ETV Bharat / entertainment

Karan On Mom's Birthday: মায়ের 80তম জন্মদিনে মিষ্টি শুভেচ্ছা বার্তা করণের - Karan On Moms Birthday

মায়ের 80তম জন্মদিনে আবেগি হয়ে পড়লেন করণ জোহর ৷ লিখলেন, সেই মানুষটিকে শুভেচ্ছা যাঁকে আমি আজও ভয় পাই (Karan wishes Mom on her Birthday)৷

Karan Johar Sweet Note For Her Mom On Birthday
মায়ের জন্মদিনে আবেগি করণ
author img

By

Published : Mar 18, 2023, 11:07 AM IST

মুম্বই, 18 মার্চ: 80তম জন্মদিনে মা-কে শুভেচ্ছা জানাতে গিয়ে আবেগী হয়ে পড়লেন পরিচালক করণ জোহর ৷ শনিবার সকালে মায়ের জন্মদিন উদযাপনের বেশকিছু মুহূর্ত এবং মায়ের সঙ্গে কাটানো তাঁর কিছু বিশেষ মুহূর্ত শেয়ার করলেন পরিচালক ৷ মায়ের জন্য় কেকেরও ব্যবস্থা করেছিলেন বলিপাড়ার কে জে ৷ কেকের উপরেও লেখা 80তম জন্মদিনের কথা ৷ অন্যান্য় ছবিতে কোথাও ফ্রেমবন্দি হয়েছে করণের ছেলেবেলা কোথাও আবার নাতি নাতনিকে নিয়ে ফ্রেম বন্দি হয়েছেন পরিচালক (Karan wishes Mom on her Birthday)৷

পরিচালক এদিন লেখেন, 'আমার সাহসী মা আজ আশিতে পা দিলেন ৷ তুমিই আমাকে শিখিয়েছ ভালোবাসা ঠিক কেমন হয়...বলেছ যদি ঠিক হও তাহলে কখনও নিজেকে প্রমাণ করার চেষ্টা করো না বা ক্ষমা চাইবার চেষ্টা করো না ৷ আর তাই আমি কারও কাছে এমন কিছু হওয়ার ভান করি না, যা আমি নই ৷ আমার বিবেক থেকে শুরু করে ফ্যাশন পুলিশ- সবই তুমি ৷ আর তুমিই একমাত্র মানুষও বটে যাকে আমি আজও ভয় পাই ৷ মা আমি তোমায় ভালোবাসি...তোমাকে ছাড়া আমি রুহি আর যশকে বড় করতে পারতাম না ৷'

করণের শেয়ার করা পোস্টটি ইতিমধ্যেই ভাইরাল সামাজিক ৷ শুধু নেটিজেনরাই নয় করণের মা-কে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছেন বলি টাউনের অন্য সেলেবরাও ৷ তালিকায় রয়েছেন মালাইকা আরোরা, অনন্য়া পাণ্ডে থেকে শুরু করে সাবা পতৌদি পর্যন্ত সকলেই ৷ করণের মাকে শুভেচ্ছা জানাতে মালাইকা লিখেছেন, 'শুভ জন্মদিন হিরু আন্টি' ৷ একইভাবে শুভেচ্ছা জানিয়েছেন অনন্যাও ৷

আরও পড়ুন: পাঁচ ভিন্ন ভাষায় 'কেশরিয়া' শুনে গায়কের প্রশংসায় পঞ্চমুখ মোদি

করণ জোহর এখন ব্যস্ত রয়েছেন তাঁর আগামী ছবি 'রকি অউর রানি কি প্রেম কাহানি' ছবি নিয়ে ৷ এই ছবিতে জুটি হিসাবে তিনি বেছে নিয়েছেন রণবীর সিং এবং আলিয়া ভাটকে ৷ ছবিতে অন্য চরিত্রে রয়েছেন ধর্মেন্দ্র, শাবানা আজমি, জয়া বচ্চনের মতো অভিনতা অভিনেত্রীরা ৷ এই ছবিটি পর্দায় আসতে চলেছে আগামী 28 জুলাই ৷

মুম্বই, 18 মার্চ: 80তম জন্মদিনে মা-কে শুভেচ্ছা জানাতে গিয়ে আবেগী হয়ে পড়লেন পরিচালক করণ জোহর ৷ শনিবার সকালে মায়ের জন্মদিন উদযাপনের বেশকিছু মুহূর্ত এবং মায়ের সঙ্গে কাটানো তাঁর কিছু বিশেষ মুহূর্ত শেয়ার করলেন পরিচালক ৷ মায়ের জন্য় কেকেরও ব্যবস্থা করেছিলেন বলিপাড়ার কে জে ৷ কেকের উপরেও লেখা 80তম জন্মদিনের কথা ৷ অন্যান্য় ছবিতে কোথাও ফ্রেমবন্দি হয়েছে করণের ছেলেবেলা কোথাও আবার নাতি নাতনিকে নিয়ে ফ্রেম বন্দি হয়েছেন পরিচালক (Karan wishes Mom on her Birthday)৷

পরিচালক এদিন লেখেন, 'আমার সাহসী মা আজ আশিতে পা দিলেন ৷ তুমিই আমাকে শিখিয়েছ ভালোবাসা ঠিক কেমন হয়...বলেছ যদি ঠিক হও তাহলে কখনও নিজেকে প্রমাণ করার চেষ্টা করো না বা ক্ষমা চাইবার চেষ্টা করো না ৷ আর তাই আমি কারও কাছে এমন কিছু হওয়ার ভান করি না, যা আমি নই ৷ আমার বিবেক থেকে শুরু করে ফ্যাশন পুলিশ- সবই তুমি ৷ আর তুমিই একমাত্র মানুষও বটে যাকে আমি আজও ভয় পাই ৷ মা আমি তোমায় ভালোবাসি...তোমাকে ছাড়া আমি রুহি আর যশকে বড় করতে পারতাম না ৷'

করণের শেয়ার করা পোস্টটি ইতিমধ্যেই ভাইরাল সামাজিক ৷ শুধু নেটিজেনরাই নয় করণের মা-কে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছেন বলি টাউনের অন্য সেলেবরাও ৷ তালিকায় রয়েছেন মালাইকা আরোরা, অনন্য়া পাণ্ডে থেকে শুরু করে সাবা পতৌদি পর্যন্ত সকলেই ৷ করণের মাকে শুভেচ্ছা জানাতে মালাইকা লিখেছেন, 'শুভ জন্মদিন হিরু আন্টি' ৷ একইভাবে শুভেচ্ছা জানিয়েছেন অনন্যাও ৷

আরও পড়ুন: পাঁচ ভিন্ন ভাষায় 'কেশরিয়া' শুনে গায়কের প্রশংসায় পঞ্চমুখ মোদি

করণ জোহর এখন ব্যস্ত রয়েছেন তাঁর আগামী ছবি 'রকি অউর রানি কি প্রেম কাহানি' ছবি নিয়ে ৷ এই ছবিতে জুটি হিসাবে তিনি বেছে নিয়েছেন রণবীর সিং এবং আলিয়া ভাটকে ৷ ছবিতে অন্য চরিত্রে রয়েছেন ধর্মেন্দ্র, শাবানা আজমি, জয়া বচ্চনের মতো অভিনতা অভিনেত্রীরা ৷ এই ছবিটি পর্দায় আসতে চলেছে আগামী 28 জুলাই ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.