হায়দরাবাদ, 13 মার্চ: মার্কিন মুলুকে ইতিহাস ভারতীয় সিনেমার ৷ সেরা মৌলিক গানের ক্যাটেগরিতে সোমবার অ্যাকাডেমি অ্যাওয়ার্ড ঝুলিতে ভরেছে 'নাতু নাতু' (Naatu Naatu Song) ৷ প্রথম ভারতীয় চলচ্চিত্রের গান হিসেবে স্বর্ণাক্ষরে খোদাই রইল এমএম কীরাবাণীর 'নাতু নাতু'র নাম ৷ রাহুল সিপলিগঞ্জ এবং কালা ভৈরবার কণ্ঠে এই গানে আগেই নেচেছিল আসমুদ্র-হিমাচল ৷ সোমবার ডলবি থিয়েটারে স্ট্যান্ডিং ওভেশন পেল 'নাতু নাতু' ৷ কিন্তু জানেন কী, অস্কারজয়ী এই গান কোথায় শ্যুট করা হয়েছিল (Know where the Naatu Naatu song of RRR was shot) ?
কিভে অবস্থিত ইউক্রেনের রাষ্ট্রপতি ভবন মারিনস্কি প্যালেসে শ্যুট করা হয়েছিল 'আরআরআর' ছবির এই গান ৷ সে দেশের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি বর্তমানে ওই ভবনেরই বাসিন্দা ৷ রামচরণ-জুনিয়র এনটিআরের ডান্সিং স্টেপ, কীরাবাণীর মিউজিকের পাশাপাশি 'নাতু নাতু'র সাফল্যে লোকেশনের ভূমিকা সমানভাবে গুরুত্বপূর্ণ ৷ বিভিন্ন সাক্ষাৎকারে সে কথা জানিয়েছেন ছবির পরিচালক এসএস রাজামৌলি ৷
ঐতিহাসিক মারিনস্কি প্যালেসে 'নাতু নাতু' শ্যুট করা প্রসঙ্গে রাজামৌলি জানান, জেলেনস্কি একসময় টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা ছিলেন ৷ তাই শ্যুটিংয়ের অনুমতি চাওয়া হলে তিনি না করেননি ৷ অবশ্যই বিষয়টিকে তাঁদের সৌভাগ্য হিসেবে বর্ণনা করেছেন 'আরআরআর' পরিচালক ৷ কেবল গানের দৃশ্যই নয়, ছবিরও বেশ কিছু দৃশ্য শ্যুট করা হয়েছিল মারিনস্কি প্যালেসে ৷ শ্যুটিংয়ের কয়েকমাস পরেই ইউক্রেনে যুদ্ধ ঘোষণা করে রাশিয়া ৷
আরও পড়ুন: 'আনাই'-এর মন ছুঁয়ে যাওয়া গল্প অস্কার এনে দিল ভারতকে
সম্প্রতি ইউক্রেন সফরে গিয়ে সেই রাষ্ট্রপতি ভবন ঘুরে এসেছেন মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন ৷ 1744 খ্রিস্টাব্দে রুশ সম্রাজ্ঞী এলিজাবেথা পেত্রোভনার নির্দেশে এই প্যালেস তৈরির কাজ শুরু হয় ৷ যা শেষ হয় আট বছর বাদে অর্থাৎ, 1752 খ্রিস্টাব্দে ৷ দ্বিতীয় বিশ্বযুদ্ধে ক্ষতিগ্রস্ত হওয়ার পর মারিনস্কি প্যালেসের আমূল সংস্কার করা হয় ৷ পরবর্তীতে নব্বইয়ের দশকে দ্বিতীয়বার সংস্কার হয় এই ঐতিহাসিক সৌধের ৷