ETV Bharat / entertainment

Kartik Aaryan 32th Birthday:বাবা এবং মায়ের সঙ্গে জন্মদিন উদযাপন কার্তিকের - Kartik Aaryan celebrated his birthday with parents

বলিউডের 'রুহু বাবা' কার্তিক আরিয়ান পালন করছেন তাঁর 32তম জন্মদিন ৷ কার্তিক তাঁর এই জন্মদিন উদযাপন করলেন বাবা এবং মায়ের সঙ্গে ৷

Kartik Aaryan celebrated his 32th birthday with parents
বাবা এবং মায়ের সঙ্গে জন্মদিন উদযাপন করলেন কার্তিক
author img

By

Published : Nov 22, 2022, 10:53 AM IST

মুম্বই,22 নভেম্বর: বলিউডের রুহু বাবা হিসাবে পরিচিত কার্তিক আরিয়ান আজ পালন করছেন তাঁর 32তম জন্মদিন ৷ 1990 সালের 22 নভেম্বর গোয়ালিয়রে (মধ্যপ্রদেশ) জন্মগ্রহণ করেন কার্তিক । ফিটনেস এবং অভিনয় দিয়ে ইতিমধ্য়েই সকলের মন জয় করে নিয়েছেন নায়ক ৷ কার্তিক তাঁর এই জন্মদিন উদযাপন করলেন বাবা এবং মায়ের সঙ্গে ৷ সোশাল মিডিয়ায় তাঁর বেশকিছু ছবিও এখন রীতিমতো ভাইরাল(Kartik Aaryan 32th birthday ) ৷

কার্তিক এদিন একটি স্পেশাল নোটও শেয়ার করেছেন তাঁর বাবা মায়ের জন্য় (Kartik Aaryan birthday Celebration) ৷ তিনি লিখেছেন, 'আমি প্রতিটি জন্মে তোমার কোকি (কার্তিককে তাঁর বাবা-মা আদর করে কোকি বলে ডাকেন ) হিসাবেই জন্ম নিতে চাই ৷ জন্মদিনের এই স্পেশাল সারপ্রাইজের জন্য বাবা-মা, কাতোরি এবং কিকিকে ধন্যবাদ ।' কার্তিক তাঁর জন্মদিন উদযাপনের যে ছবিগুলি শেয়ার করেছেন সেখানে বাবা মায়ের সঙ্গে কেক কাটতে দেখা গিয়েছে অভিনেতাকে (Kartik Aaryan celebrated his birthday with parents)৷ কার্তিক নিজেকে সাজিয়েছেন ধূসর টি-শার্ট আর ডেনিম জিনসে (32th birthday of Kartik) ।

কার্তিক এই পোস্টটি 9 লাখেরও বেশি অনুরাগীরা লাইক করেছেন এরইমধ্য়ে। কার্তিককে তাঁর জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন বলিউডের অন্যান্য় তারকারাও ৷ অভিনেতা আয়ুষ্মান খুরানা লিখেছেন, 'শুভ জন্মদিন'। বিখ্যাত ফ্যাশন ডিজাইনার মনীশ মালহোত্রাও কার্তিককে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন । কার্তিককে শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রী রাকুল প্রীত সিংও ৷

আরও পড়ুন: দীর্ঘ বিরতির পর ফের ছোটপর্দায় ফিরছেন নবমিতা

অভিনয়ের কথা বললে, এই মুহূর্তে 'ফ্রেডি' ছবিটি নিয়ে রীতিমতো চর্চায় রয়েছেন কার্তিক ৷ 2 ডিসেম্বর থেকে এই ছবিটির স্ট্রিমিং শুরু হবে ডিজনি + হটস্টার-এ ৷ 'ফ্রেডি' হল কার্তিকের দ্বিতীয় থ্রিলার যা সরাসরি ওটিটি-তে আসতে চলেছে ৷ 'ফ্রেডি' ছাড়াও এই মুহূর্তে তাঁর আসন্ন ছবি 'সত্য প্রেম কি কথা'-র জন্যও চর্চায় রয়েছেন তিনি ৷ 'ভুল ভুলাইয়া 2' ছবির দুরন্ত সাফল্য়ের এই ছবিতে ফের একবার জুটি বাঁধতে চলেছেন কিয়ারা আদবাণী এবং কার্তিক আরিয়ান ৷ আগামী বছর 29 জুন মুক্তি পাবে ছবিটি ৷ এছাড়া কৃতি শ্যাননের বিপরীতে 'শেহজাদা' ছবিতেও দেখা যাবে তাকে । ছবিটি পরিচালনা করছেন ডেভিড ধাওয়ানের ছেলে রোহিত ধাওয়ান ৷ ছবিটি আগামী বছর 10 ফেব্রুয়ারি মুক্তি পেতে চলেছে ৷

