ETV Bharat / entertainment

Lakadbagga on OTT: এবার ওটিটি-তে অংশুমানের 'লকড়বগ্গা - দ্য হায়না'

এবার ওটিটি-তে মুক্তি পেতে চলেছে ভিক্টর মুখোপাধ্যায় পরিচালিত হিন্দি ছবি 'লকড়বগ্গা - দ্য হায়না' । আগামী 30 জুন ডিজিটাল প্রিমিয়ার হতে চলেছে এই ছবির ৷

Lakadbagga the hyena
ওটিটিতে লকড়বগ্গা দ্য হায়না
author img

By

Published : Jun 27, 2023, 2:15 PM IST

কলকাতা, 27 জুন: এবার ওটিটি-তে হাজির হতে চলেছে ভিক্টর মুখোপাধ্যায় পরিচালিত হিন্দি ছবি 'লকড়বগ্গা - দ্য হায়না' । 30 জুন থেকে জি ফাইভে শুরু হবে এই ছবির স্ট্রিমিং । পশুপ্রেমের এক কাহিনি কেন্দ্র করে এই ছবিটি তৈরি করেছেন পরিচালক ভিক্টর মুখোপাধ্যায় । এক তরুণের কুকুরের প্রতি অপার ভালোবাসার কাহিনি বর্ণিত হয়েছে 'লকড়বগ্গা - দ্য হায়না' ছবিতে ।

'লকড়বগ্গা - দ্য হায়না' ছবির গল্প আবর্তিত হয়েছে হরতকি বাগানের বাসিন্দা অর্জুন বক্সীকে কেন্দ্রে রেখে । যে পেশায় 'ক্রভ-মাগা' অর্থাৎ ইজরায়েলি মার্শাল আর্ট ফর্মের শিক্ষক । সে সারাদিন ছোটদের মার্শাল আর্ট শেখায় । আর রাতে কুকুরদের প্রতি দায়িত্ব পালন করে । দেশি কুকুরের প্রতি তার অগাধ ভালোবাসা । আর এই চরিত্রেই রয়েছেন অংশুমান ঝাঁ । সকল পশুপ্রেমীদের জন্য এই ছবি আদর্শ তা হলফ করে বলা যায় ৷

এই ছবিতে অংশুমান ঝাঁ, মিলিন্দ, ঋদ্ধি ডোগরা ছাড়াও অভিনয় করেছেন বাংলার খ্যাতনামা অভিনেতা খরাজ মুখোপাধ্যায় । 'লকড়বগ্গা - দ্য হায়না' শিরোনামের‍ এই ছবিতে ব্যবহৃত হয়েছে একটি রবীন্দ্র সঙ্গীত 'পুরানো সেই দিনের কথা' । যায় মুক্তি পায় রবি ঠাকুরের শহরেই । ছবির প্রিমিয়ারও হয়েছিল কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে । গত 13 জানুয়ারি মুক্তি পায় ছবিটি । এবার ঘরে বসে যখন তখন এই ছবি দেখে নিতে পারবে দর্শক ।

আরও পড়ুন: 'ও আমার পোলা তোমার চেলা... তুমি ওরে কিছু কও', ছেলের ভবিষ্যত নিয়ে উদ্বিগ্ন শচীনকত্তা বলেছিলেন সলিলকে

অভিনেতা অংশুমান ঝাঁ আপ্লুত হয়ে বলেন, "আমি খুব খুশি যে 'লকড়বগ্গা' জি ফাইভে দেখানো হবে । আশা করি সকল পশুপ্রেমীদের এই ছবিটা ভালো লাগবে । কেননা ছবিটা কুকুরদের প্রতি ভালোবাসার এক কাহিনি । কলকাতা শহরকে কেন্দ্রে রেখে গড়ে উঠেছে গল্পটা । তাই বাংলায় আমার যত ফ্যান আছে তাদের সকলকে অনুরোধ আপনারা দেখুন এই ছবিটা ।"

কলকাতা, 27 জুন: এবার ওটিটি-তে হাজির হতে চলেছে ভিক্টর মুখোপাধ্যায় পরিচালিত হিন্দি ছবি 'লকড়বগ্গা - দ্য হায়না' । 30 জুন থেকে জি ফাইভে শুরু হবে এই ছবির স্ট্রিমিং । পশুপ্রেমের এক কাহিনি কেন্দ্র করে এই ছবিটি তৈরি করেছেন পরিচালক ভিক্টর মুখোপাধ্যায় । এক তরুণের কুকুরের প্রতি অপার ভালোবাসার কাহিনি বর্ণিত হয়েছে 'লকড়বগ্গা - দ্য হায়না' ছবিতে ।

'লকড়বগ্গা - দ্য হায়না' ছবির গল্প আবর্তিত হয়েছে হরতকি বাগানের বাসিন্দা অর্জুন বক্সীকে কেন্দ্রে রেখে । যে পেশায় 'ক্রভ-মাগা' অর্থাৎ ইজরায়েলি মার্শাল আর্ট ফর্মের শিক্ষক । সে সারাদিন ছোটদের মার্শাল আর্ট শেখায় । আর রাতে কুকুরদের প্রতি দায়িত্ব পালন করে । দেশি কুকুরের প্রতি তার অগাধ ভালোবাসা । আর এই চরিত্রেই রয়েছেন অংশুমান ঝাঁ । সকল পশুপ্রেমীদের জন্য এই ছবি আদর্শ তা হলফ করে বলা যায় ৷

এই ছবিতে অংশুমান ঝাঁ, মিলিন্দ, ঋদ্ধি ডোগরা ছাড়াও অভিনয় করেছেন বাংলার খ্যাতনামা অভিনেতা খরাজ মুখোপাধ্যায় । 'লকড়বগ্গা - দ্য হায়না' শিরোনামের‍ এই ছবিতে ব্যবহৃত হয়েছে একটি রবীন্দ্র সঙ্গীত 'পুরানো সেই দিনের কথা' । যায় মুক্তি পায় রবি ঠাকুরের শহরেই । ছবির প্রিমিয়ারও হয়েছিল কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে । গত 13 জানুয়ারি মুক্তি পায় ছবিটি । এবার ঘরে বসে যখন তখন এই ছবি দেখে নিতে পারবে দর্শক ।

আরও পড়ুন: 'ও আমার পোলা তোমার চেলা... তুমি ওরে কিছু কও', ছেলের ভবিষ্যত নিয়ে উদ্বিগ্ন শচীনকত্তা বলেছিলেন সলিলকে

অভিনেতা অংশুমান ঝাঁ আপ্লুত হয়ে বলেন, "আমি খুব খুশি যে 'লকড়বগ্গা' জি ফাইভে দেখানো হবে । আশা করি সকল পশুপ্রেমীদের এই ছবিটা ভালো লাগবে । কেননা ছবিটা কুকুরদের প্রতি ভালোবাসার এক কাহিনি । কলকাতা শহরকে কেন্দ্রে রেখে গড়ে উঠেছে গল্পটা । তাই বাংলায় আমার যত ফ্যান আছে তাদের সকলকে অনুরোধ আপনারা দেখুন এই ছবিটা ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.