ETV Bharat / entertainment

RRKPK Box Office Collection: 250 কোটির ক্লাবে 'রকি অউর রানি কি প্রেম কাহানি', করণের মুকুটে নতুন পালক - RRKPK Box Office Collection

দেখতে দেখতে 250 কোটির ক্লাবে ঢুকে পড়ল করণ জোহরের নতুন ছবি 'রকি অউর রানি কি প্রেম কাহানি' ৷ বিশ্বের বক্স অফিসের নিরিখে নতুন মাইলস্টোন ছুঁল এই ছবি ৷

PIC Karan Johar Instagram
250 কোটির ক্লাবে করণের নতুন ছবি রকি অউর রানি কি প্রেম কাহানি'
author img

By

Published : Aug 12, 2023, 3:19 PM IST

হায়দরাবাদ, 12 অগস্ট: নানা প্রশ্ন, নানা ধরনের বিতর্কের মাঝেও ফের একটি নতুন মাইলস্টোন ছুঁয়ে ফেলল করণ জোহরের 'রকি অউর রানি কি প্রেম কাহানি' ৷ 'ওএমজি 2', 'গদর 2' এবং 'জেলর'-এর মতো ছবির সঙ্গে বক্স অফিসে লড়াই করতে হচ্ছে এই ছবিকে ৷ এর আগে 'ওপেনহাইমার' এবং 'বার্বি'র মতো ছবির সঙ্গে টক্কর দিতে হয়েছে ৷ অন্যদিকে আবার অনেক সমালোচকের চোখেও খুব একটা প্রশংসা পায়নি এই ছবি ৷ কিন্তু তার মাঝেই এবার 250 কোটির ক্লাবে জায়গা করে নিল রণবীর সিং-আলিয়া ভাটের রোম্যান্টিক কমেডি ৷

শনিবার পরিচালক নিজেই তাঁর ইনস্টা স্টোরিতে জানিয়েছেন এই কথা ৷ ধর্মা প্রোডাকশন প্রযোজিত 'রকি অউর রানি কি প্রেম কাহানি' মুক্তি পেয়েছিল গতমাসের একেবারে শেষের দিকে ৷ আর তারপর 15-16 দিন যেতে না যেতেই বিশ্ব ব্যাপী আয়ের নিরিখে 250 কোটি টাকা ঘরে তুলে ফেললেন নির্মাতারা ৷ দেশেও এই ছবি প্রায় 120 কোটির বেশি আয় করে ফেলেছে ৷ 'রকি অউর রানি কি প্রেম কাহানি'র বাজেট ছিল প্রায় 178 কোটি টাকা ৷ সেই বাজেটের টাকা আগেই উঠে এসেছে ৷ এবার পালা হিট থেকে সুপারহিট হয়ে ওঠার ৷

রণবীর-আলিয়ার সহজ প্রেমের এই গল্পকে আবেগের রোলার কোস্টার রাইড বলে উল্লেখ করেছিলেন অনেকেই ৷ যেমন হাসিয়েছে এই ছবি তেমনই কাঁদিয়েছেও ৷ বিশেষত ছবির দ্বিতীয় ভাগ তো চোখে জল এনে দেয়ই ৷ বাঙালি এবং পঞ্জাবি পরিবারের দন্দ্বের পাশাপাশি নারীর ক্ষমতায়ণের ওপরেও জোর দেয় এই ছবি ৷

PIC Karan Johar Instagram
দেশ এবং সারা বিশ্ব মিলিয়ে বক্স অফিসে 250 কোটি পার করল করণের ছবি

আরও পড়ুন: ডায়েট চার্টকে ছুটি, কেক কেটে জন্মদিন পালনে মাতলেন সায়ন্তিকা

নারী সংসারের মাথা মানেই যে নারীস্বাধীনতা প্রমাণিত হয় না, এই ছবিতে তা স্পষ্ট করেছেন করণ । রকি অউর রানির প্রেমের ক্ষেত্রে তাই সবচেয়ে বড় বাধা হয়ে ওঠে জয়া বচ্চনের চরিত্রটিই ৷ যিনি রকির পরিবারের কর্ত্রী ৷ ছবিতে জয়া বচ্চন, রণবীর সিং, আলিয়া ভাট ছাড়াও রয়েছেন টোটা রায় চৌধুরী, চূর্ণী গঙ্গোপাধ্যায়, ধর্মেন্দ্র এবং শাবানা আজমির মতো অভিনেতা অভিনেত্রীরা ৷

