ETV Bharat / entertainment

Karan Sanjay on Shamshera: 'কুছ তো লোগ কহেঙ্গে' 'শামশেরা'-র ব্যর্থতা নিয়ে লিখলেন সঞ্জয়, দীর্ঘ পোস্ট করণেরও - Karan Sanjay on Shamshera

'শামশেরা' ছবির মাধ্যমে চার বছর পর বড় পর্দায় কামব্যাক করেছিলেন রণবীর কাপুর ৷ গত পাঁচ দিনে যা আয় হয়েছে তাতে 150 কোটির এই ছবির বাজেটের টাকা কীভাবে উঠবে তা নিয়েও কপালে ভাঁজ দেখা যাচ্ছে অনেকেরই ৷ ছবিটি ফ্লপ হওয়ায় মর্মাহত পরিচালক করণ মালহোত্রাও ৷ মুখ খুলেছেন সঞ্জয় দত্তও (Karan Malhotra And Sanjay Dutt on The Failure of Shamshera)৷

Karan Sanjay on Shamshera
'কুছ তো লোগ কহেঙ্গে' 'শামশেরা'-র ব্যর্থতা নিয়ে লিখলেন সঞ্জয়, দীর্ঘ পোস্ট করণেরও
author img

By

Published : Jul 28, 2022, 7:48 PM IST

মুম্বই, 28 জুলাই: 'শামশেরা' ছবির মাধ্যমে চার বছর পর বড় পর্দায় কামব্যাক করেছিলেন রণবীর কাপুর ৷ কিন্তু প্রত্যাশা পূরণ করে রূপকথা লিখতে ব্যর্থ হল সেই কামব্যাক ৷ ইতিমধ্যেই যা আভাস মিলেছে তাতে বক্স অফিসে একেবারেই পায়ের তলার মাটি শক্ত করতে পারেনি ৷ গত পাঁচ দিনে যা আয় হয়েছে তাতে 150 কোটির এই ছবির বাজেটের টাকা কীভাবে উঠবে তা নিয়েও কপালে ভাঁজ দেখা যাচ্ছে অনেকেরই ৷ ছবিটি ফ্লপ হওয়ায় মর্মাহত পরিচালক করণ মালহোত্রাও ৷ মুখ খুলেছেন সঞ্জয় দত্তও (Karan Malhotra And Sanjay Dutt on The Failure of Shamshera)৷

করণ নিজের ইনস্টাগ্রামে লিখেছেন, "আমার প্রিয় শামশেরা তুমি তেজস্বী ৷ আমার জন্য এই মঞ্চে নিজেকে প্রমাণ করাটা খুবই জরুরী ৷ কারণ এটার সেই জগত যেখানে তোমার জন্য ভালবাসা, ঘৃণা, উদযাপন এবং অপমান সবকিছু রয়েছে ৷ এই ক'দিন তোমাকে একা ছেড়ে দেওয়ার জন্য আমি বারবার তোমার কাছে ক্ষমা চাইছি ৷ কারণ আমি ঘৃণা এবং রাগ সহ্য করতে পারিনি ৷" ছবিটি তাঁর হৃদয়ের ঠিক কতখানি কাছের ছিল তা তাঁর এই মন্তব্য় দেখলেই বোঝা যায় ৷

ছবিটিকে যাঁরা ফ্লপ বলেছেন তাঁদের উদ্দেশ্য়ে একটি নোট লিখেছেন সঞ্জয় দত্তও ৷ তিনি লেখেন, "ফিল্ম হল একটি আবেগের ক্রিয়া ৷ এমন আবেগ যা একটি গল্প বলে, এমন একটি চরিত্র নিয়ে আসে যাঁদের আপনি আগে কখনও দেখেননি এবং শামশেরাও সেই গল্পগুলির মধ্যে একটি। রক্ত, ঘাম আর চোখের জল দিয়ে তৈরি এই ছবি ৷ এটা একটা স্বপ্ন যেটা আমরা পর্দায় নিয়ে এসেছি ৷ চলচ্চিত্র মানুষের বিনোদনের জন্য তৈরি এবং ছবি তার নিজের দর্শক ঠিক খুঁজে নেবে তা সে তাড়াতাড়িই হোক বা দেরিতে ৷"

আরও পড়ুন: দিশা টাইগারের ব্রেকআপ নিয়ে মুখ খুললেন জ্যাকি!

