ETV Bharat / entertainment

Koel Mallick Vaccation: নতুন অ্যাডভেঞ্চারে রওনা দিলেন পর্দার 'মিতিন মাসি' - Koel Mallick Vaccation

ফের একবার ছুটির মুডে কোয়েল মল্লিক ৷ বিমান বসে তিনি শেয়ার করলেন তাঁর প্রথম সেলফি ৷

Koel Mallick Vaccation
পর্দার মিতিন এবার ছুটির মেজাজে
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 6, 2023, 1:17 PM IST

কলকাতা, 6 সেপ্টেম্বর: ফের একবার ছুটির মেজাজে পাওয়া গেল কোয়েল মল্লিককে ৷ কয়েকদিন আগেই পরিবারের সঙ্গে তিনি ছুটি কাটিয়ে ফিরেছেন থাইল্যান্ড থেকে ৷ আর এবার আবার বেরিয়ে পড়লেন নতুন একটি ভ্যাকেশনে ৷ তাঁর ভ্যাকেশন ডায়েরির প্রথম ছবিটি সামনে এল বিমান থেকে ৷ ভ্যাকেশন মানেই তো মজা আর অ্যাডভেঞ্চার ৷ তাই একথা বোধহয় বলাই যায় পর্দার মিতিন বেড়িয়ে পড়লেন নতুন অ্যাডভেঞ্চারের খোঁজে ৷ যদিও ঠিক কোথাও চললেন তিনি তা এদিন জানা গেল না ৷ সঙ্গে পরিবার রয়েছে কি না সেসব তথ্যও ফাঁস করেননি নায়িকা ৷

শুধু তিনি এটুকুই লিখেছেন, 'ইয়ে! ভ্যাকেশন ৷' কোয়েলকে এদিন দেখা গেল সবুজ রঙের স্ট্রাইপ শার্টে ৷ বিমানের জানালার পাশে বসে, খোশ মেজাজে ক্যামেরা বন্দি হলেন নায়িকা ৷ ডান হাত দিয়ে দেখালেন 'ভিকট্রি সাইন'ও ৷ কয়েকদিন আগেই সপরিবারে থাইল্যান্ডে দেখা গিয়েছিল নায়িকাকে ৷ বিদেশ ভ্রমনের প্রায় প্রতি মুহূর্তের আপডেটও তিনি শেয়ার করেছিলেন সোশালে ৷ এবারও কোথায় চললেন তা জানতে হয়তো আরও কিছুটা সময় লাগবে ৷

অভিনয়ের কথা বলতে গেলে কোয়েলকে আরও একবার মিতিন মাসি রূপে দেখতে এখন মুখিয়ে সকলে ৷ অরিন্দম শীলের পরিচালনায় পুজোতেই আসতে চলেছে কোয়েলের দ্বিতীয় অ্যাডভেঞ্চার 'জঙ্গলে মিতিন মাসি' ৷ ছবিটির প্রযোজনা করেছে ক্যামেলিয়া প্রোডাকশনস ৷ সুচিত্রা ভট্টাচার্যের কাহিনি অবলম্বনে তৈরি হয়েছে এই ছবি ৷ ছবিতে বড় হয়ে উঠে আসতে চলেছে জঙ্গল ৷ কারণ সারাণ্ডার জঙ্গলে হাতির চোরাশিকারের কাহিনি নিয়েই গড়ে উঠেছে এই কাহিনি ৷

Koel Mallick Vaccation
ভ্যাকেশনের প্রথম ছবি

আরও পড়ুন: কপ ইউনিভার্সের তোড়জোড় শুরু! চরিত্রদের লুক নিয়ে হাজির 'দশম অবতার' ছবির পোস্টার

জঙ্গল এবং চোরা শিকার যখন রয়েছে তখন ছবির পরতে পরতে যে রয়েছে রহস্য তা বলাই বাহুল্য ৷ ইতিমধ্যেই ছবির টিজারও সামনে এসেছে ৷ কিছুদিন বাদেই পুরোদমে ছবির প্রচারে মেতে উঠতে হবে অভিনেত্রীকে ৷ তার আগে তাই নিজের মতো করে কিছু ছুটি কাটিয়ে নিতে চান কোয়েল ৷ সেই কারণেই আবার ভ্যাকেশন মুডে নায়িকা ৷

