাকে প্রশ্ন করছেন যে, আমি কেন পুরস্কারটা নিলাম, আমার মনে হয়, রাজ্য সরকারকেও প্রশ্নটা করা উচিত যে, কেন তাঁরা আমাকে পুরস্কারটা দিলেন। একবার এই প্রশ্নটা ওদের করুন তো। তারপর আমি উত্তর দেব।"

এই প্রসঙ্গে অভিনেতা অঙ্কুশ ইটিভি ভারতকে প্রতিক্রিয়ায় বলেন, "পুরস্কার নিতে ভালো লাগে। দায়িত্বটাও বেড়ে যায়। তবে, পুরস্কার পেয়েছি মানেই এই নয় যে, আমি এই প্রজন্মের মহানায়ক।" প্রসঙ্গত, বিগত বেশ কয়েক বছরে 'মহানায়ক' সম্মান মাননীয়া মুখ্যমন্ত্রীর হাত থেকে পেয়েছেন দেব, সোহম চক্রবর্তী-সহ আরও অনেকে। তখনও একই প্রশ্ন তুলো সমালোচনার ঝড় উঠেছিল নেটপাড়ায় ৷

আরও পড়ুন: কোয়েল থেকে শুভশ্রী, 'মহানায়ক সম্মান' পেলেন একঝাঁক চেনা মুখ

কলকাতা, 26 জুলাই: 24 জুলাই ধন ধান্য প্রেক্ষাগৃহে মুখ্যমন্ত্রীর হাত থেকে 'মহানায়ক' পুরস্কার সম্মানে সম্মানিত হয়েছেন টলিউডের অভিনেতা-অভিনেত্রীরা ৷ এবারে সেই সম্মান পেয়েছেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়, কোয়েল মল্লিক, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ৷ পেয়েছেন অভিনেতা অঙ্কুশ হাজরা, অনির্বাণ ভট্টাচার্যও। পুরস্কার প্রাপ্তির পর থেকেই এই সম্মান পাওয়ার যোগত্য নিয়ে উঠছে প্রশ্ন ৷ সোশাল কটাক্ষের শিকার 'মহানায়ক' সম্মানপ্রাপ্ত অভিনেতা-অভিনেত্রীরা ৷ এবার তারই পালটা দিলেন অনির্বাণ-শ্রাবন্তীরা ৷

মহানায়ক সম্মান পাওয়ার পর থেকেই কটাক্ষের শিকার হয়েছেন অভিনেত্রী শ্রাবন্তী ৷ সোশাল মিডিয়ায় নেটিজেনরা তাঁর উদ্দেশ্যে মন্তব্য করেছেন, "পুরস্কারের জন্য তৃণমূলের সদস্য হয়ে গেলেন?" কারও আবার মনে হয়েছে, এই ধরনের সম্মান কেন দেওয়া হয় সেটাই অভিনেত্রী জানেন না । এই বিষয়ে ইটিভি ভারতের তরফ থেকে যোগাযোগ করা হয়েছিল অভিনেত্রীর সঙ্গে ৷

তিনি বলেন, "লোকের বোধহয় বৃষ্টি-বাদলের দিনে খেয়েদেয়ে কাজ নেই। তাই এসব কথা বলছে। সবার তো মুখ্যমন্ত্রীর হাত থেকে পুরস্কার নেওয়ার সৌভাগ্য হয় না! আগে আমাদের মতো জায়গায় পৌঁছে দেখাক। তারপর বলুক এসব কথা। এসব ফালতু কথা শোনার সময় আমার নেই। অনেক কাজ বাকি। লন্ডন থেকে কমলেশ্বরদা'র 'আমি আমার মতো' ছবির কাজ সেরে ফিরলাম। এবার 'ডান্স বাংলা ডান্স'-এর শুটিংয়ে ব্যস্ত হয়ে পড়ব। সব মিলিয়ে খুব ব্যস্ত। আমি পজিটিভ মানুষ। নেগেটিভিটিতে বিশ্বাসী নই। তা হলে টিকে থাকতে পারব না।"

এবারের পঞ্চায়েত নির্বাচনে ঘটে যাওয়া হিংসার প্রতিবাদে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে খোলা চিঠি লিখেছিলেন বিদ্বজ্জনদের একাংশ। তাঁদের মধ্যে সই ছিল অনির্বাণেরও। চিঠি পাঠানোর 72 ঘণ্টা কাটতে না কাটতেই সোমবার সন্ধ্যায় মুখ্যমন্ত্রীর হাত থেকে মহানায়ক সম্মান নিতে দেখে অনির্বাণের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন নেটিজেনরা ৷ যোগাযোগ করা হয়েছিল অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যের সঙ্গে ৷ তিনি ইটিভি ভারতকে বলেন, "যাঁরা আমাকে প্রশ্ন করছেন যে, আমি কেন পুরস্কারটা নিলাম, আমার মনে হয়, রাজ্য সরকারকেও প্রশ্নটা করা উচিত যে, কেন তাঁরা আমাকে পুরস্কারটা দিলেন। একবার এই প্রশ্নটা ওদের করুন তো। তারপর আমি উত্তর দেব।"

এই প্রসঙ্গে অভিনেতা অঙ্কুশ ইটিভি ভারতকে প্রতিক্রিয়ায় বলেন, "পুরস্কার নিতে ভালো লাগে। দায়িত্বটাও বেড়ে যায়। তবে, পুরস্কার পেয়েছি মানেই এই নয় যে, আমি এই প্রজন্মের মহানায়ক।" প্রসঙ্গত, বিগত বেশ কয়েক বছরে 'মহানায়ক' সম্মান মাননীয়া মুখ্যমন্ত্রীর হাত থেকে পেয়েছেন দেব, সোহম চক্রবর্তী-সহ আরও অনেকে। তখনও একই প্রশ্ন তুলো সমালোচনার ঝড় উঠেছিল নেটপাড়ায় ৷

আরও পড়ুন: কোয়েল থেকে শুভশ্রী, 'মহানায়ক সম্মান' পেলেন একঝাঁক চেনা মুখ

Last Updated : Jul 26, 2023, 11:05 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.