ETV Bharat / entertainment

সিনেমায় সচেতনতার বার্তা, কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা পেল পাঁচটি পরিবেশ বিষয়ক ছবি - Kolkta International Film Festival

29th KIFF 2023: 29তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের হাত ধরে পরিবেশ সচেতনতার বার্তা কিফ কমিটির ৷ দেশি-বিদেশি মোট পাঁচটি পরিবেশ বিষয়ক ছবি দেখানো হবে এবারের চলচ্চিত্র উৎসবে ৷

Etv Bharat
সিনেমা দিয়েই সচেতনতার বার্তা চলচ্চিত্র উৎসবে
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 2, 2023, 1:15 PM IST

কলকাতা, 2 ডিসেম্বর: পরিবেশ সচেতনতার বার্তা এবার কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ৷ পরিবশ সচেতনতা নিয়ে বহু ছবি তৈরি হয়েছে বলিউড, টলিউড এবং হলিউডেও। চলতি বছরের চলচ্চিত্র উৎসবে বেছে নেওয়া হয়েছে পাঁচটি পরিবেশ সচেতনতা মূলক ছবি ৷

ফ্রান্সের পরিচালক লুক জ্যাকুয়েটের 83 মিনিটের ছবি 'আন্টার্কটিকা কলিং' 7 ডিসেম্বর বিকেল 4টেয় দেখানো হবে নিউ এম্পায়ারে। 8 ডিসেম্বর দেখানো হবে দুপুর 1:30 মিনিটে রাধা স্টুডিয়োতে। দক্ষিণ মেরুর একটি বিলুপ্তপ্রায় মহাদেশ আন্টার্কটিকার বাসিন্দা পেঙ্গুইনদের নিয়ে তৈরি এই ছবি।

ভারতীয় পরিচালক সৌনক সেনের 91 মিনিটের হিন্দি ছবি 'অল দ্যাট ব্রেদস' দুপুর 1:30 মিনিটে দেখানো হবে রাধা স্টুডিয়োতে এবং এই ছবি 9 ডিসেম্বর বিকেল 3:30 মিনিটে দেখানো হবে বিজলি সিনেমাতে। নয়া দিল্লির দূষণ কীভাবে সেখানকার জীবকূলের ক্ষতি করে চলেছে, সেই দিক তুলে ধরা হয়েছে এই ছবিতে।

ভারতীয় পরিচালক অনিল থমাসের 127 মিনিটের মালয়ালম ছবি 'ইথুভারে' 11 ডিসেম্বর দেখানো হবে বিকেল 4টেয় রাধা স্টুডিয়োতে। ভারতীয় এবং বাঙালি পরিচালক বিপ্লব দাসের 80 মিনিটের ছবি 'কলমকাঠি' 7 ডিসেম্বর দেখানো হবে বিকেল 3:30 মিনিটে। পশ্চিমবঙ্গের চাষীদের নিয়ে তৈরি হয়েছে এই ছবিটি। পাশাপাশি, ভারতীয় পরিচালক রক্ষিত তীর্থহালির 101 মিনিটের কন্নড় ভাষার ছবি 'তিম্মানা মোট্টেগালু' 7 ডিসেম্বর বিকেল সাড়ে 5টায় দেখানো হবে মেনকা সিনেমাতে।

5 ডিসেম্বর নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে শুরু হতে চলেছে এবারের চলচ্চিৎ উৎসব ৷ প্রদীপ প্রজ্জ্বোলনের মধ্য দিয়ে সিনেমার উৎসবের সূচণা করবেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ উপস্থিত থাকবেন টলিউড ও বলিউডের একঝাঁক তারকা ৷ তাই সিনেপ্রেমীদের নজর এখন সেইদিকেই ৷

আরও পড়ুন:

1. জন্মশতবর্ষে স্মরণ 'এভারগ্রিন' দেব আনন্দকে, কিফে জায়গা পেল অভিনেতার সেরা 7 ছবি

