মুম্বই, 24 মে : 'দ্য কপিল শর্মা' শোয়ে অক্ষয় কুমারকে এর আগে যাঁরা দেখেছেন তাঁদের বলে দেওয়ার দরকার নেই যে কমিডিয়ান কপিল শর্মার সঙ্গে বলিউডের খিলাড়ি কুমারের সম্পর্ক ঠিক কতটা টক ঝাল মিষ্টি ৷ তাঁদের মধ্য়ে নানা খুনসুটি চলতেই থাকে যা দর্শকদেরও ভীষণ মজা দেয় ৷ অক্ষয়ের রোম্যান্টিক অবতার দেখে হিংসেয় লুচির মত ফোলাটাও কপিলের এমন অভিনয়েরই একটি অংশ ৷ এবার তাঁর নতুন ছবি 'পৃথ্বীরাজ'-এর প্রচারের জন্যও 'দ্য কপিল শর্মা' শোয়ে গিয়েছিলেন অক্ষয় ৷ এই ছবিতে তিনি জুটি বেঁধেছেন প্রাক্তন মিস ওয়ার্ল্ড মানুশী চিল্লারের সঙ্গে (Akshay Kumar Romancing Younger Actresses) ৷
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
এই পর্বের প্রোমোতে দেখা যায়, অক্ষয়ের উদ্দেশ্যে এদিন রোম্যান্স বিষয়েই মুখ খোলেন কপিল ৷ তিনি জানান, তিনি যখন স্কুলে পড়তেন অক্ষয় তখন মাধুরী দীক্ষিত এবং আয়েশা জুলকাদের সঙ্গে পর্দায়ে রোম্যান্স করতেন খিলাড়ি কুমার, তিনি যখন কলেজে পড়তেন তখন বিপাশা বাসু, ক্যাটরিনা কাইফদের সঙ্গে স্ক্রিনশেয়ার করতেন অক্ষয় ৷ আর আজ কৃতি স্যানন, সারা আলি খান, মানুশী চিল্লার, কিয়ারা আদবাণীদের সঙ্গে অভিনয় করেন তিনি ৷ কপিল হাসতে হাসতে বলেন, "আমরা তো শুধু ওঁর নায়িকাদের ইন্টারভিউ নেওয়ার জন্য় জন্মেছি ৷" এই কথা শুনে হাসতে থাকেন অক্ষয় নিজেও ৷
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
আরও পড়ুন: সবুজ কন্য়ার পর 'ব্ল্যাক বেবি' লুকে কান থেকে নজর কাড়লেন দীপিকা
আসলেই অক্ষয়ের থেকে 29 বছরের ছোট মানুশী ৷ অক্ষয়ের বয়স এই মুহূর্তে 54 আর তাঁর পর্দার নায়িকার 25 ৷ এর আগেই আতরঙ্গি রে ছবিতে সারার সঙ্গে রোম্যান্স করেছেন অভিনেতা ৷ সারা তাঁর থেকে 28 বছরের ছোট ৷ শোয়ে দেখা যাবে পরিচালক চন্দ্রপ্রকাশ দ্বিবেদীকেও ৷ ছবিটির পিছনে রয়েছে পরিচালক ড. চন্দ্রপ্রকাশ ত্রিবেদীর 18 বছরের রিসার্চ ৷ সঞ্জয় দত্ত এবং সোনু সুদও এই ছবিতে অভিনয় করতে চলেছেন বিশেষ বিশেষ চরিত্রে ৷ 3 জুন পর্দায় আসছে 'পৃথ্বীরাজ' ৷