মুম্বই (মহারাষ্ট্র), 12 মার্চ: বলিউডের অভিনেত্রী মাধুরী দীক্ষিত নেনের মা স্নেহলতা দীক্ষিত প্রয়াত হলেন (Madhuri's Mother Passes Away)। একটি সূত্রের মারফৎ জানা গিয়েছে, রবিবার সকালে মাধুরী দীক্ষিত নেনের মায়ের জীবনাবসান হয় (Madhuri Dixit Mom Died)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 90 বছর । আজ তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে ৷
জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন মাধুরী দীক্ষিত নেনের মা স্নেহলতা দীক্ষিত (Madhuri Dixit's Mother Snehlata Passes Away)৷ রবিবার তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ৷ বিশেষ সূত্রে খবর যে, আজ বিকেল তিনটেয় ওরলি শ্মশানে মাধুরীর মায়ের শেষকৃত্য সম্পন্ন হবে ৷
মাকে "আই" বলে সম্বোধন করতেন মাধুরী দীক্ষিত নেন । গত বছর জুন মাসে তাঁর মায়ের জন্মদিনে মাধুরী একটি মন ছুঁয়ে যাওয়া বার্তা লিখেছিলেন । তিনি লেখেন, "শুভ জন্মদিন, আই ! সবাই বলে যে একজন মা তাঁর মেয়ের সেরা বন্ধু । তুমি আমার জন্য যা করেছো, তোমার থেকে যে পাঠ শিখেছি, তা হল তোমার কাছ থেকে পাওয়া আমার জন্য সবচেয়ে বড় উপহার । আমি তোমার সুস্বাস্থ্য ও সুখ কামনা করি ।"
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
আরও পড়ুন: ওটিটি-র সুবাদেই 'মাজা মা'র মতো সাহসী ফিল্ম করা সম্ভব হয়েছে: মাধুরী
যে ছবিটি প্রকাশিত হয়েছে সেখানে মাধুরী দীক্ষিত নেনের বাঁদিকে দেখা যাচ্ছে তাঁর মা স্নেহলতা দীক্ষিতকে ৷ আর মাধুরীর ডানদিকে রয়েছেন তাঁর স্বামী শ্রীরাম মাধব নেনে ৷ মাধুরীর মায়ের মৃত্যুর কারণ এখনও জানা যায়নি ।
ফিল্মের সঙ্গে একবার সংযোগ ঘটেছিল মাধুরীর মা স্নেহলতা দীক্ষিতের । 2013 সালে গুলাব গ্যাং ছবিতে তিনি একটি গান গেয়েছেন ৷ সংবাদসংস্থা আইএএনএস-কে দেওয়া একটি সাক্ষাত্কারে চলচ্চিত্র নির্মাতা অনুভব সিনহা বলেছিলেন, “ফিল্মে একটি গান গাওয়ার জন্য যখন আমরা মাধুরীর সঙ্গে যোগাযোগ করি, তখন তিনি আনন্দের সঙ্গে তা করতে রাজি হয়ে যান । তিনি যখন সেই গানের রেকর্ডিংয়ে এসেছিলেন, তখন তাঁর মাও আসেন তাঁর সঙ্গে ৷ আর তখনই আমরা আবিষ্কার করি যে, মাধুরীর মা-ও খুব ভাল গায়িকা । তাই আমরা তাঁর মাকে জিজ্ঞাসা করলাম সে একটি গান তিনি গাইবেন কি না । অবশেষে, ওই ফিল্মে মাধুরী এবং তাঁর মা দুজনেই একটি গান গান ।”