মুম্বই,22 নভেম্বর: বলিউডের রুহু বাবা হিসাবে পরিচিত কার্তিক আরিয়ান আজ পালন করছেন তাঁর 32তম জন্মদিন ৷ 1990 সালের 22 নভেম্বর গোয়ালিয়রে (মধ্যপ্রদেশ) জন্মগ্রহণ করেন কার্তিক । ফিটনেস এবং অভিনয় দিয়ে ইতিমধ্য়েই সকলের মন জয় করে নিয়েছেন নায়ক ৷ কার্তিক তাঁর এই জন্মদিন উদযাপন করলেন বাবা এবং মায়ের সঙ্গে ৷ সোশাল মিডিয়ায় তাঁর বেশকিছু ছবিও এখন রীতিমতো ভাইরাল(Kartik Aaryan 32th birthday ) ৷

কার্তিক এদিন একটি স্পেশাল নোটও শেয়ার করেছেন তাঁর বাবা মায়ের জন্য় (Kartik Aaryan birthday Celebration) ৷ তিনি লিখেছেন, 'আমি প্রতিটি জন্মে তোমার কোকি (কার্তিককে তাঁর বাবা-মা আদর করে কোকি বলে ডাকেন ) হিসাবেই জন্ম নিতে চাই ৷ জন্মদিনের এই স্পেশাল সারপ্রাইজের জন্য বাবা-মা, কাতোরি এবং কিকিকে ধন্যবাদ ।' কার্তিক তাঁর জন্মদিন উদযাপনের যে ছবিগুলি শেয়ার করেছেন সেখানে বাবা মায়ের সঙ্গে কেক কাটতে দেখা গিয়েছে অভিনেতাকে (Kartik Aaryan celebrated his birthday with parents)৷ কার্তিক নিজেকে সাজিয়েছেন ধূসর টি-শার্ট আর ডেনিম জিনসে (32th birthday of Kartik) ।

কার্তিক এই পোস্টটি 9 লাখেরও বেশি অনুরাগীরা লাইক করেছেন এরইমধ্য়ে। কার্তিককে তাঁর জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন বলিউডের অন্যান্য় তারকারাও ৷ অভিনেতা আয়ুষ্মান খুরানা লিখেছেন, 'শুভ জন্মদিন'। বিখ্যাত ফ্যাশন ডিজাইনার মনীশ মালহোত্রাও কার্তিককে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন । কার্তিককে শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রী রাকুল প্রীত সিংও ৷

আরও পড়ুন: দীর্ঘ বিরতির পর ফের ছোটপর্দায় ফিরছেন নবমিতা

অভিনয়ের কথা বললে, এই মুহূর্তে 'ফ্রেডি' ছবিটি নিয়ে রীতিমতো চর্চায় রয়েছেন কার্তিক ৷ 2 ডিসেম্বর থেকে এই ছবিটির স্ট্রিমিং শুরু হবে ডিজনি + হটস্টার-এ ৷ 'ফ্রেডি' হল কার্তিকের দ্বিতীয় থ্রিলার যা সরাসরি ওটিটি-তে আসতে চলেছে ৷ 'ফ্রেডি' ছাড়াও এই মুহূর্তে তাঁর আসন্ন ছবি 'সত্য প্রেম কি কথা'-র জন্যও চর্চায় রয়েছেন তিনি ৷ 'ভুল ভুলাইয়া 2' ছবির দুরন্ত সাফল্য়ের এই ছবিতে ফের একবার জুটি বাঁধতে চলেছেন কিয়ারা আদবাণী এবং কার্তিক আরিয়ান ৷ আগামী বছর 29 জুন মুক্তি পাবে ছবিটি ৷ এছাড়া কৃতি শ্যাননের বিপরীতে 'শেহজাদা' ছবিতেও দেখা যাবে তাকে । ছবিটি পরিচালনা করছেন ডেভিড ধাওয়ানের ছেলে রোহিত ধাওয়ান ৷ ছবিটি আগামী বছর 10 ফেব্রুয়ারি মুক্তি পেতে চলেছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.