ETV Bharat / entertainment

25 বছর পর আবার করণের প্রজেক্টে সলমন, ভাইজানের জন্মদিনেই এল সুখবর - করনের প্রজেক্টে সলমন

Salman-Karan New Film: 25 বছর পর আবার সলমন খানের সঙ্গে কাজ করতে চলেছেন করণ জোহর ৷ সলমনের সঙ্গে করণের কাজের এই খবর পরিচালক দিলেন অভিনেতার জন্মদিনে ৷

Etv Bharat
Etv Bharat
author img

By PTI

Published : Dec 27, 2023, 4:10 PM IST

Updated : Dec 27, 2023, 10:38 PM IST

মুম্বই, 27 ডিসেম্বর: বন্ধু শাহরুখ খান 58তম জন্মদিন পালন করেছেন কয়েক মাস আগেই ৷ এবার 58টি বসন্ত পার করে 59-এ পা দিলেন সলমন খানও ৷ আর ভাইজানের জন্মদিনেই অনুরাগীদের একটি দারুণ সুখবর দিলেন পরিচালক করণ জোহর ৷ একসময় তাঁর প্রথম পরিচালিত ছবি 'কুছ কুছ হোতা হ্যায়'-এরও অংশ ছিলেন সলমন ৷ এবার তাঁরই জন্মদিনে নতুন প্রজেক্টের কথা ঘোষণা করলেন করণ ৷ তিনি জানিয়েছেন, আগামীতে আবার হাত মেলাতে চলেছেন তাঁরা ৷

তাঁর প্রথম ছবির কথা উল্লেখ করে এদিন করণ লেখেন, "25 বছর আগের কথা ৷ একটা পার্টিতে আমি একা বসে আছি ৷ মনে মনে দ্বিধায় ভুগছি ৷ একজন বিরাট স্টার আমার কাছে এগিয়ে এল আর জিজ্ঞাসা করল আমি কেন এককোনে বসে আছি ৷ তাঁকে জানাই আমার কাছে একটা চরিত্র আছে ৷ সেই চরিত্রের জন্য যে যে অভিনেতার সঙ্গে কথা বলেছি সবাই ফিরিয়ে দিয়েছেন ৷ এই সুপারস্টারের বোনের সঙ্গে আমার সম্পর্ক ভালো ছিল ৷ ও তার কাছেই আমার চিত্রনাট্যের প্রশংসা শুনেছিল ৷ আর তাই ও জানায়, আমি যেন পরের দিন এসে ছবির গল্প তাকে শোনাই ৷"

এই অভিনেতার কাছে গল্প শোনানোর কথা তিনি কখনও ভাবেননি তা খোলাখুলি জানিয়েছেন করণ ৷ তিনি লেখেন, "আমি মনে মনে প্রার্থনা করছিলাম একটা মিরাক্যাল ঘটে যাক ৷ কারণ সেটাই ছিল আমার প্রথম ছবি ৷ এর উপরেই নির্ভর করছিল আমার জীবন ৷ আমি কোনও মতে ইন্টারভ্যাল পর্যন্ত শুনিয়েছিলাম (তখন আমার গলা শুকিয়ে সাহারা মরুভূমি হয়ে গিয়েছে) ৷ আমার দিকে এক গ্লাস জল এগিয়ে দিয়ে বলল আমি ছবিটা করব ৷"

তিনি আরও লেখেন, "আমি তো তখন কিংকর্তব্যবিমূঢ় ৷ কোনও মতে বললাম, আরে তোমার চরিত্রটা তো গল্পের দ্বিতীয় অধ্যায়ে আছে ৷ তুমি শুনবে না ৷ ও বলে, আমি তোমার বাবাকে ভালোবাসি ৷ আর এই ছবিটা না করলে আমার বোন আমায় মেরে ফেলবে ৷ ঠিক এভাবেই 'কুছ কুছ হোতা হ্যায়'-এ সলমনের এন্ট্রি হয় ৷"

এই রোম্যান্টিক ছবি বদলে দেয় বলিউডের ইতিহাস ৷ শাহরুখ খান, রানি মুখোপাধ্যায়ের সঙ্গে ছবিতে নজর কেড়েছিল সলমনের অভিনয়ও ৷ এবারও সেই সলমনেরই হাত ধরতে চলেছেন তিনি ৷ করণ লেখেন, "এমন ঘটনা আজ আর ঘটেনা ৷ শুভ জন্মদিন সলমন ৷ সবসময় তোমায় ভালোবাসি ৷ আজ 25 বছর পর আবার তোমাকে একটা গল্প শোনানোর আছে ৷ এর থেকে বেশি কিছু বলব না ৷"

আরও পড়ুন:

