কলকাতা, 16 জানুয়ারি: অরিজিৎ সিং-এর সুরে হিন্দি গান গাইলেন কুমার শানু (Sanu Sings to Tune of Arijit)৷ গোপন এই তথ্য আজ ফাঁস করে দিয়েছেন স্বয়ং সঙ্গীতশিল্পী ৷ অরিজিতের (Arijit Singh Song) সুরে গানটির ভূয়সি প্রশংসা করে শানু (Kumar Sanu) বললেন, দারুণ মেলোডিয়াস সেই গান ৷ তবে এই গান কবে মুক্তি পাবে, সে বিষয়ে স্পষ্ট ভাবে তিনি কিছু জানাতে পারেননি ৷
নবাগতার সঙ্গে রোম্যান্টিক গানে শানু: সম্প্রতি 'একলা একা মনের সাথে' শীর্ষক গানের রেকর্ডিং-এ কলকাতায় আসেন কুমার শানু । পল্লব গৌতমের কথায় ও সুরে তিনি গানটি গাইলেন নবাগতা সঙ্গীতশিল্পী মোনালিসা মুখোপাধ্যায়ের সঙ্গে। একশো ভাগ রোম্যান্টিক গান এটি, নিজেই জানালেন কুমার শানু । গান গাইতে এসে এ দিন সাম্প্রতিককালের সঙ্গীতজগত নিয়ে নানা কথা বলেন তিনি ।
'অরিজিৎ গুণী শিল্পী': এই সময়ে দাঁড়িয়ে অরিজিত সিংকে ঘিরে নানা কথায় মুখর বিনোদনপ্রেমী মানুষজন । কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী মঞ্চে 'গেরুয়া' গান থেকে শুরু করে শ্রীজাত বন্দ্যোপাধ্যায় পরিচালিত 'মানবজমিন' ছবিতে তাঁর শ্যামাসঙ্গীত গাওয়া - অরিজিৎকে নিয়ে আলোচনা তুঙ্গে । এই ব্যাপারে প্রশ্ন করা হলে শানু বলেন, "অরিজিৎ গুণী শিল্পী । ওঁকে নিয়ে আমি কোনও কথাই বলব না ।"
অরিজিতের সুরে গাইলেন শানু: তবে, কুমার শানু এ দিন একটি জবর খবর দেন । তিনি জানান, "একটা টাটকা খবর দিই । আমি অরিজিৎ সিং-এর সুরে গান গাইলাম । অসাধারণ একটা গান । কবে আসবে জানি না । দারুণ মেলোডিয়াস একটা গান । সুরকার অরিজিতকে এ বার আরও ভালোভাবে চিনবে মানুষ । এই খবরটা গোপন ছিল । ফাঁস করে দিলাম আমি ।"
আরও পড়ুন: জঙ্গিপুরে মেডিক্যাল কলেজ তৈরিতে অরিজিতের প্রস্তাবে সাহায্যের প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
শানুর বেশ কয়েকটি হিন্দি গান আসছে: প্রসঙ্গত, খুব বেশি হিন্দি ছবিতে গাইতে শোনা যাচ্ছে না কুমার শানুকে । সম্প্রতি 'খলিবলি' ছাড়া আর তেমন কোনও ছবিতে তাঁর গান শোনেননি শানুপ্রিয় শ্রোতাকূল । এই প্রসঙ্গ তুললে তিনি জানান, বেশ কয়েকটি হিন্দি ছবিতে গান গাওয়া রয়েছে তাঁর । সেগুলি মুক্তির পথে ।
বিতর্ক নিয়ে মন্তব্যে নারাজ: 'পাঠান' বিতর্ক নিয়ে প্রশ্ন উঠলে কোনও কথা বলতে রাজি হননি কুমার শানু । বয়কট বলিউড প্রসঙ্গে তিনি বলেন, "বয়কট বলিউড বলে কিছু হতে পারে না । যে বলে সে বলে । যে বলে না সে বলে না । মজার কথা হল, যে বলে সে বাড়ি গিয়ে নিজেই হিন্দি গান শোনে । সুতরাং এইসব কথার কোনও মানেই নেই ।"