2. চলচ্চিত্র উৎসবে 'খেলা হবে' ! গেম অন সেকশনে জায়গা পেল সৃজিতের 'সাবাশ মিঠু'

3. বক্সঅফিসে রণবীরের 'অ্যানিম্যাল' তুফান! পিছনে ফেললেন শাহরুখ-সলমন-রজনীকান্তকে

কলকাতা, 2 ডিসেম্বর: পরিবেশ সচেতনতার বার্তা এবার কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ৷ পরিবশ সচেতনতা নিয়ে বহু ছবি তৈরি হয়েছে বলিউড, টলিউড এবং হলিউডেও। চলতি বছরের চলচ্চিত্র উৎসবে বেছে নেওয়া হয়েছে পাঁচটি পরিবেশ সচেতনতা মূলক ছবি ৷

ফ্রান্সের পরিচালক লুক জ্যাকুয়েটের 83 মিনিটের ছবি 'আন্টার্কটিকা কলিং' 7 ডিসেম্বর বিকেল 4টেয় দেখানো হবে নিউ এম্পায়ারে। 8 ডিসেম্বর দেখানো হবে দুপুর 1:30 মিনিটে রাধা স্টুডিয়োতে। দক্ষিণ মেরুর একটি বিলুপ্তপ্রায় মহাদেশ আন্টার্কটিকার বাসিন্দা পেঙ্গুইনদের নিয়ে তৈরি এই ছবি।

ভারতীয় পরিচালক সৌনক সেনের 91 মিনিটের হিন্দি ছবি 'অল দ্যাট ব্রেদস' দুপুর 1:30 মিনিটে দেখানো হবে রাধা স্টুডিয়োতে এবং এই ছবি 9 ডিসেম্বর বিকেল 3:30 মিনিটে দেখানো হবে বিজলি সিনেমাতে। নয়া দিল্লির দূষণ কীভাবে সেখানকার জীবকূলের ক্ষতি করে চলেছে, সেই দিক তুলে ধরা হয়েছে এই ছবিতে।

ভারতীয় পরিচালক অনিল থমাসের 127 মিনিটের মালয়ালম ছবি 'ইথুভারে' 11 ডিসেম্বর দেখানো হবে বিকেল 4টেয় রাধা স্টুডিয়োতে। ভারতীয় এবং বাঙালি পরিচালক বিপ্লব দাসের 80 মিনিটের ছবি 'কলমকাঠি' 7 ডিসেম্বর দেখানো হবে বিকেল 3:30 মিনিটে। পশ্চিমবঙ্গের চাষীদের নিয়ে তৈরি হয়েছে এই ছবিটি। পাশাপাশি, ভারতীয় পরিচালক রক্ষিত তীর্থহালির 101 মিনিটের কন্নড় ভাষার ছবি 'তিম্মানা মোট্টেগালু' 7 ডিসেম্বর বিকেল সাড়ে 5টায় দেখানো হবে মেনকা সিনেমাতে।

5 ডিসেম্বর নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে শুরু হতে চলেছে এবারের চলচ্চিৎ উৎসব ৷ প্রদীপ প্রজ্জ্বোলনের মধ্য দিয়ে সিনেমার উৎসবের সূচণা করবেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ উপস্থিত থাকবেন টলিউড ও বলিউডের একঝাঁক তারকা ৷ তাই সিনেপ্রেমীদের নজর এখন সেইদিকেই ৷

আরও পড়ুন:

1. জন্মশতবর্ষে স্মরণ 'এভারগ্রিন' দেব আনন্দকে, কিফে জায়গা পেল অভিনেতার সেরা 7 ছবি

2. চলচ্চিত্র উৎসবে 'খেলা হবে' ! গেম অন সেকশনে জায়গা পেল সৃজিতের 'সাবাশ মিঠু'

3. বক্সঅফিসে রণবীরের 'অ্যানিম্যাল' তুফান! পিছনে ফেললেন শাহরুখ-সলমন-রজনীকান্তকে

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.