সঞ্জয়ের দাবি, যাঁরা শামশেরা-কে ফ্লপ বলছেন ঘৃণা উগরে দিচ্ছেন তাঁদের অনেকেই ছবিটিও দেখেননি ৷ একজন চলচ্চিত্র নির্মাতা হিসাবে তিনি করণের ভূয়সী করেছেন ৷ তিনি জানান, করণই সেই পরিচালক যিনি তাঁকে অগ্নিপথ ছবিতে কাঞ্চা চিনারের মত চরিত্রে সুযোগ দিয়েছেন ৷ সব শেষে সকলকে ধন্যবাদ জানিয়ে একটি জনপ্রিয় হিন্দি গানের কিছু লাইনও উল্লেখে করেন তিনি, "কুছ তো লোগ কহেঙ্গে লোগো কা কাম হ্যায় ক্য়হনা"৷

মুম্বই, 28 জুলাই: 'শামশেরা' ছবির মাধ্যমে চার বছর পর বড় পর্দায় কামব্যাক করেছিলেন রণবীর কাপুর ৷ কিন্তু প্রত্যাশা পূরণ করে রূপকথা লিখতে ব্যর্থ হল সেই কামব্যাক ৷ ইতিমধ্যেই যা আভাস মিলেছে তাতে বক্স অফিসে একেবারেই পায়ের তলার মাটি শক্ত করতে পারেনি ৷ গত পাঁচ দিনে যা আয় হয়েছে তাতে 150 কোটির এই ছবির বাজেটের টাকা কীভাবে উঠবে তা নিয়েও কপালে ভাঁজ দেখা যাচ্ছে অনেকেরই ৷ ছবিটি ফ্লপ হওয়ায় মর্মাহত পরিচালক করণ মালহোত্রাও ৷ মুখ খুলেছেন সঞ্জয় দত্তও (Karan Malhotra And Sanjay Dutt on The Failure of Shamshera)৷

করণ নিজের ইনস্টাগ্রামে লিখেছেন, "আমার প্রিয় শামশেরা তুমি তেজস্বী ৷ আমার জন্য এই মঞ্চে নিজেকে প্রমাণ করাটা খুবই জরুরী ৷ কারণ এটার সেই জগত যেখানে তোমার জন্য ভালবাসা, ঘৃণা, উদযাপন এবং অপমান সবকিছু রয়েছে ৷ এই ক'দিন তোমাকে একা ছেড়ে দেওয়ার জন্য আমি বারবার তোমার কাছে ক্ষমা চাইছি ৷ কারণ আমি ঘৃণা এবং রাগ সহ্য করতে পারিনি ৷" ছবিটি তাঁর হৃদয়ের ঠিক কতখানি কাছের ছিল তা তাঁর এই মন্তব্য় দেখলেই বোঝা যায় ৷

ছবিটিকে যাঁরা ফ্লপ বলেছেন তাঁদের উদ্দেশ্য়ে একটি নোট লিখেছেন সঞ্জয় দত্তও ৷ তিনি লেখেন, "ফিল্ম হল একটি আবেগের ক্রিয়া ৷ এমন আবেগ যা একটি গল্প বলে, এমন একটি চরিত্র নিয়ে আসে যাঁদের আপনি আগে কখনও দেখেননি এবং শামশেরাও সেই গল্পগুলির মধ্যে একটি। রক্ত, ঘাম আর চোখের জল দিয়ে তৈরি এই ছবি ৷ এটা একটা স্বপ্ন যেটা আমরা পর্দায় নিয়ে এসেছি ৷ চলচ্চিত্র মানুষের বিনোদনের জন্য তৈরি এবং ছবি তার নিজের দর্শক ঠিক খুঁজে নেবে তা সে তাড়াতাড়িই হোক বা দেরিতে ৷"

আরও পড়ুন: দিশা টাইগারের ব্রেকআপ নিয়ে মুখ খুললেন জ্যাকি!

সঞ্জয়ের দাবি, যাঁরা শামশেরা-কে ফ্লপ বলছেন ঘৃণা উগরে দিচ্ছেন তাঁদের অনেকেই ছবিটিও দেখেননি ৷ একজন চলচ্চিত্র নির্মাতা হিসাবে তিনি করণের ভূয়সী করেছেন ৷ তিনি জানান, করণই সেই পরিচালক যিনি তাঁকে অগ্নিপথ ছবিতে কাঞ্চা চিনারের মত চরিত্রে সুযোগ দিয়েছেন ৷ সব শেষে সকলকে ধন্যবাদ জানিয়ে একটি জনপ্রিয় হিন্দি গানের কিছু লাইনও উল্লেখে করেন তিনি, "কুছ তো লোগ কহেঙ্গে লোগো কা কাম হ্যায় ক্য়হনা"৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.