কলকাতা, 6 সেপ্টেম্বর: ফের একবার ছুটির মেজাজে পাওয়া গেল কোয়েল মল্লিককে ৷ কয়েকদিন আগেই পরিবারের সঙ্গে তিনি ছুটি কাটিয়ে ফিরেছেন থাইল্যান্ড থেকে ৷ আর এবার আবার বেরিয়ে পড়লেন নতুন একটি ভ্যাকেশনে ৷ তাঁর ভ্যাকেশন ডায়েরির প্রথম ছবিটি সামনে এল বিমান থেকে ৷ ভ্যাকেশন মানেই তো মজা আর অ্যাডভেঞ্চার ৷ তাই একথা বোধহয় বলাই যায় পর্দার মিতিন বেড়িয়ে পড়লেন নতুন অ্যাডভেঞ্চারের খোঁজে ৷ যদিও ঠিক কোথাও চললেন তিনি তা এদিন জানা গেল না ৷ সঙ্গে পরিবার রয়েছে কি না সেসব তথ্যও ফাঁস করেননি নায়িকা ৷

শুধু তিনি এটুকুই লিখেছেন, 'ইয়ে! ভ্যাকেশন ৷' কোয়েলকে এদিন দেখা গেল সবুজ রঙের স্ট্রাইপ শার্টে ৷ বিমানের জানালার পাশে বসে, খোশ মেজাজে ক্যামেরা বন্দি হলেন নায়িকা ৷ ডান হাত দিয়ে দেখালেন 'ভিকট্রি সাইন'ও ৷ কয়েকদিন আগেই সপরিবারে থাইল্যান্ডে দেখা গিয়েছিল নায়িকাকে ৷ বিদেশ ভ্রমনের প্রায় প্রতি মুহূর্তের আপডেটও তিনি শেয়ার করেছিলেন সোশালে ৷ এবারও কোথায় চললেন তা জানতে হয়তো আরও কিছুটা সময় লাগবে ৷

অভিনয়ের কথা বলতে গেলে কোয়েলকে আরও একবার মিতিন মাসি রূপে দেখতে এখন মুখিয়ে সকলে ৷ অরিন্দম শীলের পরিচালনায় পুজোতেই আসতে চলেছে কোয়েলের দ্বিতীয় অ্যাডভেঞ্চার 'জঙ্গলে মিতিন মাসি' ৷ ছবিটির প্রযোজনা করেছে ক্যামেলিয়া প্রোডাকশনস ৷ সুচিত্রা ভট্টাচার্যের কাহিনি অবলম্বনে তৈরি হয়েছে এই ছবি ৷ ছবিতে বড় হয়ে উঠে আসতে চলেছে জঙ্গল ৷ কারণ সারাণ্ডার জঙ্গলে হাতির চোরাশিকারের কাহিনি নিয়েই গড়ে উঠেছে এই কাহিনি ৷

Koel Mallick Vaccation
ভ্যাকেশনের প্রথম ছবি

আরও পড়ুন: কপ ইউনিভার্সের তোড়জোড় শুরু! চরিত্রদের লুক নিয়ে হাজির 'দশম অবতার' ছবির পোস্টার

জঙ্গল এবং চোরা শিকার যখন রয়েছে তখন ছবির পরতে পরতে যে রয়েছে রহস্য তা বলাই বাহুল্য ৷ ইতিমধ্যেই ছবির টিজারও সামনে এসেছে ৷ কিছুদিন বাদেই পুরোদমে ছবির প্রচারে মেতে উঠতে হবে অভিনেত্রীকে ৷ তার আগে তাই নিজের মতো করে কিছু ছুটি কাটিয়ে নিতে চান কোয়েল ৷ সেই কারণেই আবার ভ্যাকেশন মুডে নায়িকা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.