কলকাতা, 20 মার্চ: মুক্তি পেল অঙ্কুশ-ঐন্দ্রিলার নতুন ছবি 'লাভ ম্যারেজ'-এর প্রথম গান 'আছো কেমন' ৷ 'লাভ ম্যারেজ' ছবিটি আদ্যপ্রান্ত এক প্রেমের ছবি ৷ আর সঙ্গে হালকা হাসির চোরাস্রোত তো রয়েছেই ৷ ঘটনার ঘনঘটার শুরু হয়েছে রঞ্জিত মল্লিক এবং অপরাজিতা আঢ্য়কে কেন্দ্র করে ৷ ছবিতে রঞ্জিত মল্লিকের অর্থাৎ পর্দার মহিমবাবুর ছলের চরিত্রে অভিনয় করেছেন অঙ্কুশ ৷ অন্যদিকে ঐন্দ্রিলার মায়ের চরিত্রে দেখা গিয়েছে অপরাজিতা ৷ অঙ্কুশ-ঐন্দ্রিলা তো অনস্ক্রিনে একে অপরকে ভালোবাসে কিন্তু বাধ সাধে রঞ্জিত এবং অপরাজিতার সম্পর্ক (Love marriage First Song Acho Kamon) ৷
রঞ্জিত মল্লিক এবং অপরাজিতা আঢ্য়ের মধ্যে যে ভালোবাসার সম্পর্ক তৈরি হয় তা নিয়েই এগিয়ে চলে গল্প ৷ বাবা মায়ের প্রেম কীভাবে সামলাবেন নায়ক নায়িকা ৷ সেকথাই বলবে এই ছবি ৷ সোমবার মুক্তি পেল ছবির প্রথম গান 'আছো কেমন' ৷ এই গানে গলা দিয়েছেন ইমন চক্রবর্তী ৷ সুরের দায়িত্বে রয়েছেন শৌভিক ৷ প্রেমের এই গানে ধরা পড়েছে পুরোনো দিনের ফেলে আসা স্মৃতি ৷ এর আগে পোস্টারেই ইঙ্গিত মিলেছিল গানের সম্পর্কে ৷
ইতিমধ্য়েই সামনে এসেছে ছবির ট্রেলার ৷ সুরিন্দর সিং এবং নিশপাল সিং পরিচালিত এই ছবির পরিচালনার দায়িত্ব রয়েছেন প্রেমেন্দুবিকাশ চাকি ৷ ছবিটি পর্দায় আসতে চলেছে আগামী 14 এপ্রিল ৷ অর্থাৎ বাংলার নববর্ষেই আসছে এই প্রেমের ছবি ৷ এবার মুক্তি পেল ছবির প্রথম গানটিও ৷ যা বেশ নজর কাড়ল নেটিজেনদের ৷
- " class="align-text-top noRightClick twitterSection" data="">
আরও পড়ুন: কেমন হবে ভ্যাম্পায়ারের দাঁতের চিকিৎসা! নতুন হিন্দি সিরিজ নিয়ে আসছেন শাশ্বত
অঙ্কুশ এবং ঐন্দ্রিলা দু'জনেই এখন বিনোদন দুনিয়ার ব্যস্ত মুখ ৷ একাধিক কাজ রয়েছে দু'জনের হাতেই ৷ আর তাঁদের শেষ ওটিটি প্রজেক্টের জন্য়ও প্রশংসা কুড়িয়েছেন দু'জনেই ৷ একদিকে যেমন শিকারপুর সিরিজের জন্য সমালোচকদের প্রশংসিত হয়েছেন অঙ্কুশ ৷ তেমনই আবার ঐন্দ্রিলা ভালোবাসা পাচ্ছেন তাঁর নতুন সিরিজ 'শ্বেতকালী'র জন্য় ৷ এবার 'লাভ ম্যারজ'-এ তাঁদের অনস্ক্রিন কেমিস্ট্রি কেমন জমে সেটাই দেখার ৷