হায়দরাবাদ, 12 অগস্ট: নানা প্রশ্ন, নানা ধরনের বিতর্কের মাঝেও ফের একটি নতুন মাইলস্টোন ছুঁয়ে ফেলল করণ জোহরের 'রকি অউর রানি কি প্রেম কাহানি' ৷ 'ওএমজি 2', 'গদর 2' এবং 'জেলর'-এর মতো ছবির সঙ্গে বক্স অফিসে লড়াই করতে হচ্ছে এই ছবিকে ৷ এর আগে 'ওপেনহাইমার' এবং 'বার্বি'র মতো ছবির সঙ্গে টক্কর দিতে হয়েছে ৷ অন্যদিকে আবার অনেক সমালোচকের চোখেও খুব একটা প্রশংসা পায়নি এই ছবি ৷ কিন্তু তার মাঝেই এবার 250 কোটির ক্লাবে জায়গা করে নিল রণবীর সিং-আলিয়া ভাটের রোম্যান্টিক কমেডি ৷

শনিবার পরিচালক নিজেই তাঁর ইনস্টা স্টোরিতে জানিয়েছেন এই কথা ৷ ধর্মা প্রোডাকশন প্রযোজিত 'রকি অউর রানি কি প্রেম কাহানি' মুক্তি পেয়েছিল গতমাসের একেবারে শেষের দিকে ৷ আর তারপর 15-16 দিন যেতে না যেতেই বিশ্ব ব্যাপী আয়ের নিরিখে 250 কোটি টাকা ঘরে তুলে ফেললেন নির্মাতারা ৷ দেশেও এই ছবি প্রায় 120 কোটির বেশি আয় করে ফেলেছে ৷ 'রকি অউর রানি কি প্রেম কাহানি'র বাজেট ছিল প্রায় 178 কোটি টাকা ৷ সেই বাজেটের টাকা আগেই উঠে এসেছে ৷ এবার পালা হিট থেকে সুপারহিট হয়ে ওঠার ৷

রণবীর-আলিয়ার সহজ প্রেমের এই গল্পকে আবেগের রোলার কোস্টার রাইড বলে উল্লেখ করেছিলেন অনেকেই ৷ যেমন হাসিয়েছে এই ছবি তেমনই কাঁদিয়েছেও ৷ বিশেষত ছবির দ্বিতীয় ভাগ তো চোখে জল এনে দেয়ই ৷ বাঙালি এবং পঞ্জাবি পরিবারের দন্দ্বের পাশাপাশি নারীর ক্ষমতায়ণের ওপরেও জোর দেয় এই ছবি ৷

PIC Karan Johar Instagram
দেশ এবং সারা বিশ্ব মিলিয়ে বক্স অফিসে 250 কোটি পার করল করণের ছবি

আরও পড়ুন: ডায়েট চার্টকে ছুটি, কেক কেটে জন্মদিন পালনে মাতলেন সায়ন্তিকা

নারী সংসারের মাথা মানেই যে নারীস্বাধীনতা প্রমাণিত হয় না, এই ছবিতে তা স্পষ্ট করেছেন করণ । রকি অউর রানির প্রেমের ক্ষেত্রে তাই সবচেয়ে বড় বাধা হয়ে ওঠে জয়া বচ্চনের চরিত্রটিই ৷ যিনি রকির পরিবারের কর্ত্রী ৷ ছবিতে জয়া বচ্চন, রণবীর সিং, আলিয়া ভাট ছাড়াও রয়েছেন টোটা রায় চৌধুরী, চূর্ণী গঙ্গোপাধ্যায়, ধর্মেন্দ্র এবং শাবানা আজমির মতো অভিনেতা অভিনেত্রীরা ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.