  1. 58 য় সলমন, মাঝরাতে মুম্বই ফিরেই ভাগ্নিকে নিয়ে জন্মদিন পালন; ছিলেন কারা ?
  2. সিড কিয়ারা থেকে পরম পিয়া, রাহুল টু মুকেশ; সিনেদুনিয়া ও বাইজ গজে তেইশে প্রশংসিত তারকা বিবাহের ফ্ল্যাশ ব্যাক
  3. রটারডাম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে অপর্ণাকে নিয়ে তৈরি তথ্যচিত্রের ওয়ার্ল্ড প্রিমিয়ার

মুম্বই, 27 ডিসেম্বর: বন্ধু শাহরুখ খান 58তম জন্মদিন পালন করেছেন কয়েক মাস আগেই ৷ এবার 58টি বসন্ত পার করে 59-এ পা দিলেন সলমন খানও ৷ আর ভাইজানের জন্মদিনেই অনুরাগীদের একটি দারুণ সুখবর দিলেন পরিচালক করণ জোহর ৷ একসময় তাঁর প্রথম পরিচালিত ছবি 'কুছ কুছ হোতা হ্যায়'-এরও অংশ ছিলেন সলমন ৷ এবার তাঁরই জন্মদিনে নতুন প্রজেক্টের কথা ঘোষণা করলেন করণ ৷ তিনি জানিয়েছেন, আগামীতে আবার হাত মেলাতে চলেছেন তাঁরা ৷

তাঁর প্রথম ছবির কথা উল্লেখ করে এদিন করণ লেখেন, "25 বছর আগের কথা ৷ একটা পার্টিতে আমি একা বসে আছি ৷ মনে মনে দ্বিধায় ভুগছি ৷ একজন বিরাট স্টার আমার কাছে এগিয়ে এল আর জিজ্ঞাসা করল আমি কেন এককোনে বসে আছি ৷ তাঁকে জানাই আমার কাছে একটা চরিত্র আছে ৷ সেই চরিত্রের জন্য যে যে অভিনেতার সঙ্গে কথা বলেছি সবাই ফিরিয়ে দিয়েছেন ৷ এই সুপারস্টারের বোনের সঙ্গে আমার সম্পর্ক ভালো ছিল ৷ ও তার কাছেই আমার চিত্রনাট্যের প্রশংসা শুনেছিল ৷ আর তাই ও জানায়, আমি যেন পরের দিন এসে ছবির গল্প তাকে শোনাই ৷"

এই অভিনেতার কাছে গল্প শোনানোর কথা তিনি কখনও ভাবেননি তা খোলাখুলি জানিয়েছেন করণ ৷ তিনি লেখেন, "আমি মনে মনে প্রার্থনা করছিলাম একটা মিরাক্যাল ঘটে যাক ৷ কারণ সেটাই ছিল আমার প্রথম ছবি ৷ এর উপরেই নির্ভর করছিল আমার জীবন ৷ আমি কোনও মতে ইন্টারভ্যাল পর্যন্ত শুনিয়েছিলাম (তখন আমার গলা শুকিয়ে সাহারা মরুভূমি হয়ে গিয়েছে) ৷ আমার দিকে এক গ্লাস জল এগিয়ে দিয়ে বলল আমি ছবিটা করব ৷"

তিনি আরও লেখেন, "আমি তো তখন কিংকর্তব্যবিমূঢ় ৷ কোনও মতে বললাম, আরে তোমার চরিত্রটা তো গল্পের দ্বিতীয় অধ্যায়ে আছে ৷ তুমি শুনবে না ৷ ও বলে, আমি তোমার বাবাকে ভালোবাসি ৷ আর এই ছবিটা না করলে আমার বোন আমায় মেরে ফেলবে ৷ ঠিক এভাবেই 'কুছ কুছ হোতা হ্যায়'-এ সলমনের এন্ট্রি হয় ৷"

এই রোম্যান্টিক ছবি বদলে দেয় বলিউডের ইতিহাস ৷ শাহরুখ খান, রানি মুখোপাধ্যায়ের সঙ্গে ছবিতে নজর কেড়েছিল সলমনের অভিনয়ও ৷ এবারও সেই সলমনেরই হাত ধরতে চলেছেন তিনি ৷ করণ লেখেন, "এমন ঘটনা আজ আর ঘটেনা ৷ শুভ জন্মদিন সলমন ৷ সবসময় তোমায় ভালোবাসি ৷ আজ 25 বছর পর আবার তোমাকে একটা গল্প শোনানোর আছে ৷ এর থেকে বেশি কিছু বলব না ৷"

আরও পড়ুন:

  1. 58 য় সলমন, মাঝরাতে মুম্বই ফিরেই ভাগ্নিকে নিয়ে জন্মদিন পালন; ছিলেন কারা ?
  2. সিড কিয়ারা থেকে পরম পিয়া, রাহুল টু মুকেশ; সিনেদুনিয়া ও বাইজ গজে তেইশে প্রশংসিত তারকা বিবাহের ফ্ল্যাশ ব্যাক
  3. রটারডাম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে অপর্ণাকে নিয়ে তৈরি তথ্যচিত্রের ওয়ার্ল্ড প্রিমিয়ার
Last Updated : Dec 27, 2023, 10:38 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.